নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার খাতা

আশিক ফয়সাল

আশিক ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

বাধ্য ছেলে

২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৯

বাধ্য ছেলে
আশিক ফয়সাল ।

বাজার থেকে আনলো বাবা
গোল্লা মিঠাই ডজন খানা
ঘরে নাকি আসবে কুটুম
আমায় খেতে করলো মানা ।
আমিও খুব বাধ্য ছেলে
বাবার কথা খুব যে শুনি
একটা দুটো খাই যদিও
কিবা এমন বকবে উনি ?

খেয়ে দেখি দুটো আগে
পরে যা হয় দেখা যাবে
একটু বাবা বকলে বকুক
পেট তো আমার শান্তি পাবে !
কিন্তু দুটোয় মন ভরে না
আরো দুটো খেতেই পারি
বারো থেকে চারটা খেলে
কি আর এমন হবে ভারি ?

কজনই বা আসবে কুটুম
আটটা মিঠাই আছে আরো
তাই বুঝি মন বলছে শুধু
আরো দুটো খেতে পারো ।
চোখ বুজে তাই খেলাম দুটো
থাকলো মিঠাই গোটা ছটা
আরো দুটো খেয়ে নিলাম
কুটুমরাই বা খাবে কটা ?

ডজন খানা মিঠাই থেকে
চারটা মিঠাই রইলো বাকি
চারটা মিঠাই দিলে ওদের
ভালো দেখাই মোটেও তা কি?
তার থেকে সব খেয়েই ফেলি
বাবা কিনে আনবে আবার
আমিও খুব বাধ্য ছেলে
আর খাবো না ওদের খাবার ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.