![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসেবে আমরা শিক্ষিত হলে ও, আমাদের বিবেগ অশিক্ষিতই রয়ে যাচ্ছে। কারণেই হোক আর অকারণেই জানা সত্ত্বে গ্রহণ করছি মাদক। কন্যা পক্ষের কাছে বিক্রি হয়ে গ্রহণ করছি যৌতুক (মুসলিম সমাজের ক্ষেত্রে)। প্রাণ থাকলেই প্রাণী, তবে মন না থাকলে কখনোই মানুষ হয় না।
ওজনে কম দিচ্ছি, পণ্য বিক্রিতে দাম বেশী নিচ্ছি। থেমে নেই আমাদের অপকর্ম। শিকার করি না আমাদের অপকর্মের কথা। অনেক মানুষ আছে যারা দর্শক বা শ্রোতা প্যানেলে থেকে মন্তব্য করে। যাকে আমরা সমালোচক বলে থাকি। তারা শুধু অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজেকেই ভুলে যায়। সে কে? কি তার পরিচয়? কেন সে সমালোচনা করে? কি তার প্রফিট? জানি যখন এ সমালোচকদের মাঝে এ প্রশ্নের সঞ্চার হবে,খুঁজে পাবে না তার উত্তর। ঠিক সে মুহুর্তে অপরাধীর মত মাথা নিচু করে থাকবেন।
আগে ভাববেন আমি কে? তারপরে তা অপরকে ভাবাতে আসবেন। আমাদের সমাজে সমালোচক,আলোচক দু'টির দরকার। তা-না হলে আমরা আবার এসব থেকে বঞ্চিত হব। সমালোচনা,ভাষণ দেন ঠিক আছে কিন্তু সেটি একটি পাথরের উপর ভিত্তি করে না। শুধু যে খারাপ সমালোচনাই করবেন,তেমনটা নয়। কখনো দেখবেন আপনার একটি গঠনমূলক সমালোচনার জন্য কেউ আলোতে পর্দাপণ করছে।
(বিঃদ্রঃ আমি মনে করি এ ব্লগে আমি সবচেয়ে ছোট ব্লগার। তাই ভুল হওয়া স্বাভাবিক। আমার ব্লগ পোষ্টগুলোর আপনার দৃষ্টিকোণ থেকে খারাপ মনে হলে জানাবেন)
©somewhere in net ltd.