![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পুত্র,
আশা করি ভালো আছ। বিশ্ববিদ্যালয়ের হলে থাকো, মোবাইলে কথা হয়। চায়ের টেবিলে বসে যদি বলো পড়ার টেবিলে বোঝার উপায় নেই। তুমি এখন স্বাধীন। ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’। বাবা হিসেবে অর্থের যোগান দেয়া ছাড়া আমার আর কিছু করার নেই। মনে রাখবে পথ কেউ কোনদিন কাউকে করে দেয় না সেটা নিজের করে নিতে হয়। ‘ভাগ্যের লেখা করা যায় না খন্ডন’, তবে মানব সৃষ্ট দুর্ভাগ্যে যে পতিত হয়, তাকে আমি ঘৃণা করি। প্রেমে কখনও অন্ধ হবে না, সেটা বাবা-মায়ের ক্ষেত্রে হোক কিংবা প্রেমিকার ক্ষেত্রে হোক। যাদের কপাল মন্দ তারা চোখ থাকতে অন্ধ হয়। বাংলা সিনেমার মত এক মিনিটের মধ্যে প্রেম শুরু করাকে ঝাঁটা পিটা করি। সাময়িক জামা-প্যান্ট কিনতে যদি যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয় সে ক্ষেত্রে জীবনসঙ্গীকে নির্বাচনের বিষয়টা তোমার বুদ্ধিমত্তার উপর ছেড়ে দিলাম। পশুরা পোশাক পরে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিগম্বর থাকে। মানুষ সৃষ্টির সেরা জীব, এর অন্যতম কারণ তারা রান্না করা খাবার খায় এবং পোশাক পরিধান করে। অতিরিক্ত ভোজন এবং দৃষ্টি নন্দন নয়, এমন পোশাক মানুষের অসামাজিকতার পরিচয় বহন করে। অসামাজিক মানুষ আর পশুর মধ্যে পার্থক্য সামান্য। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সুকুমার বৃত্তির পরিচয় থাকা দরকার। যুগের তালে নয় মনুষ্যত্ব বোধের তালে নিজেকে পরিচালনা করবে। আল্লাহ তোমার সহায় হোক।
ইতি
তোমার বাবা।
সংগৃহীত
©somewhere in net ltd.