নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাস্ট বেঞ্ছ স্টুডেন্ট www.fb.com/NokibRokes

Last Banch Student

fb.com/NokibRokes দেখে নিন

Last Banch Student › বিস্তারিত পোস্টঃ

সময়ের পাখি কেন অসময়ে?

১৩ ই জুন, ২০১৫ সকাল ১১:৫৫

ক্লাস সেভেন এইটের মেয়েরা যে ভাবে প্রেম করছে তা দেখে অাজো শিশু মনে হয় নিজেকে।

মিনু অনেক লাজুক মেয়ে। কারো সাথে কথা বলে না। তার অনেক কাছের বান্ধবি রিনা। স্বভাবে মিনুর বিপরীত। রিনার ভালো লাগে অনেক গুলো ছেলে বন্ধুর সাথে প্রতিনিয়ত অাড্ডা দিতে। অার অমুক তমুক বড় ভাইয়ের সাথে ফোনালাপে ব্যস্ত থাকতে!

মিনুকে অনেক বলার পর ও অাজো একটা বিএফ জোগার করতে পারে নি। প্রতিনিয়ত মিনুর চোখে সেক্সি ভাব নেই অার অানস্মার্ট বলে ক্ষেপাত!

মিনুকে কেউ পচন্দ করে না অার রিনাকে পাওয়ার জন্য সবাই ব্যকুল। তাই রিনা এলাকার সবচেয়ে স্মার্ট ছেলের সাথে প্রেম করে।

ভালোই চলতে থাকে রিনার প্রেম। তবে মাঝে মাঝে সমস্যা হয় রিনার ছেলে বন্ধুদের কারনে। অার রিনার bf চায় রিনার যাতে কোন ছেলে বন্ধু না থাকে। এবং এ নিয়ে প্রতিনিয়তই অনেক ঝগরা হত।

দেখতে দেখতে এক বছরের কাছাকাছিতে তাদের রুম ডেট হয়। কয়েক বার রুম ডেটের পরে সম্পর্ক টা কেমন জানি অন্য দিকে চলে যেতে থাকে। অাগের মত কল দেয় না রিনাকে, অার কল দিলে ওয়েটিং…

কয়েক দিন যাওয়ার পরে তাদের পাকাপোক্ত ব্রেক অাপ হয়ে যায়। অার ইন্টারনেটে ছরিয়ে পরে রিনার কিছু অাপত্তিকর ভিডিও...!

লজ্জায় কারো সামনে যেতে পারে না রিনা। অাজকাল ছেলে বন্ধু গুলো ও তার সাথে উগ্র অাচরন করছে। কয়েকজন তাকে অনেক বাজে ভাবে কথা বলে…

এভাবেই রিনার জীবনের ঝকঝকা পকপকা দিন গুলো অভিশাপে রূপ নিল। এখন অার কেউ তার দিকে তাকিয়ে থেকে ভালো কিছু বলে না। কেউ অার তার জন্য পাগল হয় না।


কিন্তু মিনু ততদিনে ভালোভাবে পড়ালেখা করে অনেক ভালো পজিশনে উঠে গেছে। কয়েক বছর পর মিনু একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে। অার রিনা অতীতের ভূল গুলোর কারনে শুধু অাফসোস করে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ দুপুর ১২:২৪

এহসান সাবির বলেছেন: পচন্দ, ছরিয়ে এই রকম শব্দগুলি বেশ অাপত্তিকর...

পালিশ করলে গল্পটি বেশ হতো।

১৩ ই জুন, ২০১৫ রাত ৮:৫৭

Last Banch Student বলেছেন: লেখক যা লিখে মনের ভাব প্রকাশ করতে পারে তাই সাহিত্য। অন্যের মনোরঞ্জের জন্য শব্দ চয়ন এবং বর্ণনা সাহিত্য নয়…

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.