নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার খাতা

আশিক ফয়সাল

আশিক ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

কল্পলোক

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

একলা বসে ছিলাম যখন
মুখটা করে কালো
কল্পলোকের বন্ধুরা সব
আসলো নিয়ে আলো।
মিষ্টি হেসে বললো তারা
কি হয়েছে বলো
মন থেকে সব কষ্ট ফেলে
কল্পলোকে চলো।
দেখবে সেথায় কত্ত মজা
ইচ্ছা খুশি খেলা
বৃষ্টি হয়ে ঝরবে হাসি
কাটবে সারা বেলা ।

চাইলে পাবে প্রজাপতির
রঙিন জোড়া ডানা
কিচিরমিচির ডাকতে থাকা
হরেক পাখির ছানা ।
ইচ্ছে খুশি নাচবে তুমি
খেলবে তাদের সাথে
চাইলে ছুঁতে পারবে তুমি
রংধনু নিজ হাতে ।
বলবে কথা চাঁদের সাথে
উড়বে হয়ে পরী
ইচ্ছে হলে সারা গায়ে
মাখবে তাঁরার জরি ।

মেঘের ফাঁকে লুকোচুরি
খেলবে যত খুশি
তোমার খেলার সঙ্গী হবে
সবুজ ফুলটুসি ।
ইচ্ছে যা যা মিলবে সবই
ভরবে তোমার মনো
ইচ্ছে খুশির কল্পলোকে
কষ্ট নেই কোনো
থাকতে সবই মিছেই তুমি
মুখ করেছো কালো
একটাবার যেয়েই দেখো
লাগবে কতো ভালো ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: আজ জুম্মাবার।
নামাজ পড়তে যাবেন না?

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: আজ জুম্মাবার।
নামাজ পড়তে যাবেন না?

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.