নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাস্ট বেঞ্ছ স্টুডেন্ট www.fb.com/NokibRokes

Last Banch Student

fb.com/NokibRokes দেখে নিন

Last Banch Student › বিস্তারিত পোস্টঃ

মানুষ ভূল করে প্রেম করে। প্রেম করে পরকীয় করে। অার পরকীয়ের মাধ্যমে জীবন শেষ করে…

১৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

অামার বন্ধু জিহাদ। কয়েক বছর অাগে মাত্র বিয়ে হয়েছে। মা বাবার ইচ্ছায় রিয়াকে বিয়ে করেছে।

কিন্তু সমস্যা একটাই, বিয়ের অাগে একটা bf ছিল রিয়ার। বয়ফ্রেন্ড কে ছেড়ে মা বাবার কথা রাখতে গিয়ে জিহাদ কে বিয়ে করে…

কথায় অাছে, কুকুরের লেজ নাকি ১২ বছরেও সোজা হয় না অার প্রথম প্রেম মরলে ও ভূলা যায় না..
তেমনি রিয়া ও তার বয়ফ্রেন্ড কে ভূলতে পারে নি। পুনঃরায় অাবার সব কিছু ভূলে রিয়ার প্রেম থেকে পরকিয় প্রেম শুরু করে পুরাতন bf এর সাথে। বিয়ের অাগে মা বাবার কথা ভাবত, কিন্তু এখন ভাবার মত কেউ নেই। জিহাদ কে সে একটু ও সহ্য করতে পারে না।

...কিছুদিন পরে জিহাদ তাদের অবৈধ সম্পর্কের ব্যাপার টা বুঝতে পারে। কিন্তু সমাজে নিজের সম্মানের কথা ভেবে দিনের পর দিন চুপ করে থাকতে হচ্ছে। না পারছে নিজেকে শেষ করে দিতে, না পারছে রিয়ার সাথে সম্পর্ক শেষ করে দিতে। সবার সামনে নিজের স্ত্রীর কুকৃত্রীর কথা জেনেও না জানার ভান নিয়ে ব্যাপার টা চাপা দেওয়ার চেষ্টা করছে।

একজন স্বামীর কাছে স্ত্রীর পরকীয় কখনোই সহ্যনীয় নয়। অবশেষে অামার কাছে এসেছিল,,,,,

-দোস্ত, অামার বউকে নিয়ে কি করব?

অামিঃ মনে অাছে বন্ধু সোনিয়ার কথা? যে সোনিয়ার সাথে প্রেম করছিলা? যাকে বিয়ের কথা বলে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছিলা? সেদিন সোনিয়া তোমাকে অভিশাপ দিয়েছিল,,
"তুমি যে নারীকে অসম্মান করছ, একদিন সে নারীই তোমার ভয়ের কারন হবে।"

…তার পরে সোনিয়ার অভিশাপে অাজ জিহাদের বেচে থাকা শুধুই কষ্টের। বিয়ের অাগে একটি মেয়ের জীবন নষ্ট করার ফলে অাজ তারর বউ পরকিয় করছে। এভাবে জিহাদের জীবন শুধু যন্ত্রনার মধ্যে দিয়ে চলতে থাকে..

[অাল্লাহ প্রত্যেক ভালো মানুষের জন্য ভালো জীবন সঙ্গী রেখেছেন। অাজ অাপনি খারাপ কাজ করছেন তো ভেবে নিবেন, অাপনার হবু স্ত্রী ও খারাপ কাজ করছে]


ভাইঙ্গা দিমু এক্কেবারে…

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:০০

চলন বিল বলেছেন: ভাই তো মনে ভয় ধরায়ে দিলেন। এই কিছু দিন আগে আমাকে এক মেয়ে অভিশাপ দিয়ে বলছে জীবনেও কোন দিন চরিত্রবান ওয়াইফ পাব না। পরে আবার আপনার বন্ধু জিহাদের মত অবস্থা হবে নাতো?

১৯ শে জুন, ২০১৫ রাত ১০:২৯

Last Banch Student বলেছেন: তৈরী থাকুন। পরের বার অাপনার নাম দিয়ে এই রকম পোস্ট লিখব…

২| ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:১৩

প্রামানিক বলেছেন: কথা ঠিক

৩| ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পাপের শাস্তি, এই তো? আপনার কথায় ন্যয্যতা আছে, গুরুত্বপূর্ন হিতৈষী আবেদন আছে; কিন্তু ভিত্তি নেই ।

১৯ শে জুন, ২০১৫ রাত ১০:৩১

Last Banch Student বলেছেন: কথার ন্যায্যতা নেই, কারন সবাই এ ধরনের ভূল করে। অার ভিত্তি অাছে, কারন এটা বাস্তাব ঘটনার উপর লেখা!!

৪| ২০ শে জুন, ২০১৫ ভোর ৬:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ন্যয্যতা তো সর্বজনীন বিষয়! সংখ্যাগরিষ্ঠ লোকের ভুলেও এটা পরিবর্তিত হয়না । বর্ণীত ঘটনা হয়ত সত্যি, ভিত্তি নেই এই কারণে বললাম যে, অনেক মন্দ লোকও ভালো সঙ্গী পায় । আমি নিজেও দেখেছি । আপনার ঘটনাটা ব্যতিক্রম । আর এটা তো জানেন, ব্যতিক্রম কখনো উদাহরন হতে পারেনা ।

২০ শে জুন, ২০১৫ সকাল ১০:০০

Last Banch Student বলেছেন: হা হা!! অাপনি হয়তো খারাপ হয়ে ভালো সঙ্গী পেতে পারেন। অামি পাই নি!!!

অাল্লাহ, ভালোর জন্য ভালো এবং মন্দের জন্য ঐ রকম সঙ্গী রেখেছেন

৫| ২০ শে জুন, ২০১৫ রাত ৮:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুধু জিহাদের মত মানুষের বউ পরকীয়া করছে তাই কি? অনেক ভালো মানুষের স্বামী/স্ত্রী কি পরকীয়া করছে না? পরকীয়া আজ সমাজের এক ক্যান্সারে রূপ নিয়েছে। অবৈধ ডেটিং, চ্যাটিং, ফোনালাপ আজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাই এভাবে আপনার ক্লাসিফাই করার সাথে এক হতে পারলাম না বলে দুঃখিত।

২০ শে জুন, ২০১৫ রাত ১০:২৯

Last Banch Student বলেছেন: পৃথিবীর ৭০০ কোটি মানুষের ৭০০ কোটি ভিন্ন চেহেরা এবং ৭০০ কোটি ভিন্ন মতামত থাকতেই পারে। ধন্যবাদ অাপনার মতামতের জন্য।

অাল্লাহ ভালো পুরুষের জন্য ভালো নারী রেখেছেন। সেই অনুসারে ভালোদের জন্য ভালো কিছু অবশ্যই অাছে। অাল্লাহ কাউকেই ঠকান না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.