নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

অভিমানের দেয়াল

১৪ ই মে, ২০২৪ সকাল ১১:২৪




অভিমানের পাহাড় জমেছে তোমার বুকে, বলোনিতো আগে
হাসিমুখ দিয়ে যতনে লুকিয়ে রেখেছো সব বিষাদ, বুঝিনি তা
একবার যদি জানতাম তোমার অন্তরটাকে ভুল দূর হতো চোখের পলকে
দিলেনা সুযোগ, জ্বলে পুড়ে বুক, জড়িয়ে ধরেছে সুখের অসুখ।





সম্পর্কের শেষ দিকে এসে অনুরাগের ছোঁয়াও গলাতে পারেনি তোমায়
কাচের দেয়াল টিকেনাতো বেশিদিন একদিন ঝরে যায় বজ্রাঘাতে
আমার হৃদয়ে ছিলনা অন্যকারো ছায়া তবে কি করে তুমি কাটালে আমার মায়া
বুঝিনি লাভ-ক্ষতির হিসাব, আমার অভিযোগ আমার পাপ, কোথায় ইনসাফ ?



ফাগুনের কৃষ্ণচূড়া যতই ছড়াক রূপের ছটা দিন শেষে আসে পতনের ডাক
অভিমানী হৃদয় কতটা দূবির্ষহ হলে কেটে দেয় মায়ার বাঁধন করে সব ছিন্ন
আমার হাত ছেড়ে দিয়ে কোন কাননের ফুল হয়ে ফুটতে চাও বলনা
এতটা হৃদয়হীনা কি করে হতে পারলে, কি ছিল আড়ালে, আমাকে হারালে।


যদি আবার ফিরে পেতাম তোমায়, মুছে দিতাম ভুলে ভরা অভিমানের খাতা
চাইলে সব কিছুর পূর্ণতা পাওয়া যায়না জীবনে, কিছু হারাতে হয় অবলীলায়
পড়ন্ত সূর্য আর ফিকে আলোয় মনে করিয়ে দেয় পুরোনো সব কথা
হায় অভিমান, কেড়ে নেয় মান, থামিয়ে দেয় গান থমকে যায় চঞ্চল প্রাণ।


তুমি আর ফিরলেনা অভিমানের আসমান ভেঙ্গে মধুর সন্ধ্যা বসন্ত সমীরণে
লিখে গেলাম কত কবিতা, কত ছন্দ তবুও ভরেনা তুমি হীনা হৃদয় আনন্দ
ক্রমে ক্রমে লীন হল আশার প্রদীপ ঢেকে গেলে আধাঁরে আমার পৃথিবী
ছুটে গেল মগ্নতার খেয়াল, ধূসর দৃষ্টি জাল, তবুও ভাঙ্গা হলনা অভিমানের দেয়াল।


ছবি-নিজের তোলা।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০২৪ সকাল ১১:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বিশাল অভিমানী মনের ভাবনা

১৪ ই মে, ২০২৪ সকাল ১১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ।

২| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১২:৩০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনবদ্য একটি কবিতা লিখেছেন। শব্দচয়ন ও বাক্য বিন্যাস অসাধারণ।

১৪ ই মে, ২০২৪ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ আপু।

৩| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতাটি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিমানি কবিতা ভালো হয়েছে।

১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই মে, ২০২৪ দুপুর ১:৪২

নীল আকাশ বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম। ছবি কি ওয়াল টাইলসের?

১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর আপনাকে এখানে পেলাম। আশা করি ভাল আছেন। জ্বী ওয়াল টাইলসের।

৬| ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:২৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল

১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই মে, ২০২৪ দুপুর ২:৪০

নয়ন বিন বাহার বলেছেন: মানুষ বিরহ পেতে ভালোবাসে।

১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কেউ কেউ বিরহ বিলাসে ভাসে। ধন্যবাদ।

৮| ১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৪ ই মে, ২০২৪ বিকাল ৪:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই মে, ২০২৪ রাত ৯:৪৪

মিরোরডডল বলেছেন:




মাইদুলের যত লেখা পড়েছি এটা সবচেয়ে ভালো লেগেছে।

প্যারা গ্যাপ গুলো একেকটা একেক রকম হয়েছে, কিছু খুব বেশি গ্যাপ।

ওটা ঠিক করে নিলে প্রেজেন্টেশন ভালো হবে।


১৫ ই মে, ২০২৪ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লেখাটা আমারও ভাল লেগেছে, ধন্যবাদ। আরও ভাল লিখার জন্য উৎসাহিত হলাম।

১০| ১৪ ই মে, ২০২৪ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৫ ই মে, ২০২৪ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ কবি।

১১| ১৫ ই মে, ২০২৪ সকাল ৭:৫৭

রানার ব্লগ বলেছেন: বেশ লেগেছে!!

১৫ ই মে, ২০২৪ সকাল ৯:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১২| ১৫ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

করুণাধারা বলেছেন: অনেক দিন পর কবিতা লিখলেন? ভালো হয়েছে।

১৯ শে মে, ২০২৪ দুপুর ১২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ পাশে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.