নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেমন ইকোনোমিক্স

জীবনটা অনেক কষ্টের অনেক জটিলতার তবু ও চাই মুগ্ধতার সাথে বাচতে চাই শান্তিতে মন খুলে হাসতে

যেমন ইকোনোমিক্স › বিস্তারিত পোস্টঃ

মনের কিছু স্মৃতি

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১২

কেউ আর আগের মত গল্প করে না
কেউ আর বলে না 'কিরে কই তুই?'
কারো জন্য মন আর উদাস হয় না
কারো হাতের গোলাপ আমার খোপায় এসে ঘ্রান ছড়ায় না
কারো sms আমাকে বলে না 'খাটাশ ভালো আছো?'
কারো সে দুষ্ট ডাক আর শুনি না 'ফটিক কি রানছো?'

অন্ধকারে কেউ আর বলে না 'মা মোম জ্বালা'
কারো আদর জড়ানো হাত পিঠে থাপ্পড় দিয়ে বলে না 'কিরে আমাকে ভুলে গেলি?'
কেউ আর হাসতে হাসতে বলে না 'পেপু কি অবস্থা?'
কারো জন্য আর আগের মত মায়া হয় না
কিছু রেখে যাওয়া চিঠি আর কাদায় না
আকাশে মেঘের খেলা দেখে মন আর নেচে উঠে না

ভালোবাসা মাখানো কন্ঠে 'I LOVE YOU' কথাটা শুনি না আর
গান শুনে মনে শিহরন হয় না
অজানাকে জানার জন্য হন্যে হয়ে বেড়াই না

এখন শুধু এক মনে কাজ করি আর ভাবি
সে দিনগুলি কি তবে এভাবেই হারানোর ছিলো?
কোথায় গেলো সে আড্ডা বাজি?
কোথায় রয়ে গেলো সে মুখের বুলি?
হাসি হাসি সে মুখ গুলো কেন হয়ে গেলো নীরব?
যা ছাই ! কি সব মনে আসে
তবু ও যে ভালো লাগে

যখন ভাবি আমি আগে কেমন অদ্ভুত ছিলাম
কারো জন্য অপেক্ষা করার সময় ছিলো না
শুধু ছিলো দুরন্ত পথে হেটে যাওয়া
অবাস্তবকে বাস্তব করার স্বপ্ন গুলো সব হাড়িয়ে গেলো।

আরে এখন যেভাবে আছি সেটাই না বাস্তব
কেন এর থেকে পিছের কথা ভাবছি আর মরে যাচ্ছি?
মনটা কি তবে বুড়িয়ে গেলো?
এত তড়াতাড়ি !

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.