নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩১



চার.

তোমার স্মৃতিগুলো আমাকে আষ্টেপৃষ্ঠে
জড়িয়ে ধরে ক্রমশ
এক বেদনার ধূসর উর্ণাজাল হয়ে
বয়েসী পাতাগুলো একে একে ঝরে পড়ে
মেহগনির ডাল থেকে,
রাত গভীর হলেই ল্যাম্পপোস্টের নিচে
অবুঝ কুকুরগুলো জেগে থেকে চেঁচায়
সারা রাতভর
ঝিঝি পোকার একটানা করুণ ডাকে
রাতের নিকষ আঁধার আরও শোকার্ত
হয়ে ওঠে, দুখজাগানীয়া;
স্খলিত তারাগুলো কোথায় যে হারিয়ে যায়
তা কেউ জানে না।
ক্রিস্টি সেদিন আমিও যে ছিলাম
সেই স্খলিত তারাদের মিছিলে।
সেই নষ্ট অশুভ রাতগুলোতে
আমি ঘরে কোনও প্রদীপও জ্বালিনি
কারণ তখন অন্ধকার ও নীরবতাকেই
আমার সবচে' আপন মনে হতো।
এমনই এক অশুভ রাতে তুমি এসেছিলে
টিপটপ বৃষ্টি পড়ছিল তখন
ঝিরঝির স্নিগ্ধ বাতাসে ছিল
তাজা ফুলের সুঘ্রাণ,
কিন্তু আমার দুহাত ভরে ছিল
শুধু অগণন ঘাতক কাঁটা,
আমার করোটিতে দপদপ করে জ্বলছিল
ভীষণ অশান্ত ভিসুভিয়াস
কী প্রচণ্ড সে আগুন, লাল স্ফুলিঙ্গ;
বলো আমি কি করে বোঝাব তোমায়
কী দারুণ অশান্তিতে কাটছিল
তখন দিনকাল!
আর আমি নিশ্চিত জানতাম অনেকেই
আমার সেই দুর্দশা দেখে দিচ্ছিল হাত তালি
কদর্য হাসছিল, অশোভন অঙ্গভঙ্গি করে
নেচে উঠছিল বারবার।
তুমি তখনই এলে ক্রিস্টি
আমার সে ঘোর দুর্দিনে, সে অবেলায়।
আমি তোমার হাতে তুলে দিতে পারিনি
কিছু সতেজ, সুরভিত ফুল;
ভায়োলিনে বাজিয়ে শোনাতে
তোমার প্রিয় কোনও গানের সুর,
না আমি পারিনি।
কারণ সেই নষ্ট অশুভ রাতগুলো
কোনও উৎসবের জন্য মোটেও
উপযোগী ছিল না।
কোথাও শান্তি ছিল না এতোটুকু
সর্বত্র শুধু অদৃশ্য নীল দহন।
তারপর সেই নিকষ অন্ধকারে
কিছুক্ষণ একাকী অপেক্ষার পর
তুমি ফিরে গেছ,
ফিরে গেছ গন্তব্যের খুব কাছ থেকে
পরাজিত যোদ্ধার মতো ঋজু, শ্লথ পা'য়ে।
পিছনে রেখে গেছ শুধু এক করুণ
দীর্ঘশ্বাস তোমার।
আমি তোমাকে ধরে রাখতে পারিনি ক্রিস্টি
কীযে তীব্র এর যন্ত্রণাভার
তা আর কেউ বুঝবে না কোনদিন।
এই যন্ত্রণা শুধুই আমার।

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৩

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ কবি বন্ধু শাহরিয়ার কবীর। সতত শুভকামনা।

২| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪০

ওমেরা বলেছেন: উপরে কবিতা বিশেষক্ষ বলেছেন কবিতা সুন্দর হয়েছে তাই আমি ও বল্লাম কবিতা সুন্দর হয়েছে ।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৬

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ওমেরা।

৩| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪২

আহা রুবন বলেছেন: স্খলিত তারাদের মিছিলে থেকে যখন ফিরে এসেছেন। সে্ও নিশ্চয়ই একদিন সাড়া দেবে। কবিতা পঠে আনন্দ পেলাম।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫০

অর্ক বলেছেন: মন্তব্যেরর জন্য ধন্যবাদ।

৪| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

নাগরিক কবি বলেছেন: ধ্বংংসে সৃষ্টি, পরাজয়েই জয়।

সুন্দর। ভাল লেগেছে অনেক।

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

অর্ক বলেছেন: দারুণ বলেছেন। অনেক ধন্যবাদ ও শুভকামনা কবি বন্ধু নাগরিক কবি।

৫| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: হায়,হায় ওমেরা আমায় দেখি কবিতা স্পেশালিস্ট বানিয়ে দিলো !! ;)

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:০০

অর্ক বলেছেন: তা তো বটেই।

৬| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: আপনিও দেখি স্রোতের গায়ে গাও ভাসিয়ে দিলেন ! B-)



ভালো থাকুন ।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৬

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৭| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ লিখেছেন প্রিয় কবি। মনের সবকথা ভরে দিয়েছেন কাব্যিক ভাষায়। মুগ্ধতা রইল ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা নাঈম জাহাঙ্গীর নয়ন।

৮| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ক্রিস্টদের ধরে না রাখতে পারলে বুকে জালা নিয়ে বাঁচতে হয়।

০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৯

অর্ক বলেছেন: হা হা সত্য শতভাগ। কিন্তু উপায়ও নেই! অনেক ধন্যবাদ শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া)।

৯| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: উপরের মন্তব্যে ক্রিস্টি হবে।।।

১০| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৯

জুন বলেছেন: স্মৃতিগুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলেও আস্তে আস্তে ধুসর হয়ে যায় কারো কারো অর্ক । কারো বা গভীর থেকে গভীরতর হয় ভুলতে না পারা এক ভোতা ছুরির নির্মম আঘাতে আঘাতে।
ভালোলাগা রইলো কবিতায় ।
+

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা জুন।

১১| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

০৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৭

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ফরিদ আহমদ চৌধুরী।

১২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৩:৩৮

টু কিল এ মকিং বার্ড বলেছেন: অসাধারণ এবং ভালো থাকবেন :)

১৬ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩০

অর্ক বলেছেন: অনেক ধন্যবাদ ও ভরপুর শুভকামনা। মাঝেমাঝে স্মৃতিকাতর হয়ে উঠি বৈকি। এছাড়া জীবন চলে জীবনের নিয়মেই। সময় সব ভুলিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.