![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাজ রমজান মাস। সেদিনও রমজান মাস ছিল।।
অাজ অামি অাছি। সেদিনও অামি ছিলাম।।
অাজ সে নেই। কিন্তু সেদিন সে ছিল।।
অাজ সন্ধ্যা হয়েছে। সেদিনও সন্ধ্যা হয়েছিল।।
অাজ সেদিনকে খুব খুব মিস করি। সেদিন সেদিনকে মিস করার কোনো কারণই ছিল না।।
অাজ তাহাকে খুব খুব মিস করি। সেদিনও তাহাকে মিস করতাম।।
অাজ সেইসব স্মৃতিকে খুব মিস করি। সেদিন সেইসব স্মৃতির সৃষ্টি হয়নি।।
অাজ তাহাকে বড্ড ভালবাসি। সেদিনও তাহাকে খুব ভালবাসতাম।।
অাজ তাহার অপেক্ষায় অাছি। সেদিন তাহার সাথেই ছিলাম।।
২| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৩
শতদ্রু নীল বলেছেন: সময় পরিবর্তনশীল স্বাভাবিক ।। না, এই রমজান অার ২ বছর অাগের রমজান।।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৩
সুলতানা রহমান বলেছেন: এই রমজান আর আগের রমজান? মাঝখানে এক বছরে একটু তো পরিবর্তন হয়। মাঝে মাঝে পুরোই পরিবর্তন হয়।