নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের ক্যানভাসে...

শতদ্রু নীল

শতদ্রু নীল › বিস্তারিত পোস্টঃ

তুমি আর আমি

১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

অনেক সময় শান্তির খোঁজে মানুষ সারা পথ উজার করেও, শান্তি পায় না। আর আমি সেই শান্তি খুঁজে পেয়েছি তোমাতে, তাই চাই না এই শান্তি হারাতে।

পৃথিবী জুড়ে সততার বুলি আওড়ানোর মতো লোক অসংখ্যা পাওয়া যায়, কিন্তু আসলেই কি সৎ মানুষের সংখ্যা এতো বেশি!! বরঞ্চ বাস্তবে হিসাবটা ভিন্ন, সততার বুলি আওড়ালেও সবাই সৎ না। আমিও সৎ না, কারণে অকারণে নিজের সততা দেখাতে পারি নাই। তারপরও আমি চাই, আমি কোনো মানুষের কাছে নিজের সততা প্রকাশ করি। সেই মানুষটা আর কেউ না, তুমি। আর সেই তোমার কাছে আমি আমার সততার প্রমাণ দিয়ে নিজের মনকে প্রশান্তি দিতে পারি।

বিশ্বাস মানে হলো আস্থা, ভরসা। এই বিশ্বাস, আস্থা কিংবা ভরসা ছাড়া জীবনের চলা মুশকিল। আমার প্রতি তোমার বিশ্বাস কিংবা ভরসা বাস্তবিক অর্থে কতটুকু সেটা তুমি ভালো বলতে পারবে। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার প্রতি তোমার বিশ্বাস, আস্থা এবং ভরসা কোনটাই হারাতে চাই না। আর তোমার প্রতি আমার বিশ্বাস, আস্থা এবং ভরসা কোনটারই কমতে নেই। আশা করি এই বিশ্বাস আর আস্থা নিয়ে আমরা আামাদের স্বপ্নের জীবন কাটিয়ে দিতে পারবো।

বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসা তোমার প্রতি কতোটা কাজ করে তা প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শুধু বলতে চাই, ভালোবাসি তোমাকে আর আমৃত্যূ ভালোবাসতে চাই।

সম্পর্ক জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর একটি। আমাদের এই সম্পর্ক গড়ে তোলার সম্পূর্ণ অবদান তোমার, যার জন্য তোমার কাছে চিরকৃতজ্ঞ। অনেক ত্যাগ-তীক্ষিকা করে আমাদের এই সম্পর্ক। ভালোবাসা দিয়ে জয় করতে চাই সকল বাঁধা। তাই জীবনের শত বাঁধা বিপর্যয় কাটিয়ে এটিকে টিকিয়ে রাখা আমার দায়িত্ব। সম্পর্ক যাতে আরো সুন্দর হয় এবং আমাদের জীবনের প্রতিটি দিনকে আরো সুন্দরময় করে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।

প্রতিটা মানুষের জীবনে শখ থাকেই, তোমারও তেমন আছে। আমি জানি আমি খারাপ কাজ করেছি তোমার শখ পূরণের বাধাঁ দিয়ে, আমাকে ক্ষমা করে দিয়ো অনুগ্রহ করে। এর শখ না পূরণের শাস্তি দিও এই অধমকে। অনুগ্রহ করে ঐ বিষয় বাদে তোমার শখ পূরণের সর্বোচ্চ চেষ্টা করবো।

পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে তোমাকে অগ্রধিকার দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেক সময় ব্যর্থ হয়েছি। অগ্রাধিকার পাওয়া তোমার অধিকার, তাই বর্তমানে এবং আগামীতে এই অধিকার প্রাপ্তির সর্বোচ্চ প্রচেষ্টা আমার থাকবে।

চাই না কখনো দুঃখ দিতে কিন্তু তারপরও আমি বারবার দুঃখিত বলতে চাই। কারণ-অকারণে দুঃখিত কিংবা সরি বলতে চাই। তোমার কাছে আমার দুঃখ প্রকাশে আমার লাজ-লজ্জার কিছু নেই।

তোমার প্রতি আমার দায়িত্ব বা রেস্পন্সিবিলিটি পালনে কোনো কমতি রাখতে চাই না। আমার জীবনের শ্বাস-প্রশ্বাসের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার প্রতি আমি আমার দায়িত্ব পালন করে যেতে চাই।

আমি আমার জীবনের সবকিছু দিয়ে তোমাকে আঁকড়ে রাখতে চাই। ফলাফলের দিকে না তাকিয়ে আমার সর্বোচ্চ দিতে চাই। যদি এক হতে পারি তবে আল্লাহর কাছে শুকরিয়া আর কৃতজ্ঞতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.