নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা

২৯ শে মে, ২০১৭ রাত ১২:৪৭



রুমা ধরো আজ যদি মরে যাই আমি
আর এখবর কোনভাবে তুমি পাও
তবে কি তুমি আমার কথা ভেবে কাঁদবে
দুয়েক ফোঁটা অশ্রু কি ঝরে পড়বে
তোমার দুচোখ বেয়ে
আর তখন যদি অনেক কোলাহল
থাকে মানুষের
তবে কি ওড়নার আড়ালে ঢেকে
তোমার সকরুণ মুখ
তুমি কি খুঁজে নেবে একটু আড়াল
শূন্য দৃষ্টিতে তাকাবে আকাশ পানে
অশ্রুসিক্ত চোখ মুছে
ফেলবে হৃদয়ভাঙা দীর্ঘশ্বাস
নাকি রুমা এসব কিছুই হবে না
'আমার তাতে কি' বলে
একরাশ বিরক্তি নিয়ে
সবচে' কাছের খদ্দেরটির হাতে
বাড়িয়ে দেবে আরেক কাপ চা

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ রাত ১:১৯

সুমন কর বলেছেন: শেষটা ভালো লাগল।

২| ২৯ শে মে, ২০১৭ রাত ১:৫৩

নাগরিক কবি বলেছেন: ভাল

৩| ২৯ শে মে, ২০১৭ সকাল ৮:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
রুমাকে একটা রুমাল উপহার দিন ! :P



খুব সুন্দর লিখেছেন +

৪| ২৯ শে মে, ২০১৭ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:


কবিতা নিজের উপর আস্হাহীনতা প্রকাশ করেছে; প্রিয়জন হারালে সবাই শোকে কাতর হয়, আপনি কি প্রিয়জন?

২৯ শে মে, ২০১৭ রাত ৮:৩৩

অর্ক বলেছেন: ধন্যবাদ। অনেক প্রিয়জন ছিলাম একসময়। এখন জানি না।

৫| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: অর্ক ,




আবেগী কবিতা ।
বড় প্রেম শুধু কাছেই টানেনা , দূরেও ঠেলে দেয় ।

ভালো লাগলো ।

১৫ ই জুন, ২০১৭ রাত ১২:০১

অর্ক বলেছেন: হঠাৎ লিখে ফেলা কবিতা। আপনার ভাল লাগলো যেন খুব প্রীত হলাম! ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.