![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়লা দিয়ে গয়না হয়না, তেমন সোনা দিয়ে উনুন জ্বলেনা। অতএব প্রয়োজনে কয়লার মূল্য সোনার চেয়ে অনেক বেশী। তাই নিজেকে সোনা নয়, কয়লা ভাবতেই বেশী ভালোবাসি।
হবুপতি ও স্বদেশপতি
আরফি চট্টল
যদি আমায় ভালবাস
তবে বছরে দুখানা পোষাক পাবে
বাহারী কিছু নেই ফর্দে
যদি আমায় ভালবাস
পাট-শাক, সীম, আলু মোটা ভাত পাবে নিত্য
আমিষ কালে-ভদ্রে
যদি আমায় ভালবাস
ন্যুন্যতম চার সন্তানের জননীতে সম্মত হতে হবে
শিশুদের বুকের দুধ দিতে হবে মেনে নিয়ম
নয় কৃত্রিম
যদি আমায় ভালবাস
গৃহকত্রী ও গৃহর্কমী দুটোই তুমি
আর আমি তোমার সহযোগী প্রতিদিন
যদি আমায় ভালবাস
একচালা ঘর পাবে আসবাব বিহীন
থালা বাটি হাড়ি পাবে
পাবে মাটির উঁনুন
এই সব কছিুর নিশ্চয়তা যদি দিতে পারি
আমরা অপরাপর
তবেই রচিত হবে ভালবাসার ঘর
সুখি সংসার
আমি দিচ্ছি নিশ্চয়তা তুমি দেবে কি ?
ভেবে দেখ আমাদের স্বদেপতি
এটুকু নিশ্চয়তা দিতে পারে না ---
যা দিতে চায় তোমার হবুপতি
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৫
এম এ কাশেম বলেছেন: চমৎকার............।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯
ইখতামিন বলেছেন:
সুন্দর