![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্তের এক বিকেলে
তোমার দেখা করার কথা ছিল আমার সাথে।
কিন্তু তুমি মনে রাখনি আমাকে,
তাই আজ বসন্ত এসেও আসেনি,
বসন্তের বিকেল গুলোও সব ছন্নছাড়া যেন আজ,
জীবনটাও আজ বড্ড এলোমেলো।
আমার ভালোলাগা গুলোও আজ সমাধিস্ত
কোন এক অজ্ঞাত গোরস্থানে।
নাহ!একেবারে শেষ হয়ে গেছি বলবো না,
ঘুরে দাঁড়াতে শিখেছি।
যা আছে তাই নিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছি
এই বোহেমিয়ান আমি।
ভালো থেকো পাগলি মেয়ে,
আবার যে বসন্ত ডাক দিচ্ছে এই বোহেমিয়ান আমাকে।
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪
আরকিস মল্লিক বলেছেন:
২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৬
প্রিন্স মাহমুদ রহিম বলেছেন: হাল ছেড়ে দিলেন নাকি???
৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫৭
আরকিস মল্লিক বলেছেন:
৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫২
বিজন রয় বলেছেন: নিজেকে কবিতায় দেখেছেন।
এটিই ভাল।
++++
৫| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
আরকিস মল্লিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৫০
কবীর বলেছেন: ভাল লিখেছেন।
কিন্তু কি যে শূন্যতা কবির মাঝে।
ধন্যবাদ হে কবি।