নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ

সোনালী ঈগল২৭৪

সোনালী ঈগল২৭৪ › বিস্তারিত পোস্টঃ

পুরোনো দিনের কিছু সংগৃহিত দুষ্প্রাপ্য ছবি (ছবিব্লগ)

২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৭

১ । নিচের ছবিটি ১৯২৬ সালের মেট্রিকুলেশন পরীক্ষার সার্টিফিকেটের , তখন কলকাতা ইউনিভার্সিটির অধীনে মেট্রিকুলেশন পরীক্ষা হতো।



২। ১৯৫১ সালে করা পাকিস্তানের প্রথম আদমশুমারি রিপোর্ট ।



৩। রংপুর অঞ্চলের ১৯৮১ সালের একটি রাস্তার ছবি , অবশ্য এখন এইজায়গায় হাইওয়ে রাস্তা হয়েছে এবং সব ধরণের যানবাহনই চলাচল করে ।



৪। ১৯৮৮ সালের বন্যার সময় ঢাকার একটি রাস্তার ছবি ।



৫। ১৯৮৯ সালে বিজয় দিবসের অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এ বামবা কনসার্ট এ জেমস এর পরিবেশনা ।



৬ । একই ফ্রেমে আফজাল হোসাইন , ইমদাদুল হক মিলন এবং ফরিদুর রেজা সাগর (সাল : ১৯৭৯ ) ।



৭ । বঙ্গবন্ধু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সাথে বৈঠকরত অবস্থায় ।



৮ । ১৯৭৯ সালের ১৫ ই অগাস্ট শোক দিবস উপলক্ষে দৈনিক খবর বিশেষ সংখ্যা প্রকাশ করে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে। সেটা ছিল এক কঠিন সময় । শিরোনামে দেখা যায় মৃত্যুর পূর্বে বঙ্গবন্ধুর শেষ উচ্চারণ ছিল , " আমার দেশকে ধ্বংস হতে দেবোনা "



৯ । ১৯৮১ সালের মে মাসে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মত ধানমন্ডি ৩২ বাড়িতে প্রবেশ।তাঁর বাঁ পাশে জোহরা তাজউদ্দীন ও ডান পাশে আইভী রহমান।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:



ঐতিহাসিক ছবি

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




৭। বঙ্গবন্ধু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সাথে বৈঠকরত অবস্থায় - আহঃ শেখ সাহেবের ব্যক্তিত্ব ছিলো দেখার মতো। ছবিতে মনে হচ্ছে শেখ সাহেবের কাছে মার্কিন প্রেসিডেন্ট জবাবদিহীতা করছেন!

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। বঙ্গবন্ধু অনেক নির্ভিক মনের মানুষ ছিলেন ।

৩| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮

প্রামানিক বলেছেন: অতীতের ছবি স্মৃতি হয়ে আছে

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই আপনার কমেন্টের জন্য।

৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:১২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: শেখ মুজিবের ছবিটা মনে হচ্ছে সদ্যতোলা। ভাবলেই মন খারাপ হয় এসব শুধুই অতীত।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন ভাই , ছবিটি ফোর্ড ফাউন্ডেশনের আর্কাইভে সংরক্ষিত ছিল।

৫| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অতীত কথা বলে ছবিতে

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৩৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য , ভালো থাকবেন।

৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ২:১৯

আনমোনা বলেছেন: কত পুরানো ছবি।
এ রকম রাস্তায় মোষের গাড়িতে আমিও চড়েছি, ৭০এর দশকের শেষের দিকে।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য , মোষের গাড়ি নব্বই দশকের শেষ দিকেও কিছু কিছু এলাকায় দেখা যেত। এখন চোখে পরে না বললেই চলে ।

৭| ২২ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২১

ইসিয়াক বলেছেন: সবগুলো ছবি অতীতকে চমৎকারভাবে ধরে রেখেছে। কতদিন আগের তবুও কি জীবন্ত। একেই বলে বুঝি ছবি কথা কয়।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন ইশিয়াকে ভাই , ছবি অনেক পুরোনো স্মৃতি মনে করিয়ে দেয় ।

৮| ২২ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩৫

মুজিব রহমান বলেছেন: অনেকগুলো ছবিই হৃদয়ে দাগ কাটে।

২২ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪২

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য , ভালো থাকবেন ।

৯| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: এগুলো শুধু ছবি নয়, এক একটা ইতিহাস।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১০| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪৭

অসিত কর্মকার সুজন বলেছেন: একটি ছবি হাজার কথার প্রতিচ্ছবি । পুরনো দিন গুলো দেখতে না পেলেও ছবি গুলো দেখে ভালোই লাগে

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৭

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ঠিক বলেছেন ভাই অনেকসময় ছবি অতীতকে জীবন্ত করে তোলে

১১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫০

ঢুকিচেপা বলেছেন: খুব সুন্দর কালেকশন।

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৩৮

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

১২| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৩৪

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: প্রতিটা ছবিই একেকটা কাহিনীর ক্ষুদ্র অংশ ধরে, ইতিহাসকে ধারণ করে। ৭ নাম্বারে কে যে আমেরিকার প্রেসিডেন্ট, বোঝা দায়। হোয়াট্টা সোয়াগ।

২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৮:৪০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বঙ্গবন্ধু ছিলেন প্রচন্ড সাহসী আর স্পষ্টভাষী চরিত্রের ব্যাক্তিত্ব , এমনকি মার্কিন প্রেসিডেন্টের সামনে গিয়েও তার এই চরিত্রের কোনো পরিবর্তন হয়নি ।

১৩| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ৩:০৪

জাদিদ বলেছেন: বঙ্গবন্ধুর কি অসাধারন ছবি! জাত নেতা! মনে হচ্ছে তিনি আমেরিকার প্রেসিডেন্ট। কি অসাধারন ব্যক্তিত্ব।
শেখ হাসিনার চোখের পানিটাকে একজন কন্যার চোখের পানি হিসাবে দেখছি। অত্যন্ত হৃদয় বিদারক। উনার চোখের পানিতে যে কষ্ট মিশে আছে, সেটা প্রকাশ করার মত নয়।

৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। বঙ্গবন্ধুর মত বলিষ্ঠ ব্যাক্তিত্বের নেতা আমরা পরবর্তীকালে আর পাইনি। দেরিতে উত্তর দেবার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.