নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"হারিয়ে যাওয়া মানুষ দ্বিতীয় বার হারায়না, হারিয়ে যেতে চাইলে তাকে ফিরে আসতে হবে। আমি বার বার ফিরে এসেছি, বার বার হারিয়ে যাওয়ার জন্য \" --- আমি

আরিয়ান রাইটিং

ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি

আরিয়ান রাইটিং › বিস্তারিত পোস্টঃ

মেয়ে ধরা

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩২


নীচ তলায় একটা পিচ্চি বাচ্চা থাকে! এত কিয়ুট, দেখলেই কোলে নিয়ে গাল টানতে ইচ্ছা হয়!
একদি পিচ্চি মেয়েটাকে পেয়ে কোলে নিয়েই গাল টানতে শুরু করে দিলাম। দেখি কিছুই বলেনা! পিচ্চিরা সাধারণত অল্পতেই লজ্জা পেয়ে দৌড়ে চলে যায়! এই পিচ্চির মধ্যে এইসব কিচ্ছু নাই! ঠিক মত কথাও বলতে পারেনা! ইশ্, আরো কিয়ুট!! আমি কোলে নিয়ে কথা বলতেছি আর গাল টানতেছি।কথার তালে জিজ্ঞেস করলাম-"চিপ্স খাবা? "
সে মাথা নাড়িয়ে হ্যা বলল। কোলে নিয়েই দোকানে নিয়ে গেলাম। অনেক গুলা চিপ্স দেখে সে এদিক ওদিক তাকাচ্ছে।বললাম "কোনটা নিবা?" সে কথা না বলে হাত দিয়ে একটা চিপ্স দেখিয়ে দিলো। আমি চিপ্স কিনে দিয়ে সেদিনের মত পিচ্চিকে ছেড়ে দিলাম।

আরেক দিন বাসার নীচে দেখি পিচ্চিটা ওর আব্বুর সাথে দাঁড়িয়ে আছে।আমি তখন বাইরে যাচ্ছিলাম।আমাকে দেখে সে গুটি গুটি পায়ে আমার দিকে চলে আসলো। কাছে আসতেই বললাম- "চিপ্স খাবে", মাথা নাড়িয়ে তার উত্তর হ্যাঁ!
সে আমার একটা আঙ্গুল ধরে হাটা শুরু করলো।পিছনে পিচ্চির আব্বু চোখ গোল গোল করে তাকিয়ে ডাকছে "এই মেয়ে কোথায় যাও?!, এই যায়না... এই..."
কে শোনে কার কথা,পিছনে যে কেও ডাকছে তার পাত্তা দুই জনের একজনও দিচ্ছি না! ঘেটের বাইরে এসে পিচ্চিকে কোলে নিয়ে দিলাম হাটা! এইটা দেখে পিচ্চির আব্বু লুঙ্গি পরেই আমার পিছনে হাটা দৌড় দিলো! মেয়ে ধরা নাকি? মেয়ে তার যায় কই!?

আমি সোজা দোকানে এসে দাঁড়ালাম। তারপর চিপ্স কিনে দিয়ে পিচ্চির হাতে দিলাম।কি যে খুশি সে!পৃথীবির সবথেকে সুখি মানুষ একমাত্র এই পিচ্চি! আস্তে করে ওকে ছেড়ে দিলাম। পিছনে ওর বাবার মুখে এতক্ষণ পর একটু হাসিও দেখতে পেলাম।
পিচ্চিটা মহা খুশি!সে এক হাতে চিপ্সের প্যাকেট উঁচু করে বাবাকে দেখাচ্ছে আর ছোট ছোট লাফ দিচ্ছে!
আমি দোকানে দাঁড়িয়ে সেই ছোট ছোট লাফে তার ছোট্ট ভালবাসা খুঁজে পাচ্ছি।

#পিচ্চি
#আরিয়ান_রাইটিং

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

আখেনাটেন বলেছেন: ছোট্ট এই মিষ্টি কাহিনিটি মুখে এক চিলতে হাসি ফুটাল। এর জন্য আপনার একটি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। :D

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৯

আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ।

২| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

গরল বলেছেন: বাচ্চার বাবা মার আরও সতর্ক হওয়া উচিৎ, সত্যি সত্যি কোন খারাপ লোকের পাল্লায় পড়লে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। বুঝাই যাচ্ছে যে পিচ্চিটাকে চোখে চোখে রাখে না বাবা মা।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

আরিয়ান রাইটিং বলেছেন: আসলে পিচ্চিটা সবার আদরের, সবাই ভালবাসে তাকে।

৩| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এত সাহস ভালা না!
বিপদে পড়তে পারতেন
যদি পিচ্চির বাবা চিৎকার দিতো!!

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

আরিয়ান রাইটিং বলেছেন: আমাকে সবাই চেনে, শুধু পিচ্চির বাবা চেনেনা :) চাকরিজীবী মনে হয়,তাই দেখেনি। দোকানদারও চেনে, তাই আপনি যেটা ভাবছেন তা হত না। :)

৪| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:২৬

আরিয়ান রাইটিং বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: এইসব চিপস বাচ্চাদের জন্যে ভালো না। চিপস, চকলেট, কোল্ড ড্রিন্কস বাচ্চাদের আর দিয়েন না।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

আরিয়ান রাইটিং বলেছেন: সবসময় দিলে খারাপ,মাঝে মধ্যে খেতে দেয়াটা খারাপ কিছুনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.