নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সেই বৃদ্ধ লোকটি

০১ লা জুলাই, ২০১৭ রাত ১০:৪১



সেই বৃদ্ধ লোকটিকে দেখেছিলাম রাজশাহী
রেল স্টেশনে; শতাব্দী প্রাচীন জীর্ণ
বটবৃক্ষের মতো শ্মশ্রুমণ্ডিত মুখ
বয়সের ভারে ন্যুব্জ, শীর্ণ শরীর
একটি বাঁশের লাঠিতে ভর দিয়ে
সে শ্লথ পা'য়ে হাঁটছিল
রেল লাইনের পাশে।
আমিও সে সময় তার মুখোমুখি
হাঁটছিলাম। চলতে চলতে দুজন
নিকটে এসে পড়লে, সেই বয়োবৃদ্ধ
লোকটি তখন খুব কষ্টেসৃষ্টে তার
বয়সের ভারে ন্যুব্জ, শীর্ণ শরীরটাকে
তুলে আমার দিকে তাকিয়েছিল।
অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম,
অবিকল আমার বৃদ্ধ পিতার মতো
দেখতে তার অবয়ব, শুধু দাড়িটাই
যা পৃথক করেছে দুজনকে।
তারপর ততোধিক শীর্ণ একটি হাত
আমার দিকে বাড়িয়ে
সেই বৃদ্ধ লোকটি বলেছিল,
'বাবা একটা টাকা দিবি
হামি সকাল থাকি কিছু খাইনি।'

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:১০

সুমন কর বলেছেন: আপনার কবিতায় কিছু কথা থাকে। ভালো হয়েছে।

০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

অর্ক বলেছেন: অশেষ ধন্যবাদ। মন্তব্য পাঠে প্রীত হলাম। আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা সুমন কর।

২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

করুণতর কবিতা! এসব কবিতায় ছন্দ থাকে না তবুও বুকের অচিনে একটা টান মারে!


+

০২ রা জুলাই, ২০১৭ রাত ১২:০৮

অর্ক বলেছেন: মন্তব্য পাঠে ভীষণ আপ্লুত হলাম কবি বন্ধু। আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা রইলো।

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন +

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৫৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবি বন্ধু শাহরিয়ার কবীর। আপনার কাছ থেকে দ্রুত নতুন কবিতা আশা করছি। সতত শুভকামনা।

৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা বাদ দিলে কেমন হয় ? আমার আবার কবিতা ভাই ! লজ্জা দিলেন ।।

০২ রা জুলাই, ২০১৭ রাত ২:০৮

অর্ক বলেছেন: এভাবে বলবেন না ভাই। আপনার 'তিন তাসের জীবন' কবিতাটি আমার সত্যি খুব ভাল লেগেছে।

৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:০৭

ওমেরা বলেছেন: ভয়াল লিখেছেন ধন্যবাদ ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ২:১১

অর্ক বলেছেন: ভয়াল! মানে ভাল লিখতে চেয়েছেন, নয় কি? অনেক ধন্যবাদ ওমেরা। সুইডিশ ভাষা শেখনোর ব্যাপারটা মাথায় রাখবেন।

৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন: 'তিন তাসের বাজি যার সাথে ধরতে চাইলাম, সে আর ধরলো না !! গোলাম, টেক্কা, বিবি সব কিছু হেরে গেলাম .....

কবিতা লিখবো, টেনশন নিয়েন না। ঈদের পরে তো একটু কাজের চাপ আছে, সময় পাচ্ছি না ।।

ধন্যবাদ ভাই ।

০২ রা জুলাই, ২০১৭ রাত ২:১৪

অর্ক বলেছেন: অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ ভাই।

৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ২:৫৬

ওমেরা বলেছেন: সরি ভাইয়া সত্যি আমি অনেক সরি পেয়েছি ভাইয়া আমি খেয়াল করি নি ।

০২ রা জুলাই, ২০১৭ সকাল ৯:৩৫

অর্ক বলেছেন: ওকে। আবারও ধন্যবাদ।

৮| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালই বুঝিয়েছেন ভাই। মুগ্ধ রইলাম।

সবাই কে আপন ভাবে শ্রদ্ধা করতে পারলে ভালো।
শ্রদ্ধা রইল মননে।

০২ রা জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম জাহাঙ্গীর নয়ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.