নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

সর্বেশ্বর দয়াল সাক্সেনা\'র একটি খুব হৃদয় নাড়া দেয়া কবিতা। পাঠান্তে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে পড়েছিলাম! সবাইকে কবির নামসহ শেয়ার করতে বলবো। এসব কবিতা যতো চর্চা হবে ততো সভ্যতা ও মানবতার জন্য শুভকর।

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪



কুয়োতে লাফিয়ে পড়েছে অভাগিনী
সর্বেশ্বর দয়াল সাক্সেনা

কাজ না পেয়ে
নিজের তিন ক্ষুধার্ত বাচ্চাকে নিয়ে
কুয়োতে লাফিয়ে পড়েছে অভাগিনী
কুয়োর পানি শীতল ছিল।

বাচ্চাদের লাশের সাথে
বের করা হয়েছে অভাগিনীকে কুয়ো থেকে
বাইরের বাতাস শীতল ছিল।

হত্যা বা আত্মহত্যার অভিযোগে
দাঁড়িয়েছিল অভাগিনী আদালতে
আদালতের দেয়াল শীতল ছিল।

তারপর জেলেও পড়ে ছিল
অভাগিনী কোমরে দরি বাঁধা
জেলের আকাশ শীতল ছিল।

কিন্তু আজ যখন ও জেলের বাইরে
তখন জানা গেল
যে সব কিছু শীতলই ছিল না-

ধোঁয়াশা হয়ে ছিল
ধোঁয়াশা হয়ে আছে
ধোঁয়াশা হয়ে থাকবে

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

সৈয়দ ইসলাম বলেছেন: আসলেই!

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

অর্ক বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩০

অর্ক বলেছেন:

কবি সর্বেশ্বর দয়াল সাক্সেনা (১৯২৭-১৯৮৩)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১

আবু মুছা আল আজাদ বলেছেন: কঠিন অবস্থাকে কুবতার ভাষায় ...................

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

অর্ক বলেছেন: গভীর ব্যথার কবিতা! সত্যি মহান এই কবিকে এক আকাশ শ্রদ্ধা। একেবারেই ভিন্ন ধারার, মাত্রায় একজন কবি। তাঁর কবিতাগুলো বিষয় বৈচিত্র্যে ও উপস্থাপনে একেবারেই ব্যতিক্রম, এবং স্বকীয়তায় দারুণ উজ্জ্বল। 'রেখা ধরে ও চলে' শিরোনামের একটি কবিতায় তিনি যথার্থই বলে গেছেন যে,

"রেখা ধরে ও চলে যার
পা দুর্বল ও পরাজিত,
আমার তো যা আমার যাত্রায় মিলেছে
এমন অনির্ণেয় পথই প্রিয়।"

অনেক ধন্যবাদ ও শুভকামনা প্রিয় মন্তব্যের জন্য ব্লগার বন্ধু। ফল্গুপ্রবাহ জীবনভর অব্যাহত থাক।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি গভীর বেদনা ফুটে উঠেছে কবিতায়, পৃথিবীর ভয়াবহতম কষ্ট প্রকাশিত হয়েছে কবিতায়।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

অর্ক বলেছেন: জেনে খুব সুখী হলাম। অনেক ধন্যবাদ ও শুভকামনা।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: কষ্ট পেলাম কবিতা পড়ে।

০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

অর্ক বলেছেন: মন্তব্য রাখায় কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.