![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাণ থাকলেই প্রাণী। আর মন,বিবেগ না থাকলে কখনোই একজন মানুষ হয়। মানুষ হিসেবে আমরা শিক্ষিত হচ্ছি তা বিবেকহীন শিক্ষিত। যখন কোন গণমাধ্যমকর্মী আমাদের এ সমাজের ক্ষমতাশালীদের অপকর্ম তুলে ধরলে বিপাকে পড়তে হয় তাদের।
গণমাধ্যমকর্মীদের এ কেমন স্বাধীনতা। কিছুদিন আগে hello.bdnews24.com এ একটা "ছাত্রের ব্যর্থতা শিক্ষকের ব্যর্থতা" নামে একটি ফিচার লিখছিলাম। যার কারণে আমি এসেছিলাম আলোচনার কেন্দ্রবিন্দুতে।
হায় রে মানুষ! মূলত লেখাটি একটা কথার উপর ভিত্তি করে লিখছিলাম,সেটা হল যে একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে কি আশা করে? সবই বোঝার ভুল।
কোন কিছু যখন সমালোচনা করবেন,তখন নেকিটিভ দিকটি বাদ দিয়ে পজিটিভ দিক চিন্তা করবেন। তাহলেই যে কোন বিষয়ে রূপ রস খুঁজে পাবেন। কোন কিছু বলা বা করার আগে নিজের ক্ষমতা দেখিয়ে নয়,আগে ভাববেন আমি বা আপনি কে? কথাটি বলা আমার কতটুকু যৌতিকতা হবে। সে অনুযায়ী মত প্রকাশ করবেন।
©somewhere in net ltd.