নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার খাতা

আশিক ফয়সাল

আশিক ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

ও জোনাকি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

ও জোনাকি
আশিক ফয়সাল ।

ও জোনাকি বলছি তোমায়
একটুখানি শোনো
রাতের বেলা বাইরে থাকো
ভয় লাগে না কোনো ?

নিজের আলোয় নিজেই চলো
ধার ধারোনা কারো
রাতের বেলা ভূত থাকে যে
ভয় লাগে না তারও ?

অবাক হয়ে দেখি আমি
সাহস তোমার কতো
রাত না হতেই পেয়ে বসে
আমায় ভয়ে যতো ।

ভূতের কথা বাদই দিলাম
কিন্তু যদি ধরো
ঝম ঝমা ঝম বৃষ্টি নামে
তখন কিবা করো ? 

আমার আবার সর্দি ভীষণ
ভিজলে আসে জ্বরও
বৃষ্টি হলে ভেজো নাকি
পাতার জামা পরো?

শীতের রাতে যখন সবার
শরীর কাঁপো কাঁপো
আমার মতো গরম কাপড়
তুমি গায়ে চাপো ?  

অতো শীতেও রাতে তুমি
বাইরে কেনো  থাকো
খোলা হাওয়ায় উড়ে বেড়াও
ঠান্ডা লাগে নাকো ?

তুমি কতো মুক্ত স্বাধীন
মানোই বা না মানো।
মানুষ তবু বন্দি আমি
সেকি তুমি জানো ?

আমি যদি হতাম কভু
স্বাধীন তোমার মতো
কোনো বাঁধাই থাকতো না আর
কত্ত মজা হতো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। জোঁনাক পোকার সাথে সুন্দর আলাপ। খুব ভাল লেগেছে।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: সুর দিলে সুন্দর গান হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.