নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য প্রিন্সিপ্যল

ফ্রি.....ড.....ম!!!!!

অর্পণ!

স্বপ্ন বুনি ক্যামেরার ফ্রেমে।

অর্পণ! › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন বন্ধু

১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

৭ দিনেই ওয়াচ থেকে জেনারেল/সেইফ হতে চাই





দুপুরটা একসাথে ছিলে...বিজ্ঞান গ্রন্থাগারেও নিয়ে গেলে। অথচ একবারের জন্যও জানতে দিলে না,আজকে তোমার জন্মদিন ছিলো। কাগজ খুঁজছিলে, ভালো কাগজ না পেয়ে একটা রোল করা কাগজেই যেন তেন একটা কলম দিয়ে লুকিয়ে লুকিয়ে কি যেন লিখলে, কঠিন ভাবে নিষেধ করলে বাসায় যাওয়ার আগ পর্যন্ত যেন না দেখি। আমি এখন আর খুব পরিস্কার করে মনে করতে পারি না...কখন দেখেছিলাম! তবে যখন দেখেছিলাম তখন আর তোমাকে শুভেচ্ছা জানানোর মতো সুযোগ তুমি আমার জন্য রাখনি।

আমি এখন বেলুন ফুলাবো...



মোম জ্বালাবো...



এবং একা একাই কেক কাটবো...



আর ঘর অন্ধকার করে কানে হেডফোন দিয়ে গান শুনবো...





অনেক দূরে থাকলেও অনেক ভালো থেকো সব সময়।

শুভ জন্মদিন।।



শুভ জন্মদিন বন্ধু!

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২৪

'লেনিন' বলেছেন: উভয়দিকেই শুভ কামনা রইলো।

১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:০০

অর্পণ! বলেছেন: উভয় দিক থেকেই ধন্যবাদ প্রদান করা হলো!

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:২৬

অর্পণ! বলেছেন: আপনার ব্লগ দেখে এলাম , প্রায় দেড় বছর পরে পোস্ট দিলেন! কেন দিলেন এতোদিন পর সেটাও পড়ে এলাম।

আপনার পোস্টের ধরণগুলো ভালো লেগেছে, তাই আপনাকে লিংকে নিলাম আশা করি ব্লগিয় সম্পর্কটা ভালোই জমবে ;)
অবশ্য যদি এখানে আমি নিয়মিত থাকি!!

২| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১১

জিসান শা ইকরাম বলেছেন:
শুভ হোক আপনার বন্ধুর জন্মদিন .......

সামুতে স্বাগতম......

শুভকামন......
শুভব্লগিং.....।

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২

অর্পণ! বলেছেন: ওরে বাপস! আপনি তো দারুন এক্খান পোস্ট দিছেন! দেইক্খা চরম মজা পাইছি =p~

হু আমার বন্ধুর পক্ষ থেইক্কা থ্যাংকু :)

৩| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২

মিথী_মারজান বলেছেন: চিরস্হায়ী হোক আপনাদের সুন্দর বন্ধুত্ব।
অনেক অনেক ভাল থাকুন আপনারা দুইজন।
আপনার বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা।:)

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৫

অর্পণ! বলেছেন: চিরস্থায়ী হোক মানে কি!
বন্ধুতো চিরস্থায়ীই , কি বলেন;)

বন্ধুর পক্ষ থেইক্কা থ্যাংকু

প্রোফাইলের ওই কিউট বাবু মানুষটা কি আপনি নাকি? :P

৪| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫০

মিথী_মারজান বলেছেন: বিভিন্ন কারণে কিছু কিছু বন্ধুত্ব চিরস্হায়ী হতে পারে না।
অকালেই নষ্ট হয়ে যায়।
আপনাদের ক্ষেত্রে যেন তেমনটা না হয়,সেজন্যই চিরস্হায়ী শব্দটা ব্যবহার করেছিলাম।

ভাল থাকবেন।
শুভ ব্লগিং।

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:০২

অর্পণ! বলেছেন: আমার বন্ধুটি আর কখনোই আমাকে ছেড়ে যাবে না! সে আরেকপাড়ে চলে গ্যাছে কিছুদিন আগেই! সেখানে থেকেই তার সাথে আমার বেশ ভালোই যোগাযোগ হয়।

বুঝলেন তো কেন সে আমার চিরদিনের বন্ধু 8-|

৫| ১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:০৯

মিথী_মারজান বলেছেন: খুব মন খারাপ লাগল কথাটা জেনে।

যেখানেই থাকুক,খুব ভাল থাকুক আপনার বন্ধু।

১৭ ই জানুয়ারি, ২০১২ রাত ১:১৮

অর্পণ! বলেছেন: মন খারাপ করার কিছু নেই! চলে গেছে বলেই সে রয়ে গ্যাছে ;)

পৃথিবীতে থাকা মানুষগুলোর মতো নোংরা কিট হতে হয়নি যাদের পরিচ্ছন্ন চামড়ার নিচে দগদগে পুঁজ জমে থাকে, পারফিউমের সুবাসে সেই দুর্গন্ধ আমাদের নাকে আসেনা X(

৬| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: "সে আরেকপাড়ে চলে গ্যাছে কিছুদিন আগেই!" - কথাটা জেনে খারাপ লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.