![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নহি দেবী, নহি সামান্যা নারী... আরজু পনি
নারীর অধিকার আদায়ের অান্দোলনের জন্যে ক্লারা জেটকিন বা সিমোন দ্য বোভেয়ারের নাম জানা জরুরী নয় ।
গ্রামের ক্লাস নাইনে পড়ুয়া মেয়েটি যখন তার মায়ের উপর অকথ্য শারীরিক, মানসিক নির্যাতন দেখে বাবার বিরুদ্ধে ফুঁসে উঠে তখন কিন্তু সেই নারীই হয়ে উঠে অধিকার সচেতন নারী ।
নারীর সমঅধিকারের দরকার নেই ।
নারীর নিজের জন্যে তার প্রয়োজনীয় অধিকার পেতে যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া, তা বাস্তবায়িত করাটাই জরুরী ।
নারী তার সম্মান নিয়ে টিকে থাকুক এই বিশ্বে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আরজু নাসরিন পনি বলেছেন:
ধন্যবাদ, গেম চেঞ্জার ।
শুভকামনা সত্যি হোক ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
ইমরাজ কবির মুন বলেছেন:
আমীন
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আরজু নাসরিন পনি বলেছেন: ...আমিন।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
কাবিল বলেছেন: নারী তার সম্মান নিয়ে টিকে থাকুক এই বিশ্বে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
আরজু নাসরিন পনি বলেছেন:
ধন্যবাদ, কাবিল ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২
আরজু নাসরিন পনি বলেছেন: কাবিল !!
আপনার ব্লগ ফাঁকা কেন ??
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
নেক্সাস বলেছেন: নারী তার সম্মান নিয়ে টিকে থাকুক এই বিশ্ব---
দ্যাটস ইট
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
আরজু নাসরিন পনি বলেছেন: সহমত...নেক্সাস ।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
যুগল শব্দ বলেছেন:
নারী পুরুষ বিভেদ নাই
সবাই মিলে শান্তি চাই।
ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
আরজু নাসরিন পনি বলেছেন: সুন্দর ছড়ার জন্যে ধন্যবাদ, যুগল শব্দ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর লেখা । আপনার লেখার হাত বেশ ভাল মনে হচ্ছে ।
শুভ ব্লগিং !! যদিও চেনা চেনা লাগছে !!! হা হা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০
আরজু নাসরিন পনি বলেছেন: প্রশংসা পেয়ে ভালো লাগলো ।
হাহা
সব পরিচয় দেয়া আছে...সন্দেহের কোন সুযোগ নেই ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
রুদ্র জাহেদ বলেছেন: নারী তার সম্মান নিয়ে টিকে থাকুক এই বিশ্বে
মানুষ হিসেবে মানুষের কাছে এটাই প্রত্যাশা আপুনি
শুভ ব্লগিং নতুন ব্লগার
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২
আরজু নাসরিন পনি বলেছেন: মানুষ হিসেবে মানুষের কাছে প্রত্যাশা...খুব সুন্দর বলেছেন।
হাহা...নিকে নতুনতো বটেই।
ধন্যবাদ, রুদ্র।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৬
মাহবুবুল আজাদ বলেছেন: ওকি , পুরনো আপু নতুন রুপে। শুভ কামনা
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
আরজু নাসরিন পনি বলেছেন:
হাহা
নতুন রুপে পুরোনো কতোজনই তো আসছে...আমি না হয় সাহস দেখিয়ে নিজের নামেই এলাম ।
শুভকামনার জন্যে ধন্যবাদ ।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
প্লাবন২০০৩ বলেছেন: ব্লগে স্বাগতম আপু,
চালিয়ে যান, আমরা ভাইয়েরা পাশে থাকব।
মজার বিষয় হচ্ছে, নারী অধিকার আদায়ের ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষেরাই বেশী এগিয়ে (সংখ্যার দিক দিয়ে, অন্যান্য তথ্য আমার জানা নেই)। এই যেমন আপনার এই পোস্টে এখন পর্যন্ত সহমত দাতা নয় জনের মধ্যে নয় জনই পুরুষ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
আরজু নাসরিন পনি বলেছেন:
পাশে থাকার ভরসা দেবার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, প্লাবন ।
সংখ্যার দিক থেকেতো এগিয়ে থাকাটাই স্বাভাবিক । কেননা প্রায় দুই লক্ষ ব্লগারের নারী আর ক'জন বলুন?
আর নারীদের উপস্থিতি নিয়ে আমার বলার কিছু নেই...
তবে এই ব্যাপারে একটা কিছু করার পরিকল্পনা এই মুহূর্তে নিলাম...।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইল ।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২
ডার্ক ম্যান বলেছেন: প্রত্যেকের সম্মান তার নিজের কাছে। তা সে পুরুষ হোক আর নারী হোক। আর আমাদের সমাজে যেহেতু নারী পুরুষদের তুলনায় দূর্বল তাই পুরুষের উচিত নারীর সহায়ক হওয়া।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬
আরজু নাসরিন পনি বলেছেন:
মতামতের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইল ।
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪
জুন বলেছেন: নারীর সমঅধিকারের দরকার নেই ।
নারীর নিজের জন্যে তার প্রয়োজনীয় অধিকার পেতে যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া, তা বাস্তবায়িত করাটাই জরুরী ।
এই বক্তব্যে একমত পোষন করতে আসছিলাম । মাঝপথে বাধা পড়লো । এসে আর খুজে খুজতে ক্লান্ত । একেই বলে একাধিক মাল্টি নিকের বিড়ম্বনা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
আরজু নাসরিন পনি বলেছেন:
হাহা
লেখাটাই কি আসল না...প্রিয় ব্লগার ?
বক্তব্যে একমত হওয়ার জন্যে অনেক ধন্যবাদ রইল ।
আমার বেশ ভালো লাগছে এই নির্জন প্রান্তর ।
শুভকামনা রইল আপনার জন্যে ।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
ঢাকাবাসী বলেছেন: ঠিক বলেছেন তবে বাধা ম্যালা! শুভকামনা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
আরজু নাসরিন পনি বলেছেন:
বাধা পেড়িয়েই তো গন্তব্যে পৌঁছুতে হবে ।
তাই হাঁটা শুরু করেছি ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।
১৩| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নারী আপন শক্তিতেই নিজেদের প্রতিষ্ঠা করতে পারে অনন্য উচ্চতায়।
ভালো থাকুন আপু।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮
আরজু নাসরিন পনি বলেছেন:
নারীর শক্তিকে কাজে লাগালে সমাজেরই লাভ।
প্রথম পোস্টে মতামত দিয়ে গেলেন।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা, রাজপুত্র।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
গেম চেঞ্জার বলেছেন: সহমত!!

সামু ব্লগে আপনার পদচারণা শুভ হউক।