![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ যেদিন এমন করে মেঘেদের ছুটি দেয়
আমিও আজ তেমন করে তোমার কাছে ছুটি চাই
দেবে কি?
সেই শৈশব আর কি আসবে চড়ে তোমার নৌকায়!
ভাসাবে আবার আমাকে তুমি সেই স্বপ্নের ঢেউদোলায়!
জানিনা সেই স্বপ্ন শুধু কেন স্বপ্নই রয়ে যায়।
আকাশ আবার মেঘের পালকে দিল ভর
আমি ছুটলাম বসন্তের গাদা রঙে
তুমিও এগিয়ে........
পলাশের হাতছানি।
আমি ছুটলাম আবার - বৈশাখের লাল কৃষ্ণচূড়ার পাপড়ি - বদলায়
এভাবে সময় বদলে যায়
আমি তাই সময়ের সাথি
এস তুমি এক হই আবার যদি ফিরে আসে সেই নৌকার পাল তোলা দিন!
এবার সমুদ্রে ভাসবে নৌকা
তুমি দাঁড়াবে পাল হাতে
আমি থাকব বৈঠা নিয়ে।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
অরুণ কুমার মজুমদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন আশা করি।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৮
মাহবুবুল আজাদ বলেছেন: আমি ছুটলাম আবার - বৈশাখের লাল কৃষ্ণচূড়ার পাপড়ি - বদলায়
এভাবে সময় বদলে যায়
আমি তাই সময়ের সাথি ।
চমৎকার লিখেছেন ।