![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ও মাওই, ও তাওঅই গো” গানটি জারি গান হিসেবে সমাদৃত আমাদের সমাজে। ফার্সি জারি শব্দ অর্থ শোক। যেমনটা এ গানে মেলে। আনুমানিক ১৭ শতক থেকে শুরু হয় জারি গানের ধারা।
আহাজারি-কাতর সুরে নৃত্য সহযোগে পরিবেশিত হয়ে থাকে। কালের বিবর্তন আর আধুনিকতার ছোঁয়াতে জারি গান ইতিহাসের পাতায় পাঠ হয়ে পড়ে রয়েছে। এরপরও গ্রামীণ সমাজে প্রিয় মানুষের মৃত্যু হলে, বয়ঃবৃদ্ধদের কণ্ঠে মাতমের মাঝে মাঝে এ শোক সঙ্গীতের গুণ-গুণানি ভেসে আসে।
“ও মাওই, ও তাওঅই গো” :- গানটিতে গানের কথকের তাওঅই এর মৃত্যু’কে কেন্দ্র করে কথক বিভিন্ন কথা তাঁর মাওই কে উদ্দেশ্য করে বলে। এমনকি চিল পাখি যে কবুতরের বাচ্চা নিয়ে গেছে, সেটি কথক তাঁর মৃত তাওঅইকে বলবে যদি পরপার থেকে মর্ত্যে ফিরে আসে। এছাড়াও যদি মাওই এর নতুন করে, বিয়ে বসে তার আনুসাঙ্গিক বিভিন্ন বিষয়ে কথক তাঁর আহাজারি কণ্ঠে গানের মাধ্যমে তা তুলে ধরেতে চেয়েছেন। যাইহোক, এখন লিরিকস এ যাওয়া যাক।
“ও মাওই, ও তাওঅই গো” গানের লিরিকস:-
ও মাওই, গো মাওই গো। আসতে-যাতে বাত খায়ে যাও কতোর বাজি দিয়ে এএএ...এ। তাওঅই আইলে কইয়া দিমু বাচ্চা নিছে চিলে গো, আইগো যুতের মাওই তুমি গো। ও কুত্তা গো কুত্তা গো, ঘরের পাশে যাইয়া মাওই গুণ-গুণইয়া কান্দে এএএ...এ। তোমার তাওঅই মারা গেছি সেই সুখে কান্দি গো, আইগো যুতের কুত্তা তুমি গো। ও কুত্তা, গো কুত্তা গো তাওঅই বেড়া মইরি গেলি, মাওই মাইগের ভাই।
বিয়া যুদি বসো মাওই, খবর যেন পাই গো, আইগো যুতের মাওই তুমি গো। ও কুত্তা, গো কুত্তা গো হাউস কইরা বসলা বিয়া পাতা চুনের আছে এএএ... কোথায় পামু পাতা-চুনো কিলায় মাসে, মাসে গো আইগো যুতের কুত্তা তুমি গো। ও মাওই, গো মাওই গো হাউস কইরা বসলা বিয়া শাড়ি-রোনা আছে এএএ... কোথায় পামু ডিসকো শাড়ি, পিডায় মাসে, মাসে গো আইগো যুতের কুত্তা তুমি গো। ও কুত্তা, গো কুত্তা গো ওওও...।
আসতে-যাতে বাত খাইয়া যাও কতোর বাজি দিয়ে এএএ...এ তাওঅই আইলে কইয়া দিমু বাচ্চা নিছে চিলে গো। আইগো যুতের কুত্তা তুমি গো।
বিঃদ্রঃ যাই হোক ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে, ভাল থাকবেন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “ও মাওই, ও তাওঅই গো” গানের লিরিকস:-
.......................................................................
এটা কোন অন্চলে কিভাবে র্চচা হয় বুঝতে পারলামনা ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
অস্বাধীন নাগরিক বলেছেন: ভালো শেয়ার ।