![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
জীবন মানে সুখের আশায় পথ চেয়ে বসে থাকা
সত্যকে লুকিয়ে
মিথ্যার চাদরে মুখ ঢেকে অভিনয় করে চলা
বিবর্ণ এই পৃথিবী তবুও রঙিন স্বপ্ন দেখা
কেউ কারো নয় অথচ নিবিড় করে পাওয়ার আকাঙ্খা।
ব্যর্থতায় বিধস্ত মন, অসীম শূন্যতা বুকে
ভীরু কন্ঠে মৃত্যুকে ডেকে ফেরা, তবুও দুরাশা
ধরা নাহি দিতে চাওয়া।
তাহলে জীবন তুমি কি?
পৃথিবীর কারগারে আবদ্ধ থেকে জানলাম
জীবন তুমি কিছুই না;
শুধু দীর্ঘশ্বাস বুকে নিয়ে ক্ষণকালের এক বিরক্তিকর ভ্রমণ।
২| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২৭
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
৩| ২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
কামরুন নাহার বীথি বলেছেন: এত হতাশার কবিতা কেন ভাই!!
৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:০১
মো: আশিকুজ্জামান বলেছেন: আপা প্রায় দশ বছর আগে লিখেছিলাম। তখন হতাশার মধ্যেই ছিলাম। কবিতা শুধূ কপি পেষ্ট করি আর কি।
৫| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০১
প্রামানিক বলেছেন: যদিও হতাশার কবিতা তবুও দারুণ। ধন্যবাদ
৬| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৫
মো: আশিকুজ্জামান বলেছেন: প্রামািনক ভাই আপনার কাছে ভালো লেগেছে জেনে আমারও ভালোলাগল।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৯
বুরহানউদ্দীন শামস বলেছেন: অনেক ভাল লেগেছে,
ভালও থাকবেন।