![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হ্যালো!
- কে?
ক্ষণিকের নীরবতা ভেঙে, ভেসে আসে উত্তর--
আমি নীরা।
একটা দীর্ঘশ্বাস ফেলে অর্ক,
মনে পরে যায় তার
চার বছর আগের,
এক রাত;
যেদিন ভেঙ্গে গেছিল তাদের ভালোবাসার ইমারত।
সে রাতে খুব ঝগড়া হয়েছিল তাদের,বাড়ির সামনের রাস্তাটায়,
রাগ-অভিমান-ইগো সব চড়ে ছিল চরম মাত্রায়।
মনে পড়ে যায় অর্কর--
নীরাকে সে বলেছিল,
'তুই তোর রাস্তা মাপ,
আমারটা আমি বুঝে নেব'।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৭
আরকিস মল্লিক বলেছেন:
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২০
শায়মা বলেছেন: তারপর ভাইয়া?
চার বছর পর এখন তারা কেমন আছে!
কোথায় আছে?
কাব্য লেখো!
তাদের সকল কথকতা, দুঃখ ব্যাথা
আমাদেরকে পড়তে দিও।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
আরকিস মল্লিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১৭
জে.এস. সাব্বির বলেছেন: আপনার 'জিওলজি' নিয়ে লেখা উচিত ।