নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অরুণ মজুমদার

অরুণ কুমার মজুমদার

ঘাসফুলের জলজবাতাস আমি বয়ে যায় নিরবধি-সুন্দরেরে করি সাথি

অরুণ কুমার মজুমদার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপ্রকৃতি

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

ভরা বৃষ্টির রাতে আকাশ
নেমে আসে মাটিতে।
নারিকেল গাছটা তবু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে - সবুজ শ্যামলিমা আর সাদা জ্যোৎস্নার ধারায় একদিন সেও মুগ্ধ করবে!
যেদিন থামবে এই শ্রাবণ ধারা,তৃষাতপ্ত মন ব্যাকুল হবে আর কৃষ্ণচূড়াকে আমন্ত্রণ জানাবে সভ্যতা!
সেই কবে থেকে আমি তুমি সকলে এইসব সত্যকে দেখে আসছি! জানিনা তার হিসেব গণনা করেছে কে কবে!
শুধু জানি - আহ্নিক বার্ষিক গতি,দিন আর রাতি সবই চলছে।
তোমার আর আমার এই যে বিরহ মিলন সেও কি রাতের আকাশ আর বৃষ্টিতে থেমে যাবে? নাকি কেউ অপেক্ষায় থাকবে চিরদিন? 'বনলতা সেন' হয়ে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর!

ভালো লাগা জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক।

শুভকামনা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: রাতের আকাশ নাকি
আকাশ নেমে আসে মাটিতে
???


স্বল্প পরিসরে খুব সুন্দর করে লিখেছে। অনেক অনেক ভালো লাগা।
+++
আহ্নিকগতি বার্ষিকগতি লাইনটা ভালো লাগে নি।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

অরুণ কুমার মজুমদার বলেছেন: অনেক কৃতজ্ঞতা!

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

অরুণ কুমার মজুমদার বলেছেন: অনেক ভাল লাগলো নিখুঁত পাঠের জন্য। "রাতে আকাশ "।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.