![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভরা বৃষ্টির রাতে আকাশ
নেমে আসে মাটিতে।
নারিকেল গাছটা তবু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে - সবুজ শ্যামলিমা আর সাদা জ্যোৎস্নার ধারায় একদিন সেও মুগ্ধ করবে!
যেদিন থামবে এই শ্রাবণ ধারা,তৃষাতপ্ত মন ব্যাকুল হবে আর কৃষ্ণচূড়াকে আমন্ত্রণ জানাবে সভ্যতা!
সেই কবে থেকে আমি তুমি সকলে এইসব সত্যকে দেখে আসছি! জানিনা তার হিসেব গণনা করেছে কে কবে!
শুধু জানি - আহ্নিক বার্ষিক গতি,দিন আর রাতি সবই চলছে।
তোমার আর আমার এই যে বিরহ মিলন সেও কি রাতের আকাশ আর বৃষ্টিতে থেমে যাবে? নাকি কেউ অপেক্ষায় থাকবে চিরদিন? 'বনলতা সেন' হয়ে!
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
সাকিব আনোয়ার কণক বলেছেন: ভরা বৃষ্টির রাতে চলে যেতে ইচ্ছে করছে ,ধন্যবাদ