![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে লিখব-লিখব করে লেখায় হয়েই উঠছে না। তাই আজ হয়ে উঠল। যাই হোক কথা বাড়িয়ে মূল কথায় চলে যায়।
বড় ভাই যখন ছোট ভাইকে উপদেশ দেয় ; তখন মনে হয় “শালা নিজে ঠিক হ তারপর আমাকে ঠিক করতে আসিস।” আসলেই ছোট ভাইদের এ ধরনের ধারণা একেবারেই ভুল।
কারণ বড় ভাইয়েরা এ বয়সটা পার করে এসেছেন। তাই তাদের (বড় ভাই) চেয়ে একটু অভিজ্ঞতা একটু বেশী। তাদের (বড় ভাই) এ ধরনের পরামর্শ হেলা-ফেলার মধ্যে না কাটিয়ে, জীবনে প্রয়োগের মাঝেই যথার্থতা। বড় ভাইয়ের উপদেশ ছোট ভাই তখনই বুঝতে পারে যখন তার অনুপস্থিতি ঘটে।
আশা করি এক বড় ভাইয়ের উপদেশ মানবেন এবং এরই অনুলিপির সাথে একটু যোগ করে আপনার ছোটদের উপদেশ দিবেন। ঠিক সেই সময়েই আপনার সার্থকতা। যাই হোক,
ছোট ভাইদের উদ্দেশ্যে বড় ভাই ‘মোঃ রাকিবুল হাসান’ এর লেখা একটি ফেসবুক স্ট্যাটাস, তুলে ধরা হল ; ছোট ভাইদের জন্য। বেয়াদবি মাফ করবেন।
স্ট্যাটাসটি:-
‘ভাইরা আমার, কিছু মনে করিও না।’
“ক্লাস নাইন, টেন-এ পড়া অবস্থায় অনেক কিছুই হয়। এই মনে করো, প্রেম-পিরিতি! সেগুলোর মাঝে একটি। আগেই কিন্ত বল্লাম কিছু মনে করিও না। ভাইরা, প্রেম-পিরিতির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাই উত্তম!
ভুলক্রমে যদি কাউকে পছন্দ হয়ে যায়- ধৈর্য ধরো? তা যদি না পারো, তাহলে সিভি ড্রপ করে সাইলেন্ট থাকো? যারা এইটাও পারো না, তারা লিফলেট অথবা 'গার্লফ্রেন্ড চাই' লিখে পোস্টারিং করতে পারো! যদিও এইটা লস প্রজেক্ট! এতে করে আর কিছু না হোক,সময় সাশ্রয় হবে! ঘুরাঘুরি বিষয়টা কষ্টকর & সময়সাপেক্ষ!!
তোমাদের মাঝে যারা সম্পর্কে আবদ্ধ বা সম্পর্কের বেড়াজাল হতে যারা মুক্ত তাদের জন্য শুভকামনা।
------
সাধুর ধর্ম বয়সে, পুরুষের ধর্ম কর্মে —”
©somewhere in net ltd.