নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবিলাস বাস্তবে আমরা কাঙ্খিত অনেক কিছুই ছঁয়ে যেতে পারিনা- তাই স্বপ্ন হাতড়িয়ে সুখ খুঁজি ,মাঝে মাঝে সুখ পাই আবার পাইনা - স্বপ্নে তো আর পেটের জ্বালা মিটেনা । মনের খায়েস মিটাতেই স্বপ্নসঙ্গম- স্বপ্নবিলাস ----

অরি

কয়লা দিয়ে গয়না হয়না, তেমন সোনা দিয়ে উনুন জ্বলেনা। অতএব প্রয়োজনে কয়লার মূল্য সোনার চেয়ে অনেক বেশী। তাই নিজেকে সোনা নয়, কয়লা ভাবতেই বেশী ভালোবাসি।

অরি › বিস্তারিত পোস্টঃ

গীতা স্যলুট আপনাকে

০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

ত্যাগ-ই শান্তি । শান্তি চাইলে অজুহাত নয় নিজের ইচ্ছার বলি দিতে হয়। দেশ ও জনগণের স্বার্থে দেশের শান্তির জন্য দু'নেত্রীর ইচ্ছার বলিদান হলইে বুঝবে জনগণ কে উত্তম আর কে অধম। গীতা স্যলুট আপনাকে মৃত্যুমুখে সুস্থ সরকার চাই এই দাবী তুলবার জন্য। সরকার সুস্থ হলইে দেশ মাথা তুলে দাঁড়াবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

রাফা বলেছেন: বক্তব্য ঠিক বোধগম্য নয়! আরেকটু বিস্তারিত লিখলে ভালো হইতো।
এটা ফেসবুক নয় , এটা ব্লগ ব্লগের নিজস্বতা আছে কিছু

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫

অরি বলেছেন: চলমান অবরোধে অগ্নিদগ্ধ গীতা ঢামেক এ প্রধান মন্দ্রী'র দেখা পেয়ে ক্ষোভের প্রকাশ করেছিলেন এই বলে যে আমরা অসুস্থ সরকার চাই না।
প্রধান মন্ত্রীর সংবিধানের অজুহাতে তাঁর ইচ্ছা মতো নির্বাচন করবেন, যে ইচ্ছার আঘাতে সরকার আজ অসুন্থ । আর বিরোধী নেত্রী প্রধান মন্ত্রীর ইচ্ছার বিপক্ষে অবস্থান নিয়েছেন। অযৌক্তিক ইচ্ছা পরিহার করে মাননীয় প্রধান মন্ত্রী - বিরোধী নেত্রী ’র যৌক্তিক দাবী র কাছাকাছি এসে চলমান সমস্যা নিরসনে অবশ্যই ভুমিকা রাখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.