![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি
"সম্পর্ক হচ্ছে টেবিলের কোনায় রাখা পছন্দের ফুলদানির মত!"
ধরুন,আপনার অনেক প্রিয় একটা ফুলদানি রয়েছে।অনেক প্রিয় বলে ফুলদানিটি রেখেছেন পড়ার টেবিলের এক কোনায়।ইচ্ছে হলেই যাতে চেয়ারে বসে পড়তে পড়তে চোঁখ দিয়ে দেখতে পারেন প্রিয় সেই ফুলদানি আর ফুলগুলো,ঠিক সেইরকম একটি কোনায় রেখেছেন।যে রুমটিতে আপনার প্রিয় ফুলদানিটির বসবাস সেই রুমটিতে বাইরের অনেকেই যাওয়া-আসা করে।অনেকে আবার আপনার ফুলদানিটি হাতে নিয়ে নেড়েচেড়েও দেখে।অনেক সময় ছোট-খাটো মন্তব্যও পেয়ে থাকেন -"বাহ! কত সুন্দর"।
হঠাৎ একদিন বাইরের কেও আপনার ফুলদানির রুমে প্রবেশ করলো।তার হাতের ছোট্ট একটা ধাক্কা লাগলো টেবিলটায়।আপনার প্রিয় ফুলদানিটি সেই ছোট্ট ধাক্কায় পরে ভেঙে গেল।কিন্তু আপনার অনেক পছন্দের ফুলদানি ছিল বলে সুপারগ্লু কিনে এনে একটু একটু করে ফুলদানিটি জোড়া লাগালেন।আবার সেই টেবিলের কোনায় তাকে সাজিয়ে রাখলেন।আপনার হাতের ধাক্কা লেগে আবার ভাঙার কোনো সম্ভাবনা নেই।নিরাপত্তা হিসেবে এখন আর কাউকে আপনার রুমে আসতে দেন না।আর কেউ রুমে আসলে আপনি তখন ফুলদানি সরিয়ে রাখেন।কিন্তু এতদিনে আপনার পছন্দের একটা পরিবর্তন হয়েছে।
ফুলদানিটা আর আগের মত ভাল লাগেনা। চোঁখের দৃষ্টি এখন শুধু ভাঙা দাগ গুলোতে যেয়ে আটকে পরে।
ভাঙা দাগগুলোর জন্য কিন্তু বাইরের কেউ দায়ী নয়।ভেবে দেখুন, আপনিই দায়ী ...!
ভেঙে যাওয়া ফুলদানি যতই ভালভাবে জোড়া লাগান না কেনো,ভাঙার দাগ থেকেই যায়।তাই ভাঙার আগেই যত্ননিন।
#দর্শন
#আরিয়ান_রাইটিং
২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭
আরিয়ান রাইটিং বলেছেন: ভাঙার আগে কি জানবেন?!!
সম্পর্ক আদো আছে,নাকি নেই
নাকি সম্পর্ক ভাঙার পর যত্ন নিবেন?!
২| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: হুম বুঝলাম।
২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৯
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি হরমোনযুক্ত মুরগী খাচ্ছেন বেশী, আগের থেকে বুদ্ধি বাড়ছে
২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
আরিয়ান রাইটিং বলেছেন: হরমোনযুক্ত মুরগীর উপরে আপনার অনেক জ্ঞান আছে দেখছি। বিষয়টা খারাপ ছিলনা।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ও আমি ভাবছি ফুলদানির কথা হাহাহা এত গভীরে গেছি না তো হাহাহাহাহ ইতা কথা বুঝি না এত গভীরের কথা
২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯
আরিয়ান রাইটিং বলেছেন: মন্তব্য পড়ে মন ভাল হয়েগেল।
ধন্যবাদ পড়ার জন্য।
৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
ফারহানা শারমিন বলেছেন: বেশির ভাগ মানুষই ভাঙার পরে বোঝে।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৭
আরিয়ান রাইটিং বলেছেন: কথা সত্য । তাই ভাঙার আগেই যত্নবান হওয়া প্রয়োজন।
মন্তব্য রাখার জন্য ধন্যবাদ বোন।ভাল থাকুন ।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: ঠিক আছে আপনার অনুরোধ বা উপদেশ যাইই বলেন,মনে রাখব।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩০
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য ভাই।ভাল থাকুন।শুভ কামনা রইল।
৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪০
আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভ কামনা রইল।
৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪৪
সুমন কর বলেছেন: ভালো বলেছেন।
২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪১
আরিয়ান রাইটিং বলেছেন: আবারো ধন্যবাদ।
৯| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮
প্রথমকথা বলেছেন: সুন্দর পোষ্ট, ভালোলাগা জানবেন।
২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:২৯
আরিয়ান রাইটিং বলেছেন: অনেক দেরি করে ফেলার জন্য দুঃখিত।
ধন্যবাদ পড়ার জন্য।
ভালোলাগা জানবেন কথাটি ঠিক বুঝতে পারলাম না।
১০| ০১ লা মে, ২০১৮ বিকাল ৩:৩৩
ইব্রাহীম আই কে বলেছেন: কিন্তু মানুষ বলেত একটা কথা আছেঃ 'ঠুস না খাইলে হুস হয়না।"
কিন্তু হুসটাই যখন আসে তখন অনেক দেরি হয়ে যায়। হয়ত অনেক সময় ফুলদানীর মতো সম্পর্কটা এমনভাবে ভেঙ্গে চৌচির হয়ে যায় যে তখন এটাকে আর কোন ভাবেই জোড়া লাগানো সম্ভব হয়না।
০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১৮
আরিয়ান রাইটিং বলেছেন: ভাল বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাঙ্গার আগে জানব কিভাবে -যত্ন তো পরের কথা