নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯



সকাল থেকে রাত পর্যন্ত
কোলে নিয়ে একটি অবুঝ শিশু
পরম মমতায়
প্রায় প্রতিদিনই সড়কের পাশে
একটি বন্ধ পরিত্যক্ত দোকানের মেঝেতে
একাকী বসে থাকতে দেখি মেয়েটিকে,
কদাচ শ্লথ পা'য়ে পায়চারীরত।
কতোইবা আর বয়স হবে ওর
সতের আঠার বা বড়জোর কুড়ি
নোংরা ধূলোমলিন একটি জামা পরনে
মাথাভর্তী অযত্নে বেড়ে ওঠা
উসকো খুসকো লালচে চুলে
কতোদিন যে তেল পানি কিছু পড়েনি
তা নির্ঘাত ও নিজেও জানে না,
দু'চোখের নীচে পুরু কালির আস্তর
জানান দেয় রাতে ভাল ঘুম হয় না ওর,
পাশে পড়ে আছে কাপড়ের একটি পুটলি,
মাঝেমাঝে দেখি কোলের শিশুটিকে
স্তন্যদান করাতে;
এটুকুই মেয়েটিকে চিনি যেটুকু দৃশ্যমান
আর কিছু জানি না ওর সম্পর্কে।
প্রায়শই দেখি এলাকার কিছু দুষ্ট বখাটে ছেলে
'পাগলী পাগলী' বলে উত্যক্ত করে ওকে
ঢিল ছোড়ে, বিকৃত অঙ্গভঙ্গি করে
পৈশাচিক উল্লাসে মাতে,
তারপর এক পর্যায়ে মেয়েটি রেগেমেগে
তেড়ে গেলে ছুটে পালায় দিক্বিদিক।
রাস্তায় চলাচলরত অগণন পথচারীদের
মাঝে কেউ কেউ মেয়েটির দিকে
তাকায় স্বস্নেহে, বাড়িয়ে দেয়
দুটি একটি খুচরো টাকার নোট
কিংবা ধাতব মুদ্রা।
অনেকেই আবার ভ্রু কুঁচকে ঘৃণাভরা
চোখেও তাকায় ওর দিকে,
তাদের মাঝে দুয়েকজনকে কণ্ঠে ততোধিক
ঘৃণা নিয়ে বলতে শুনেছি 'পাপী',
কিন্তু মেয়েটি সতত নির্বিকার
এসবের কিছুতেই কোনও ভ্রুক্ষেপ নেই।
#

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সত্যের ছায়া বলেছেন: এর পরের কবিতাটা আপ্লুড করেন দেহি।।

কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

অর্ক বলেছেন: ধন্যবাদ।

[এর পরের কবিতাটা আপ্লুড করেন দেহি] বুঝলাম না!

এটা কোনও সিরিজ না!

১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৫১

অর্ক বলেছেন: সত্যের ছায়া আপনার যদি সময় থাকো তবে আমার কাছাকাছি সময়ে পোস্ট করা 'একটা দাঁতাল ক্রেন' ও 'প্রিয় তোশিকো' কবিতাদুটি পড়ে দেখতে পারেন। আশা করি আপনার ভাল লাগবে। ধন্যবাদ।

২| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সত্যের ছায়া বলেছেন: বলছি এধরণের কবিতা বেশি লিখা উচিৎ।

মাইন্ড করলে দু:খিত।

০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

অর্ক বলেছেন: না, মাইন্ড করবো কেন! ভাবলাম হয়তো সিরিজ ভেবে থাকতে পারেন! কবিতাটা আসলেই অনেক বড় ছিল সংক্ষেপ হতে হতে এতটুকু। আপনার মন্তব্যে আমি দারুণ অনুপ্রাণিত হলাম। নিশ্চয়ই চেষ্টা থাকবে আরও ভাল কিছু করার। আশা করি তখনও আপনার শুভকামনা পাব। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০০

সুমন কর বলেছেন: বক্তব্য ভালো।

০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০২

মানিজার বলেছেন: দুঃখের কবিতা ।

০৯ ই জুন, ২০১৭ রাত ৮:১০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য ভরপুর শুভকামনা।

৫| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:০৩

শায়মা বলেছেন: কবিতায় ছবিটাও দেখতে পেলাম ভাইয়া!
লেখার ভেতরে ছবিটাও ফুটে উঠেছে!

অনেক অনেক ভালো লাগা! :)

০৯ ই জুন, ২০১৭ রাত ৮:১৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা। আপনার জন্য ভরপুর শুভকামনা।

৬| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:১৮

শায়মা বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক থ্যাংকস! আবারও কি একটা গান দেবো! যেন রেগে মেগে ওঠো!!!!!!! :P

০৯ ই জুন, ২০১৭ রাত ৮:২৫

অর্ক বলেছেন: এখন কি বলবো আমি জানি না!

৭| ০৯ ই জুন, ২০১৭ রাত ৮:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাপ যে করেছে এক-সে নিষ্পাপ, অন্যসে পাগলী!!!

সমাজের নিষ্ঠুরতার চিত্রকল্প মুন্সিয়ানায় তুলে ধরেছেন

++++

০৯ ই জুন, ২০১৭ রাত ৮:২৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু। আপনার মন্তব্যে সত্যি ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।

৮| ০৯ ই জুন, ২০১৭ রাত ৯:২৫

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

১০ ই জুন, ২০১৭ রাত ১২:১৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কুঁড়ের বাদশা। শুভকামনা জানবেন।

৯| ০৯ ই জুন, ২০১৭ রাত ১০:০২

নাগরিক কবি বলেছেন: পুরো তৃপ্তি নিয়ে পড়লাম ভাই। :) B-)

১০ ই জুন, ২০১৭ রাত ১২:১৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ নাগরিক কবি। শুভকামনা জানবেন।

১০| ১০ ই জুন, ২০১৭ রাত ১:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১০ ই জুন, ২০১৭ রাত ১:৩৯

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার। শুভকামনা জানবেন।

১১| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪২

গেম চেঞ্জার বলেছেন: শহরে পথ চলতে গিয়ে হরহামেশাই এরকমটি দেখতে হয়! :(

১০ ই জুন, ২০১৭ রাত ১:৫৮

অর্ক বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার। শুভকামনা জানবেন।

১২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

শুভ কামনা ।

১০ ই জুন, ২০১৭ দুপুর ১:২৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ শাহরিয়ার কবীর। শুভকামনা জানবেন।

১৩| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৩১

ওমেরা বলেছেন: এক্কেবারে বাস্তব একটা কবিতা ।অমি যখন ছোট ছিলাম এরকম একটা পাগলী মেয়েকে দেখেছি , ঠিক আপনি যে রকম বলেছেন ঠিক তেমনই ছিল তার পরিস্থিতি ।

অনেক ধন্যবাদ ।

১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৪

অর্ক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ওমেরা। আপনার জন্য ভরপুর শুভকামনা।

১৪| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: কবিতার থিম ভাল লেগেছে।

১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০০

অর্ক বলেছেন: ধন্যবাদ মোস্তাফা সোহেল। শুভকামনা জানবেন।

১৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৩

বিজন রয় বলেছেন: এদের পাশে কেউ নেই, শুধু কবিরা ছাড়া।

+++++

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ বিজন। আপনার মন্তব্যে সত্যি ভীষণ অনুপ্রাণিত হলাম। শুভকামনা জানবেন।

১৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

উম্মে সায়মা বলেছেন: ভালো লিখেছেন। অদ্ভুত দুনিয়া!

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ উম্মে সায়মা। শুভকামনা জানবেন।

১৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ আহমদ চৌধুরী। শুভকামনা জানবেন।

১৮| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ফেরদৌসা রুহী বলেছেন: এসব আমাদের নিত্য দিনের ঘটনা। বাইরে বের হলেই চোখে পড়ে।
মন খারাপ করা কবিতা। কবিতায় ভালো লাগা।

১০ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ফেরদৌসা রুহী। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.