|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
জীবনের শুরুতেই হোঁচট খান।
* মাত্র ৫ বছর বয়সে বাবাকে হারান।
*স্কুল ছেড়ে দেন ১৬ বছর বয়সে।
*১৭ বছর বয়সে মোট  ৪বার চাকরি হারান।
*১৮ বছর বয়সে বিয়ে করেন ।
*১৯ বছর বয়সে বাবা হন।
*২০ বছর বয়সে স্ত্রী তার সন্তান কে নিয়ে তাকে ছেড়ে চলে যায়।
* সেনাবাহিনীতে যোগদান করে সেখানেও ব্যর্থ হন।
*ইন্সুরেন্স কোম্পানিতে ঢুকেন কিন্তু সেখানেও সফল হননি।
*নিজের মেয়েকে অপহরণ করার চেষ্টা করেন সেখানেও ব্যর্থ।
*তারপর যোগদেন রেললাইনের কণ্ডাকটর হিসেবে সেখানেও অসফল তিনি।
* এক ক্যাফেতে রাঁধুনি হিসেবে যোগ দেন এবং ৬৫ বছর বয়সে অবসর নেন।
*সরকারের কাছ থেকে অবসর ভাতা হিসেবে ১০৫ ডলার পান।
 জীবনের শেষ মুহুর্তে এসে চিন্তা করা শুরু করলেন জীবনে তার কি অর্জন হো্ল?
*আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন কিন্তু হঠাত করে মনে হোল জীবনে আরো কিছু করার বাকি রয়েছে।
*৮৭ ডলার দিয়ে কিছু মুরগী কিনে নিজের রেসিপিতে ফ্রাই করেন এবং প্রতিবেশীদের দ্বারে দ্বারে বিক্রি করেন সেগুলো।
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN(KFC) এর।
এতক্ষন যার কথা বললাম,তিনি আর কেউ নন কে এফ সির প্রতিষ্ঠাতা Colonel Harland David Sanders.
৮৮ বছর বয়সে হয়ে যান বিলোনিয়ার এবং স্মরণীয় হয়ে আছেন।তাই হতাশ হওয়ার কিছু নেই বিশ্বাস রাখতে হবে বুকের ভিতর। অদম্য প্রত্যয়ে এগিয়ে যেতে হবে । তাহলেই সফলতা ধরা দেবে কোনো না কোনো সময়।
থাকুন আমার সাথে,লাইক দিন আমার ফেসবুক পেইজে
  
  
  
  
 ১৩ টি
    	১৩ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪০
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪০
এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: tnx dada
২|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:০০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:০০
সাদা মনের মানুষ বলেছেন: কেএফসির প্রতিষ্ঠাতার ইতিহাসটা জানা ছিলোনা, জেনে ভালো লাগলো, ধন্যবাদ
৩|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:০৬
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:০৬
রক্তিম দিগন্ত বলেছেন: 
অজানা কথা জানলাম। আরেকটা অনুপ্রেরণার গল্প।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৫
এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
৪|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:৪২
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:৪২
শায়মা বলেছেন: হাল না ছাড়াই সাফল্যের কারন কিন্তু অনেকেই হাল ছেড়ে দেয়।
৫|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:২৫
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:২৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৫
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৫
এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৬
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৬
এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
৬|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৪৩
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মোট কথা জীবনের শেষ সময়েও হতাশ হওয়া চলবে না ।
৭|  ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:৫১
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:৫১
প্রামানিক বলেছেন: কেএফসির ইতিহাসটা জানা ছিলোনা, জেনে খুব ভালো লাগল।
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৬
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৬
এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৭
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:৪৭
এস এম আশিকুজ্জামান আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:০০
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:০০
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ ব্যাপার