![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়লা দিয়ে গয়না হয়না, তেমন সোনা দিয়ে উনুন জ্বলেনা। অতএব প্রয়োজনে কয়লার মূল্য সোনার চেয়ে অনেক বেশী। তাই নিজেকে সোনা নয়, কয়লা ভাবতেই বেশী ভালোবাসি।
ইন্ডিপেনডেন্ট টেলিভিশিনের টক শো আজকের বাংলাদশে অনুষ্ঠানরে সুর্দশন উপস্থাপক গতকাল ০৩/১২/১৩ রাতের র্পবে অতিথি/ আলোচক মাননীয় মন্ত্রী (তথ্যমন্ত্রী) হাসানুল হক ইনু সাহেবকে ইনু ভাই হিসাবে সম্মোধন করছেনে। যা আমি মনে করি আপত্তিজনক। মাননীয় মন্ত্রীবর্গ ও সাংবিধানিক শীর্ষ পদে আসীন ব্যক্তি, জনসম্মুখে কারো ভাই বা বন্ধু হসিাবে সম্মোধন হওয়াটা উচিৎ না /শিষ্টচার পরিপন্থি । কতপিয় ওভার র্স্মাট উপস্থাপকের এহনে উপস্থাপনা পীড়াদায়ক বটে । মানরীয় মন্ত্রী (তথ্যমন্ত্রী) হাসানুল হক ইনু সাহেব-এর উচৎি হবে টেলিভিশিনের অনুষ্ঠানে রাষ্ট্রিয় উচ্চ পদবীগণকে কি ভাবে সম্মেধন করতে হয় সে শিক্ষা নিশ্চিত করা।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬
রাজীব বলেছেন: কিন্তু ইনু সাহেব যে নিজের এলাকায় মিছিল করাবেন যে-
আমার ভাই তোমার ভাই
ইনু ভাই ইনু ভাই
ইনু ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: জনগন তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করেছে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য, তাদের খেয়াল রাখার জন্য, তাদের সেবা করার জন্য, তাদের হয়ে কথা বলার জন্য। এবং নির্বাচিত ব্যক্তি সেচ্ছায় এই সেবা করার সুযোগের জন্য জনগনের কাছে অনুরোধ করেন, ভোট চান। এই নির্বাচিত ব্যক্তিরাই হলেন মন্ত্রি, এমপি। তারা জনগনের সেবক, জনগনের শাসক না, প্রভু না, মালিক না। সেবককে আমরা ভাই বলে ডাকতেই পারি, এতে শিস্টাচারের আবার কি সমস্যা হচ্ছে? আপনার মতো পা-চাটা কুকুর স্বভাবের লোকদের জন্যই মন্ত্রীরা এখন নিজেদেরকে সেবকের বদলে শাসক ভাবতে শিখেছে। তারা যে কি, সেটাই তারা এখন আর জানেনা। নিজের অধিকার সম্পর্কে সচেতন হোন।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
সেমিবস বলেছেন: আপনি তো বড় মাত্রার নেতা
ইলেকশনের আগে যদি ভাই বলা যায়, কার্যসিদ্ধির পরে (ভোটদান শেষ) সেই ভাই স্যার হয়ে যায়????????????????????????
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
অরি বলেছেন: নক্শী কাঁথার মাঠ-, আপনার বাবা যখন শিক্ষক ,বিদ্যালয়ে তিনি আপনার বাবা নন অবশ্যই স্যার। আমরা সবাই মানুষ /নাগরিক কিন্ত্ত রাষ্ট্রপতি বা মন্ত্রী নই । মর্যদা রক্ষা করতে না পারলে রাষ্ট্র/ সমাজ/ পরিবার সবই হবে ভঙ্গুর । নক্শী কাঁথার মাঠ 'কে তখন মনে হবে মূত্রমলের মাঠ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
অরি বলেছেন: Normal, Formal. Official, Casual এ শব্দ সমূহের মাঝে ভিন্নতা রয়েছে কারণ ইনু সাহেব যখন মন্ত্রী তখন মাননীয় মন্ত্রী আর যখন আপনার সাথে একান্তে তখন ভাই শুধু নয় বাবা, চাচা, খালু, শশুর সম্পর্ক ভেদে শালা্ বলতেও বাঁধা নেই।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭
HHH বলেছেন: ঊনাকে তো শুনছি অনেকে পচা ডিম, ছ্য্যান্ডেল, কিল ঘুসি লাত্থি অনেক কিছু দিয়েই সম্মোধন করে। :-& :-& :-& :-&
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬
অরি বলেছেন: ব্যক্তি আর পদবী এক নয় । পচা ডিম, ছ্য্যান্ডেল, কিল ঘুসি লাত্থি ব্যক্তির আচরনের জন্য প্রযোজ্য পদের জন্য নয়। ব্যক্তির বদল হয় পদের কখন নয়। আমি পদের মর্যাদা রক্ষার বিষয়টি উপস্থাপন করেছি ।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৩
HHH বলেছেন: অরি, আপনি যে পদ পদ করছেন, সেই পদটা ছিল জনগনের সেবা করার। সুদূরপরাহত সেটা বাদ দিলেও শুধু পদের বলে এইসব পরজীবী রাজনীতিবিদরা দেশকে আজ খাদের কিনারায় নিয়ে গেছে। এদেরকে এদের পদ সহ ছ্য্যান্ডেল, কিল ঘুসি লাত্থি দিয়ে ফেলে দেওয়ার জন্য সাধারণ মানুষ আজকে অপেক্ষা করে আছে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ওর কপালে ওনেক দুর্গতি আছে...হয়তো ..সামনে ওভার স্মার্টনেস, শাহবাগীদের ...তাহরির স্কোয়ারের মত কিংবা ...দামাল সামাল ৭১ এর মতো জারি করে নিজেকে অতি উচ্চমার্গের সাংঘাতিক (সাংবাদিক) থুক্কু উপস্থাপক হিসাবে জাহির করেছেন;....
একজন উপস্থাপক কোন পর্যায়ের এক্সিকিউটিভ তা আমার জানা নেই...