নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Student

মোঃ আরিফ জাওয়াদ

মোঃ আরিফ জাওয়াদ › বিস্তারিত পোস্টঃ

"অর্থ মানুষকে বিপদ থেকে রক্ষা করে আবার এ অর্থই বিপদে ঠেলে দেয়"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

২০১৪ সাল ডিসেম্বর মাস, শবে মাত্র জে.এস.সি পরীক্ষা দিয়ে বিশ্রামে আছি। পরীক্ষার পর মাসগুলো ভালভাবেই আনন্দই কাটছিল। ঘুম থেকে ওঠা নাস্তা করা,নাস্তা করে সাইকেল নিয়ে ঘোরা। তারপর বাসায় খেতে আসা। জীবনটা আসলে নাটকের চেয়ে খুব বেশী নাটকীয়। মাঝে মাঝে এমন ঘটনা ঘটে যায়,যা সিনেমা,নাটকেও হার মানিয়ে দেয়।

তারিখটা মনে নেই,কারণ তখন ছিলাম না ব্লগার ছিলাম না সাংবাদিক। যাই হোক ঠিক সেই সময়ে প্রতি দিনের মত সন্ধ্যায় মোবাইল হাতে নিয়ে ফেসবুক ঢুকে আছি। হঠাত্‍ পাশের বাড়ী থেকে কান্নার চিত্‍কার। মোবাইল হাতে নিয়ে দৌঁড়ে প্রতিবেশীর বাসায় ঢুকে দেখি প্রথম কক্ষেই একটি লাশ দড়িতে ঝুলছে। কি করুণ দৃশ্য? দড়িতে যে লাশটি ঝুলছিল সে আমার প্রতিবেশীদের মধ্যে খুব আপন। এটার থেকে বড় পরিচয় আমার বন্ধুর পিতা। তার এ অকাল মৃত্যুর জন্য দায়ী অর্থ। অর্থের সংকটে পড়ে, ঋণ পরিশোধ করতে না পেরে,এ করুণ পথ বেছে নিয়েছে।

মাঝে মাঝে এ অর্থ মানুষকে বিপদ থেকে উদ্ধার করে,আবার এ অর্থই বিপদে ঠেলে দেয়। হায়!রে অসহায় জীবন। জীবনা আসলে খুব কঠিন। দুঃখময় স্মৃতি ক্যামেরা বন্দি করতে না পারলেও,তা চোখের ক্যামেরাই চিরকাল থেকে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.