নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
স্বর্ণাক্ষরে লিখে রাখার মত মুফতি তাকি উসমানী সাহেবের কিছু কথা
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
একবার শাইখুল হাদিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম সাহেবকে জিজ্ঞেস করা হল, জীবনের সারকথা কী? উত্তরে তিনি এমন অতিব গুরুত্বপূর্ণ ২০ টি সূক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন যা স্বর্ণাক্ষরে লিখে রাখার মত। চলুন, চোখ বুলিয়ে নেয়া যাক তার মূল্যবান সেই কথামালায়ঃ
০১। সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর।
০২। চেষ্টা কর সারা জীবনে যেন তোমার বিরুদ্ধে কোন ব্যক্তির কাছে অপর কারও অভিযোগ উত্থাপন করতে না হয়। আল্লাহ তাআলার কাছে তো নয়ই।
০৩। নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা-ই পছন্দ করো।
০৪। কোথাও এ কথা বলো না যে, আমি আলেম তাই আমার সাথে অনুগ্রহপূর্ণ আচরণ করুন। এটি কখনোই কাম্য নয়। বরং সর্বক্ষেত্রে চেষ্টা কর দ্বীনদারী নিয়ে চলার।
০৫। সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। রিজিক হিসেবে যা পাবে, তকদিরের ফায়সালা মনে করে সেটাকেই রাজার হালে খাবে এবং এর উপরেই কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ তাআ'লার কোন নেয়ামতকেই তুচ্ছ ভাববে না।
০৬। আল্লাহ তাআ'লা ব্যতীত অন্য কারো থেকে কোন কিছু আশা করো না।
০৭। বিগত দিনের তুলনায় পরিশ্রমের পরিমান বৃদ্ধির মাধ্যমে নতুন আগত প্রতিটি দিনকে সুন্দর করে সাজিয়ে নাও।
০৮। সর্বাবস্থায় বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।
০৯। প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় ইস্তিগফার পাঠ করার অভ্যাস কর।
১০। নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।
১১। কখনোই উচ্চস্বরে কথা বলো না। এমনকি, ছোট বাচ্চাদের সাথেও নয়।
১২। যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো এবং সম্মান করো। মনে রাখবে, এই সম্মান এবং ভালোবাসার পরিমান যেমন হবে তোমার রিজিকের পরিমানও তেমনই হয়ে থাকবে।
১৩। চেষ্টা কর সারা জীবন যাতে সফল মানুষদের সাথে ওঠাবসা করতে পারো। এতে করেই হয়তোবা একদিন তুমিও তাঁদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে।
১৪। প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।
১৫। পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে তোমার উত্তম আচরণের পরিমান যেমনভাবে তুমি বৃদ্ধি করে নিবে, তোমার রিজিকও তেমনভাবেই বৃদ্ধি পেতে থাকবে।
১৬। সব কাজে মধ্যমপন্থা অবলম্বন করো।
১৭। জনসাধারণের সাথে সম্পর্ক রেখ। কারণ, তাদের থেকে অনেক কিছু শেখা যায়।
১৮। একজনের অভিযোগ অন্যের কাছে না করাই উত্তম। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।
১৯। সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়।
২০। বড়দের বৈঠকে চুপ থাকার অভ্যাস করো।
লেখাটি এক বন্ধুর নিকট হতে হোয়াটসএ্যাপের মাধ্যমে প্রাপ্ত। ঈষৎ সংশোধিত ও পরিমার্জিত।
৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩২
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ ভাই। সালাম এবং শুভকামনা জানবেন।
২| ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৩
মায়াস্পর্শ বলেছেন: দারুন সব উপদেশ।
৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৮
নতুন নকিব বলেছেন:
জ্বি, আসলেই চমৎকার। পোস্টে আপনাকে অভিনন্দন।
শুভকামনা জানবেন।
৩| ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: েএমন চলতে পারলে সমাজও সুন্দর হতো জীবনও। আমরা তো পারি না
৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৪
নতুন নকিব বলেছেন:
জ্বি, সেটাই, আমরা পেরে উঠি না। তবে আমাদের চেষ্টা অব্যাহত রাখতেই হবে। কারণ, সফলতা আমাদের চেষ্টার উপরেই নির্ভর করবে।
কৃতজ্ঞতাসহ শুভকামনা।
৪| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৬
নতুন বলেছেন: এই সব বৈশিস্ট একজন জ্ঞানী প্রজ্ঞাবান বিনয়ী মানুষের কাছেই আশা করা যায়।
৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২০
নতুন নকিব বলেছেন:
জ্বি, যথার্থ বলেছেন। অনেক অনেক কৃতজ্ঞতা। শুভকামনা।
৫| ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৩
এম ডি মুসা বলেছেন: সুন্দর কথা গুলো
৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৩
নতুন নকিব বলেছেন:
জ্বি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কৃতজ্ঞতা এবং শুভকামনা আপনার জন্য।
৬| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ১২ নং সত্যি অসাধারণ।
০১ লা মে, ২০২৪ সকাল ৮:৩২
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনি সঠিক বলেছেন। আমার কাছেও কথাটা খুবই ভালো লেগেছে।
অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা আপনার জন্য।
৭| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৫৬
মিরোরডডল বলেছেন:
মনে হচ্ছে বহু বছর পর নকিবকে দেখছি।
কেমন আছে নকিব?
কোথায় ছিলো এতোদিন?
০১ লা মে, ২০২৪ সকাল ৮:৪৫
নতুন নকিব বলেছেন:
জ্বি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? দীর্ঘ দিন পরে আপনাকে পোস্টে দেখে খুবই আনন্দিত বোধ করছি। মূল্যবান সময় ব্যয় করে মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা।
আসলে ইচ্ছে থাকলেও ব্লগে খুব বেশি আসা/ দীর্ঘ সময় অবস্থান করা এখন আর হয়ে ওঠে না। একটা সময় তো বলা চলে, সাইন আউটই হতাম না। এখন ব্যক্তিগত এবং পারিবারিক দায়দায়িত্ব বেড়েছে, বেড়েছে পেশাগত ব্যস্ততাও- তাই নিতান্ত সাধারণ মানুষের জীবন যেমন থাকে, যেভাবে চলে, সেভাবেই চলে যাচ্ছে।
৮| ৩০ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০৮
মিরোরডডল বলেছেন:
এসব ভালো কথা সবাই জানে, কিন্তু মানে কয়জন?
আর না মানলে স্বর্ণাক্ষরে লিখে রেখে কি লাভ?
এই বিশটা ব্যাকের মাঝেই জীবনের সারকথা নেই।
জীবন তারচেয়েও অনেক বেশি কিছু।
আর এই কথাগুলো সকল ক্ষেত্রে এপ্লিকেবলও না, ক্ষেত্রে বিশেষে ভিন্ন হয়।
০১ লা মে, ২০২৪ সকাল ৮:৫১
নতুন নকিব বলেছেন:
আপনার সাথে সহমত পোষন করছি। তারপরেও মূল্যবান এসব কথার কোনো একটি কথাও যদি কারও সামান্য উপকারের ক্ষেত্রে ভূমিকা রাখতে সক্ষম হয় সেটাও অনেক বড় প্রাপ্তি। আর মূল প্রত্যাশাটা এখানটাতেই।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আল্লাহ তাআ'লা আপনাকে তাঁর রহমতের শীতল বারিধারায় সিক্ত করুন।
৯| ০১ লা মে, ২০২৪ দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্যবহুল গুরুত্বপূর্ণ।
০১ লা মে, ২০২৪ দুপুর ১:৪১
নতুন নকিব বলেছেন:
জ্বি, সেটাই প্রিয় কবি ভাই। মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন।
১০| ০১ লা মে, ২০২৪ দুপুর ১:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সোনার মানুষের সোনার কথা। +++
০১ লা মে, ২০২৪ দুপুর ১:৪২
নতুন নকিব বলেছেন:
জ্বি, দারুন বলেছেন। কৃতজ্ঞতাসহ শুভকামনা, প্রিয় মাইদুল ভাই।
১১| ০২ রা মে, ২০২৪ সকাল ৭:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
এমনি একজন মনিষীর লেখনী হতে এত সকল মুল্যবান কথামালা তুলে ধরেছেন যা সত্যিই স্বর্ণাক্ষরে
লিখে রাখার মত । তাকি উসমানি কুরআন, হাদিস, ইসলামি আইন, ইসলামি অর্থনীতি ও তুলনামূলক
ধর্মতত্ত্বের একজন নেতৃস্থানীয় পণ্ডিত হিসাবে ইসলামী বিশ্বে সুপরিচিত । তিনি নীজদেশ সহ বিভিন্ন
আন্তর্জাতিক ইসলামী সংগঠনে গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত থেকে বিবিধভাবে ইসলামী বিষয়ের চর্চা ও সমাজ ,
দেশ ও আন্তর্জাতিক পরিমন্ডলে গ্রহণযোগ্যতা ও তার বাস্তব প্রয়োগে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন। উর্দু,
আরবী ও ইংরেজিতে লেখা তাঁর প্রায় দেরশতাতিক মুল্যবান ইসলামি পুস্তকাদি ইসলামী জ্ঞানভান্ডারে
বিশাল ঐশ্বর্য যুক্ত করেছে ।
জানতে পেরেছি মুহাম্মদ তাকি উসমানির আরবি ভাষায় রচিত তাকমিলাতু ফাতহুল মুলহিম সহীহ
মুসলিমের একটি ব্যাখ্যাগ্রন্থ। শুনেছি এটা তাকি উসমানির সর্বশ্রেষ্ঠ রচনা।এই ব্যাখ্যাগ্রন্থে মূল হাদিসের
নাম্বার সহ মতন উল্লেখ করা হয়েছে, হাদিস বর্ণনাকারীর নামের উচ্চারণ বিশুদ্ধ করা ও তাদের জীবনী
লিপিবদ্ধ করা হয়েছে, ইসলামি বিধি-বিধানের হিকমত ও রহস্য এবং অন্যান্য ধর্ম ও মতবাদের সাথে
তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে, প্রত্যেক হাদিসের ব্যাখ্যা ও হাদিসের অধীনে আলোচিত মাসআলা
বর্ণনা করা হয়েছে, ফকিহগণের মতামত ও দলিল-প্রমাণ উল্লেখ হয়েছে। এই গ্রন্থে লেখক ইসলামের
সর্বজনস্বীকৃত ও স্বতঃসিদ্ধ বিষয় নিয়ে পশ্চিমাদের বিভিন্ন আপত্তির জবাব প্রদান করেছেন।
জানতে পেরেছি বর্তমান যুগের শিক্ষা সংস্কৃতি ও নৈতিক চিন্তা মতবাদ সম্পর্কে পূর্ণ অবগতি থাকার কারণে
ইসলামি বিধিবিধান ও ইসলামি শিক্ষা-সংস্কৃতিকে অন্যান্য ধর্ম ও মতবাদের সাথে তুলনামূলক বিশ্লেষণ ও
ইসলামের বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে তিনি সক্ষম হয়েছেন।
এই বইটির বাংলা কিংবা ইংরেজী কোন আনুবাদ আছে কিনা জানালে বাধিত হব । সম্ভব হলে অনুবাদ
গ্রন্থটি কিভাবে পাওয়া যেতে পারে জানালে বাধিত হব ।
শুভেচ্ছা রইল
০২ রা মে, ২০২৪ সকাল ৮:৩৯
নতুন নকিব বলেছেন:
প্রিয় ভাই,
সালাম জানবেন। আপনি যথার্থ বলেছেন, আল্লামা তাকি উসমানি বর্তমান বিশ্বে দা.বা. শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিত্বদের অন্যতম। যুগের শ্রেষ্ঠতম এই মহান ব্যক্তিত্ব স্বীয় পিতা বিখ্যাত তাফসির গ্রন্থ মারেফূল কুরআনের সংকলক আল্লামা মুফতি মুহাম্মাদ শফি রহ. এর মতই ইসলামী জ্ঞান বিতরণের মহিরূহে পরিণত করেছেন নিজেকে। যোগ্য পিতার ততোধিক যোগ্য পুত্র। পিতার পরে পুত্রেরও আপন কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্ববরেণ্য হয়ে ওঠার এমন দৃষ্টান্ত হয়তো কালেভদ্রে দেখা যায়। এটা একমাত্র আল্লাহ তাআ'লার বিশেষ রহমত লাভের মাধ্যমেই সম্ভব। তিনি পিতার রেখে যাওয়া কুরআন হাদিসের জ্ঞানের আলো বিতরণের সুবিশাল কর্মযজ্ঞকে আকড়ে ধরে বিশ্ব মুসলিমের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর প্রতি আল্লাহ তাআ'লা রহম করুন। তাঁর দ্বীনি খেদমতগুলোতে বারাকাহ দান করুন। তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। তাঁর অনবদ্য খেদমত থেকে ফায়দা গ্রহণকে আমাদের জন্য সহজ করে দিন।
আলী ভাই, সহীহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থ তাকমিলাতু ফাতহুল মুলহিম সম্মন্ধে আপনি যা শুনেছেন তা সঠিক। হাদিস সংকলনের ইতিহাসে এই গ্রন্থটি আসলে অসামান্য একটি খেদমত হিসেবে গণ্য হয়ে থেকে যাবে। এটি সহিহ মুসলিম এর সুবিশাল এবং অসাধারণ একটি ব্যাখ্যা গ্রন্থ। ১২ খন্ডের এই কিতাবটির আরবি পিডিএফ সংকলন আমার সংগ্রহে আছে। এর ইংরেজি অথবা বাংলা বেরিয়েছে- এমন তথ্য এখনও পাইনি। পাওয়া গেলে অবশ্যই আপনাকে জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জাজাকুমুল্লাহ।
১২| ০৩ রা মে, ২০২৪ রাত ১২:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ মুল্যবান প্রতিমন্তব্যের জন্য ।
যাচিত বিষয়ের সন্ধান পেলে খুশি হব ।
শুভেচ্ছা রইল
০৩ রা মে, ২০২৪ সকাল ৮:৪৫
নতুন নকিব বলেছেন:
পুনরায় ফিরে এসে অভিব্যক্তি ব্যক্ত করে যাওয়ায় বিশেষ কৃতজ্ঞতা। আপনার জীবনে আল্লাহ তাআ'লা কল্যান ও বারাকাহ দান করুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে