নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I know my writing sucks. I know my creation is Stupid as fuck. But, that\'s a good thing, \'cause it\'s the only thing am good at ( being a shitty writer ).

যায়েদ আল হাসান

বিছানায় শুয়ে,টেবিলে বা মেঝেতে বসে,ডায়েরীতে যেটা লেখেন, সেটা নিজের জন্য ইচ্ছেমত লেখা। যখনই অন্যকে দেখাতে যাবেন,সেটা অন্যের জন্য লেখা, যেক্ষেত্রে অন্যের রুচিটাকে প্রাধান্য দিতে হয়।

যায়েদ আল হাসান › বিস্তারিত পোস্টঃ

সবজান্তার ঝুলি ও দুর্ভিক্ষজীবী

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৬

- বুঝেছো তো? আমি ঘটনা নির্ভর পাঠক, চরিত্রে আমার যায় আসে না। একটা মানুষকে বাঘ কচকচ্ করে চিবিয়ে খেলো-এটা আমার কাছে নেহাৎ প্রাকৃতিক নিয়ম-মৃত্যুদৃশ্য। যে মরলো সে ব্যাটার আকার-দর্শন-আচার জানতে আমার আগ্রহ নেই মোটেও।

- তাই বটে! আচ্ছা স্যার, আজ উঠি-একটু কাজ আছে।

- বেকারের আবার কাজ কিসের? ও,বুঝেছি- কঠিন সাহিত্যকষ তোমার হজম হচ্ছে না। তা বলো-কীসে রস পাও তুমি? বিজ্ঞান-দর্শন-ধর্মতত্ব?

- মহামারী কোন তত্ব?

- বেশ বুঝেছি! অর্থশাস্ত্রেই তোমার রুচি!

- কেনো কেনো?

- মহামারীর এক বছর মানুষ রোগে পড়ে মরে -পরের দশ বছর না খেতে পেয়ে যায় পরপারে ।

- আরে কী সর্বনাশ! স্যার, আামি কি তাহলে চাকরি না পেয়ে -মরবো হঠাৎ বেকার হয়ে ?

- সেটা অবশ্য মহামারী না হলেও হতো। তা যা বলছিলাম- আগামী দশ বছর যদি ভাগ্যের দয়ায় বাঁচতে পারো- কতো অদ্ভুত কাণ্ড দেখবে--

- স্যার আপনি সরকারি চাকুরী-ওয়ালা, আপনি পারবেন। আমি বেঘোরে মারা পড়বো।

- তা যা বলেছ- আলবাত খাঁটি। তা মরবার আগে দু'চার জ্ঞানামৃত শুনেই মরো। রাতের খাবারটা একসঙ্গে খাবো।

- বলে ধন্য করুন স্যার!

- শোনো তাহলে- কতো লোক চাকরি খোয়াবে-কত বেকার বখে যাবে-মাস্তানময় হবে দেশটা। সুপার জায়ান্ট কোম্পানি গুলো দ্রুম দ্রুম করে ধ্বসে পড়বে।

- কোথায়?

- কর্তাদের মাথায়।

- তা বটে! ভেবেছিলাম আমার ঘাড়ে।

- মন্দ হতোনা তেমনটি হলে। তা শুনে যাও- শ্রেণী বৈষম্য প্রকাণ্ড মূর্তি ধারণ করেই মূহুর্তে স্তব্ধ হয়ে যাবে, নিম্ন-মধ্য-উচ্চবিত্ত সবাই রাস্তায় নেমে একটা জগাখিচুড়ি পাকাবে - যত রাজ্যের রাজারা ভেসে যাবে খিচুড়িবন্যায়।

- কী ভয়ংকর! ফের গণঅভ্যুত্থান!

- তবে বন-জঙ্গল-নদী-সাগর আর বেবাক উদ্ভিদ-প্রাণীদের ওপর যে অত্যাচার চলেছে, তার একটা প্রতিশোধ হবে।

- ইকোলজিকাল ব্যালেন্স! তবে স্যার যাই বলুন, সুন্দর একটা পৃথিবীর সূচনা হবে- বাজি ধরতে পারি। আবার আগের দিনের মতো বৃষ্টি হবে-গাছপালা বেড়ে জঙ্গল হবে- পাখির চেঁচামেচিতে ঝালাপালা হবে কানটা- নতুন আকাশে জ্বলজ্বল করবে চাঁদটা-


- হ্যা হ্যা, তা বলেছ বেশ, তবে সেদিন আসতে ঢেড় দেরী - তার আগেই তোমরা মরবে না খেয়ে! যাকে বলে-মরে শেষ।

- তাই বুঝি? মানুষ দু'চার হপ্তা শুধু পানি খেয়েই চলে- ভারতের কোন এক জাতি সেটা উৎসব করে - সোজা কথায় ওয়াটার ফাস্ট যাকে বলে।

- খাসা উপায়! দিনে একবেলা খেয়ে - উপোসের অভ্যাস করো। অবশ্য আমাকেও সেটা করতে হবে মাস কয়েক। লিভার-ধমনী-পাকস্থলী- সব কিছু ফ্যাট জমে একাকার।


হোক বা না হোক- যদি অর্থনৈতিক মন্দার চূড়ান্ত হয়ে দুর্ভিক্ষ হয়ে সামাজিক বিশৃঙ্খলা চরমে ওঠে? তাহলে কী হবে?


কি আর হবে? হয়তোবা গরীব দেশের মানুষ কষ্টে মরবে। তাতে কী? সবাই যদি দিন কাটায় মহানন্দে - আর আমি হতভাগা বিছানায় শুয়ে মরার জন্য দিন গুনছি- কেমন মজা হবে?


আর চারপাশে যদি তাকিয়ে দেখি সবাই মহাকষ্টে- তখন যদি ডাক্তারবাবু এসে আমায় বলেন - "আর বেশী দিন নেইকো বাপু - হয়েছে ব্লাড ক্যানসার- আছো বড়জোড় মাস তিনেক"


- " দূর ছাই মাস তিনেক - করবোটা কি এদ্দিন ধরে এই পচা পৃথিবী তে? জলদি যাবার উপায় থাকলে বাতলে দিন- চট্ জলদি।"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৬

রাজীব নুর বলেছেন: আর একটু সুন্দর করে, গুছিয়ে লেখা কি সম্ভব?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:২৩

যায়েদ আল হাসান বলেছেন: পরামর্শের জন্য হয়েছি ব্যাগ্র-করছি অপেক্ষা-'আসবে কখন?'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.