নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনতে ভালবাসি কিন্তু গান গাইলে সবাই পালায়। প্রেম করি কিন্তু প্রেমিকা নাই। লেখালেখি করি কিন্তু পাঠক নাই। আমি আছি কিন্তু কেউ নাই...

আসিফ বিন হোসেন

পনেরো হাজার পৃষ্ঠার একটা উপন্যাস লিখব! সেই উপন্যাসে তার নাম কোটিবার থাকবে! সেই উপন্যাসের নায়ক আমি আর নায়িকা সে!

আসিফ বিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

সে আমার সেই "তুমি"

০৯ ই মে, ২০১৬ রাত ৮:০৮

ঢাকায় কৃষ্ণচূড়া গাছের অভাব নেই। লাল পাপড়ি গুলো যখন শুকিয়ে যায়, হালকা লালচে হলুদ হয়ে যায়। তখন হালকা বাতাসেই ঝরে পড়ে। রাস্তা গুলো ওই লালচে হলুদ পাতায় ভরে যায়। কাউকে কখনও কুড়োতে দেখিনি। আমার কুড়োতে ইচ্ছে করে। কিন্তু আমার মতো দামড়া একটা ছেলে রাস্তায় রাস্তায় কৃষ্ণচূড়া ফুল কুড়োচ্ছে, এটা হয়তো মানাবে না। লজ্জা করে।

যার জন্য কুড়োবো সে হয়তো নিবে না। কৃষ্ণচূড়া ফুলের মালা কোনও মেয়ে মাথায় পরে না। কিন্তু যে মেয়েটা কৃষ্ণচূড়া ফুলের মালা মাথায় পরতে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সে হয়তো বনলতা সেন না, সে নীলিমা কিংবা নীলাঞ্জনাও না। সে আমার সেই "তুমি"...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫২

দিনাজপুরিয়া বলেছেন: বাহ্ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.