নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি... আশা জাগানিয়া

আরজু নাসরিন পনি

নহি দেবী, নহি সামান্যা নারী... আরজু পনি

আরজু নাসরিন পনি › বিস্তারিত পোস্টঃ

মানুষটি এখন সেফ ব্লগার

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫



নারী ও পুরুষকে আপনি পার্থক্য করবেন কী দিয়ে ? নারী শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে আর পুরুষ প্যান্ট-শার্ট, পাঞ্জাবি-পায়জামা পরে। নারী নুপূর পরে রুমঝুম শব্দে আপনি পুরুষের কানে ঝংকার তুলে আপনার মন হরণ করে। নারীর দীঘল চুলে আপনার মন হারিয়ে যায় । আপনি পুরুষ সিক্স প্যাক তো লাগবেই নারী জাত-এর হৃদয় কাঁপাতে । ল্যাপটপ বা পিসির ওইপাশে বসে যে কম্পোজ করছে আপনি কীভাবে নিশ্চিত হলেন সে নারী না পুরুষ ? তার লেখার স্টাইল দেখে ? তার প্রোফাইল ছবি দেখে ? কিন্তু কোন নারী বা পুরুষ যদি সচেতনভাবে তার পরিচয় গোপন রেখে লিখে চলে যাতে

ওয়াচে থাকা অবস্থায় যেই পোস্টে গুলি দিয়েছিলাম তার মধ্যে প্রারম্ভিক পোস্ট ছিল-
১ম পোস্ট : নারী তার সম্মান নিয়ে বাঁচুক

ভাবলাম তিনদিনেই যেহেতু সেফ হবো কাজেই পোস্ট দিতে থাকি । সেই ভেবে দ্বিতীয় পোস্ট দিলাম ।
২য় পোস্ট : সামাজিক লিঙ্গ

মডারেশন স্ট্যাটাসের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে যায়...কিন্তু তিনদিন পার হয়েও তো সেফ হই না :(

তারপর মনের দুঃখে "আরজু পনি" নিক থেকে নারী সম্পৃক্ত কিছু পোস্ট বাছাই করে এখানে জমা করতে থাকলাম ।

রিপোস্ট :

৩য় পোস্ট : সৌদি নারী..... অত:পর রোকেয়া!!!
৪র্থ পোস্ট : নারী....আর কতোকাল রবে শুধুই অর্কিড হয়ে!!!
৫ম পোস্ট : বোকা নারী!……..সমান অধিকার নয়, বল ন্যায্য অধিকার চাই (একটি ভাববাদী পোস্ট!)
৬ষ্ঠ পোস্ট : ।।নারী-পুরুষ নিয়ে একটি বৈষম্যহীন সমাজের কথা বলি।।

এতে একটা সুবিধে হয়েছে যে, মনের কষ্ট কমতে শুরু করলো । সেফ হওয়ার আগ পর্যন্ত এখানে আরো রিপোস্টের পরিকল্পনা ছিল। এখন কী করবো তাই ভাবছি। তবে ...

এটা কি "আরজু পনি"-র নিক নাকি আর কারো ভুয়া নিক (সহব্লগার গিয়াস উদ্দিন লিটন) ? সত্যায়িত হওয়া জরুরী :

♣বহুরূপী উপাখ্যান (মাল্টি নামা)♣র শেষের দিকে কনফেশনে দেয়া আছে লিঙ্ক । কাজেই এই নিকের সত্যতা যাচাই করতে "মাল্টিনামা" পোস্টটা পড়লেই হবে ।

তবে এই নিকের কী প্রয়োজনীয়তা ছিল ? (সহব্লগার ইখতামিন)
এই প্রশ্ন আসতেই পারে...তার ব্যাখ্যা দিতে বাধ্য নই আমি ।
তবে আমি যেহেতু এই ব্লগের ব্লগারদের আপনজন মনে করি...তাই ব্যাখ্যা দেওয়াটা জরুরী মনে করি ।

১. "মাল্টিনামা" পোস্টটি যখন দেই তখন মাথা গরম ছিল...সেটা একটা কারণ ।
২. এছাড়া নিজের নামে মাল্টি খোলার মতো সাহস অনেকেরই নেই...সেই জেদ থেকেও এই নিক । (দুই নম্বরী যা করি আড়ালে অন্য নিক থেকেই করি...এই মানসিকতা যেনো আমার ভেতর না থাকে)
৩. "আশা জাগানিয়া" নিকটা খুলেছিলাম যেনো ওই নামে আর কেউ নিক নিতে না পারে । সেই একই উদ্দেশ্য ছিল এই নিক খোলার ব্যাপারেও...।

এই নিক থেকে ব্লগিং করবো কি?
জানিনা...নিয়মিত, অনিয়মিত নাকি পর আর কোন পোস্টই আসবে না কিছুই জানিনা । ভবিষ্যতই বলে দিবে ।

তবে ব্লগিং করার টার্গেট সময় থেকে বেশি সময় খরচ হয়ে যাচ্ছে...এই ব্যাপারে আমাকে আরো সতর্ক হতে হবে ।

এক সপ্তাহ পর সেফ হলাম ।
সবাই অনেক ভালো থাকুন।
নিরাপদে থাকুন ।
সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং করুন।
আপনাদের মঙ্গল হোক ।
--------------------------------------------------------
বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখা মানুষটি এখন সেফ ব্লগার

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।

শুভব্লগিং।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, আপনাকে ।
আপনার জন্যেও শুভকামনা রইল ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২

দিশেহারা আমি বলেছেন: শুভব্লগিং।
লিখতে থাকুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রাজপুত্র ।

এই নিকে লিখবো কিনা জানিনা ।
তবে এই শুভকামনা মনে থাকবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৫

আরজু নাসরিন পনি বলেছেন:
দুঃখিত !
দিশেহারা দুজনের একজন রাজপুত্র নিয়মিত ব্লগিং করছেন সম্প্রতি...তাই ওই ভুলটুকু হয়ে গেছে ।
আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
১ সপ্তাহ = ৪মাস হৈলোনা।
মাইনাস, আইডি ব্যান চাই || /:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

আরজু নাসরিন পনি বলেছেন: ৪. যেসকল কারণে আমরা কোন ব্লগারকে কিংবা কোন ব্লগ সাময়িকভাবে অথবা চিরতরে বন্ধ করে দিতে পারি :

৪ক. যদি তাদের নিক অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।
আমার নিকটি নিজের নামে...কাজেই ৪এর ক কার্যকরী হবেনা ।

৪খ. যদি তাদের ইমেইল এড্রেস অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর হয়।
এটিও গ্যারান্টি সহকারে বলছি কোনরকম আপত্তি করার কিছু নেই ।

৪গ. যদি তারা ৩ক. ৩খ. ৩গ. ৩ঙ. ৩ছ. ৩জ. ‘এর নীতিমালাগুলো বারবার ভঙ্গ করতে থাকেন।
(৩ক. যে কোন ধরণের পোস্ট যা দেশের প্রচলিত আইন ভঙ্গ করে বা দেশের ক্ষতি করতে পারে এমন কোন তথ্য প্রদান করে। দেশের আইনের সাথে পোস্ট কিংবা ছবির কন্টেন্ট সঙ্গতিপূর্ণ না হলে।

৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।

৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।

৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।

৩ছ. যদি কোন পোস্টে সন্নিবেশিত তথ্য কিংবা বিষয় অথবা নির্দেশনা সমাজ এবং ব্লগ কমিউনিটির জন্য হুমকি স্বরূপ হয়।

৩জ. যদি কোন পোস্টে এমন কোড, ভাইরাস, কোন বিশেষ নির্দেশনা কিংবা প্রোগ্রাম থাকে যা সামহোয়্যার ইন ব্লগের কার্যক্রমের প্রতি হুমকীস্বরূপ কাজ করবে।)

...আমি খুব ভদ্র ব্লগার ।

৪ঘ. যদি কোনো ব্লগারের প্রথম পোস্ট ব্যক্তি আক্রমনাত্মক হয় কিংবা আমরা বুঝতে পারি যে নিক-টি কেবল ব্লগ সম্প্রীতি নষ্ট করবার জন্যই তৈরী করা হয়েছে।
আমার এই ব্লগের প্রথম পোস্টটি বেশ ছোট হলেও যে কারোই পছন্দ হবে ।

৪ঙ. যদি কোন ব্লগার ছবি কিংবা লেখার মাধ্যমে অন্য কোন ব্লগার হিসেবে নিজেকে দাবী করেন বা উপস্থাপন করেন । আমরা যদিও এক ব্যক্তির একাধিক নিক রেজিষ্ট্রেশন সাপোর্ট করি ; কারণ অনেক লেখকই ছদ্ম নামে লেখালেখি পছন্দ করেন । কিন্ত কোন ব্লগার যদি তার লেখার মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণ করেন যে তার একাধিক নিক রয়েছে এবং তা ব্লগের পরিবেশকে অশান্ত করে তাহলে তাকে আমরা বিবেচনার মাধ্যমে ব্যান করতেও পারি ।

আমি কখনোই ব্লগের পরিবেশ অশান্ত করার চেষ্টা করিনি...প্রত্যক্ষভাবেও না...পরোক্ষভাবেও না ।

৪চ. যদি কোন ব্লগার অন্য একজন ব্লগারের ব্লগে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত মন্তব্য করেন।...আমার দ্বারা এটা কখনো সম্ভব না ।

৪ছ. যদি কোন ব্লগার অন্য কাউকে হেয় করবার উদ্দেশ্য নিয়ে কোন নিক রেজিস্টার করে।...কাউকে হেয় করার মানসিকতা আমার নেই ।

৪জ. যদি আমরা কোন ব্লগারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পাই যে, সে ব্লগের পরিবেশ বিনষ্ট করতে একাধিক নিক ব্যবহার করে, ব্লগের পরিবেশ রক্ষা করতে তার নিয়মিত নিকটিসহ সবগুলো ব্যান করা হবে।...এটি আশা করি কখনোই হবে না ।


আমি অতিশয় সজ্জ্বন, দায়িত্বশীল, ভদ্র, মার্জিত রুচির, উদার মনের, অন্যের প্রতি শ্রদ্ধাশীল, ব্যক্তিত্ত্ব সম্পন্ন, মিশুক, হাসিখুশি...ইত্যাদি ব্লগার। কাজেই আপনার আশায় গুড়েবালি ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

মুহাম্মাদ আরিফ হুসাঈন বলেছেন: হ্যাপি ব্লগিং
:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

আরজু নাসরিন পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইল ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

সায়ন্তন রফিক বলেছেন: কী বলবো ভেবে পাচ্ছি না। তবে রিপোস্টগুলো পড়বো ভাবছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

আরজু নাসরিন পনি বলেছেন:

শুধু রিপোস্টগুলোই পড়বেন ?
১ এবং ২ নংটাও পড়তে পারেন...বেশ ছোট ছোট রেখা হলেও কিছু মেসেজ দেয়ার চেষ্টা করেছি ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভ ব্লগিং।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, শ্রদ্ধেয় আশরাফুল ।
পথচলা আনন্দময় হোক।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

অগ্নি সারথি বলেছেন: হ্যাপি মাল্টি ব্লগিং!

০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, অগ্নি সারথি।

খুব ভালো থাকুন সবসময়।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:



আপনার "আশা জাগানিয়া" নিকটি কিন্তু অনেক সুন্দর ছিল!
যাহোক মাল্টি নিকের নিচের তলানি দিয়ে সত্য শুধা ঝড়ে পড়ুক এই কামনা।

ভালো থাকুন, ফাগুন দিনের ঝরাপাতার সাথে উড়ে যাক সকল দুঃখ- বিষাদ!

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

আরজু নাসরিন পনি বলেছেন:

"আশা জাগানিয়া" আমার নিজেরও খুব পছন্দের একটা নিক।

নিজের নামেই লিখতে ইচ্ছে করছে...

নিজেকে লুকিয়ে রাখলে অনেকসময়ই অপরাধ করার প্রবণতা তৈরি হয় মানুষের মধ্যে...সেই অন্ধকার থেকে নিজেকে মুক্ত রাখতে চাই।

শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ, স্বপ্নচারী।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

গেম চেঞ্জার বলেছেন: এখন তো নিক সেফ হতে এতদিন লাগে না। আপনার লেট হওয়াতে হালকা পাতলা অবাক হইছি। :)

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

আরজু নাসরিন পনি বলেছেন:

জানিনা...

তবে শেষ পর্যন্ত সেফ...এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এখন।

অনেক ধন্যবাদ গেম চেঞ্জার।


১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পনিপু পায়ের ধুলি দেন! :`>

আমারটা এখনো সেফ হয় নাই! ভাবতাছি দু/এক দিনের মধ্যে সেফ না হইলে আন্দোলনের ডাক দিমু 'বল্টু চত্বরে'! কত লেখাই যে ড্রাফটে রাখছি। খালি সেফ হইলেই ব্লগ ফাটাইয়ালামু! ;)

আপনেরা মুরুব্বি মানুষ, একটু ফুঁ মাইরা দিয়েন তো। যাতে জলদি জলদি সেফ হইতারি! :D

০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:১২

আরজু নাসরিন পনি বলেছেন:
এতোদিনে তো আপনি সেফতো সেফ...রীতিমতো ব্লগ দাপাচ্ছেন ।

শুভকামনা।

ফুউউউউউউউউউ

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা আপনার ব্লগ ভ্রমন আনন্দময় হোক :)

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় মনিরা।

শুভকামনা রইল।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

আবু শাকিল বলেছেন: এই পোষ্ট ফেসবুকে ৪৬ বার শেয়ার হইল কেম্নে ?

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৩

আরজু নাসরিন পনি বলেছেন:

আপনিতো দেখি আমাকে পুরাই নজরদাড়ির উপরে রাখছেন !

আমি রীতিমতো আতঙ্কিত ! হাহাহাহা

আমি একবার করেছিলাম...এটা জানি। বাকীটা জানিনা।

শুভেচ্ছা রইল, শাকিল।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশেহারা আমি বলেছেন: শুভব্লগিং।
লিখতে থাকুন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪ ০
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ, রাজপুত্র ।

এই নিকে লিখবো কিনা জানিনা ।
তবে এই শুভকামনা মনে থাকবে।

আপু আমি তো এইমাত্র আসলাম। :(

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

আরজু নাসরিন পনি বলেছেন:
ভুল করেছি।
"দিশেহারা..." দুজনেই...
তাই "আমি"কে "রাজপুত্র" ভেবে ভুল করেছি।

মন খারাপ করার কিছু নেই...
ভালোই হলো, না বুঝে বলাতেও লাভ হলো...এই যে আপনি এলেন।

অনেক শুভকামনা রইল, রাজপুত্র।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: পনিপু, হুমকিতে দেহি বিয়াপুক কাম হইছে! :`>

মডারেটররা বুঝবার পারছে যে, এই ব্যাটার লগে টক্কর দিয়া পারুম না। তাই যা চাইতাছে তা জলদি কইরা দিয়া দিই! ;)
মুঃহাঃহাঃহাঃ- 'কি আনন্দ আকাশে বাতাসে'

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

আরজু নাসরিন পনি বলেছেন:

বাহ
অভিনন্দন রইল।

গতকাল একজন আপনার কথা জিজ্ঞেস করছিলো...
কিন্তু আমিতো ব্লগের বাইরে আপনাকে চিনিনা...
ভালো থাকবেন।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

আলুপোড়া বলেছেন: ব্লগে আরেকটা ষড়যন্ত্রের নাম- টাইগার!

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

আরজু নাসরিন পনি বলেছেন:

আমিতো এখনও তেমন কিছু বুঝতে পারিনি...আমার জ্ঞান সীমাবদ্ধ।
ধন্যবাদ আপনাকে।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

প্লাবন২০০৩ বলেছেন: "এক সপ্তাহ পর সেফ হলাম ।
সবাই অনেক ভালো থাকুন।
নিরাপদে থাকুন ।
সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং করুন।
আপনাদের মঙ্গল হোক ।
সব্বাইরে মিস্টির দাওয়াত থাকল।"

-আপু, আপনে বোধ হয় আপনার পোস্টে শেষ লাইনটা বাদ দিয়া দিছেন।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

আরজু নাসরিন পনি বলেছেন:
মিষ্টি খাওয়া আপনার/আমার উপকারের চেয়ে বিপদই ডেকে আনবে বেশি...কী দরকার...।
তার চেয়ে চলুন গ্রিন টি পান করি।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
comment e Like disi :|

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:০৮

আরজু নাসরিন পনি বলেছেন:

হাহা
রীতিমতো পড়াশুনা করে ...

গত সারে চার বছরে যা করিনি...
কাজেই ওই জবাবের জন্যে আপনার প্রতি কৃতজ্ঞতা রইল, আপনি তেমন মন্তব্য না করলে আমিও অতো পড়াশুনা করতাম না।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
দু'টো নিকই একরকম হয়ে গিয়েছে।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:২৪

আরজু নাসরিন পনি বলেছেন:
কারণ একই মানসিকতা রেখে ব্লগিং করতে চাইছি।
দুই নিকে দুই মানসিকতার প্রকাশ দেখাতে চাচ্ছিনা।
মাল্টির মুখোশ মুখে পুড়েই যেনো আমি ড. জেকিল থেকে মিস্টার হাইড হয়ে না যাই ।

তাই প্রোপিকও একই রাখলাম।

অনেক ধন্যবাদ, সালাহউদ্দীন।
আপনার মন্তব্য আমাকে ভাবতে সহায়তা করেছে।
শুভেচ্ছা জানবেন।

১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

নিরব ঘাতক ফাহিম বলেছেন: শুভ ব্লগিং আপু

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

আরজু নাসরিন পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ফাহিম।

আপনার পথচলা সাফল্যের আলোতে আলোকিত হোক।

২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

কাবিল বলেছেন: এক পিসিতে এক সঙ্গে দুইটা নিক ব্যাবহার করা যায় কিনা জানি না। আপনি কেমন করেন?

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৮

আরজু নাসরিন পনি বলেছেন:

আমি মূলত ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি।

যেহেতু অনেক সময় পাই না ব্লগে থাকার জন্যে, তাই দুই ব্রাউজারে দুটো নিক একই সময়ে করি সাধারণত।

পিসি ছাড়া অন্যকোন ডিভাইসে ব্লগিং করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি।

অনেক ধন্যবাদ, কাবিল।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: এই ব্লগটিকে অভিনন্দন জানানো হলো । শুভ কামনা রইলো ব্লগের যাত্রা সুন্দর এবং বিনম্র চিত্তে ছুটে চলার জন্য ।

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

আরজু নাসরিন পনি বলেছেন:

শুভকামনার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫২

মুদ্‌দাকির বলেছেন: এই নিকটা অন্যরকম হতে পারে :)

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

আরজু নাসরিন পনি বলেছেন:
জানিনা...

জানিনা এই নিকে আদৌ ব্লগিংই করবো কিনা...নাকি নতুন অবস্থায় একটু হাঁটাচলা করছি...কে জানে।
তবে আপনার কথাটা প্রেরণা জাগালো।

অনেক ধন্যবাদ আপনাকে, মু্দদাকির।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



B-))

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১২:০২

আরজু নাসরিন পনি বলেছেন:

B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.