![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কিছু লেখার জন্য সময় দিতে হয়, অহেতুক তারাতারি করতে গেলে ভাল কিছু হারাতে হয় - আমি
...আমারও একটা গল্প আছে!
ঝুল-বারান্দায় লতাপাতার সাথে মিশে থাকে,
পশ্চিমের সূর্যালোক সেখানে জোর করে প্রবেশ করে,
জোছনা এলে কেনো জানি ভয় পেয়ে নিঃশব্দে উকি দেয়।
বারান্দাটাও অনেক সময় পরে থাকে একলা,
যখন আকাশটা থাকে একটু মেঘলা,
আমি পরে থাকি অন্য কোনো এক ঘরে,
সেই সুযোগে বৃষ্টির প্রবেশ ঘটে;
লতাপাতা চুয়ে বৃষ্টির জল ছুতে চায়-
বারান্দায় রাখা ছোট্ট টি-টেবিলটাকে।
সেই জল পাশকাটিয়ে যায় টেবিলে রাখা কফির মগ;
পাশকাটিয়ে যায় বলপেন;
ধরে বসে পুরোনো ডায়রির একেকটি পাতা,
মুছে যেতে থাকে বলপেনের কালো কালি,
কালো সেই গল্প..
#আরিয়ান_রাইটিং
৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫২
আরিয়ান রাইটিং বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর!
০১ লা আগস্ট, ২০২০ সকাল ৯:১৫
আরিয়ান রাইটিং বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪০
মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা ++