![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধনী মেহেরপুর জেলার গাংনী থানার সিন্দুর কৌটা গ্রামে।
এক গোধূলী বেলায় নিবিড় মগ্নতায়
একদিন খুঁজেছিলাম তোমাকে মাথাভাঙ্গা নদীর তীরে,
বহুদিন পরে খুঁজে পেলাম আমি সেই তোমাকে
ইট-কাঠ-পাথরের এই নিষ্প্রাণ শহরে।
মেঘের ঘোমটা তুলে
অপলক এক চাঁদ যেন জোছ্না ঢালছো।
সেই জোছ্নায় হৃদয়ের পান্ডুলিপি খুলে দেখি
তোমারই এক রাঙা ছবি
লুকিয়ে আছে আমার গোপন কুঠরিতে।
মায়াবী হরিণীর মতো
এক চঞ্চল আঁখি তুলে যেন আমার দিকে তাকিয়ে আছো
এক ভালোবাসার আবেগে।
তারা ভরা আকাশের গায়ে চাঁদ যেমন করে
তার আকাঙ্খার স্থান খুঁজে নেয়
তেম্নি করে
আমার মনের গভীওে তুমি নিয়েছো জায়গা করে।
আর আমার হতাশ প্রাণে
এনে দিয়েছো এক অফুরন্ত শক্তি;
তাই এলোমেলো আঁধারে
পথ চিনতে সাথী করে নিয়েছি তোমাকে।
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪০
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা!
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪১
মো: আশিকুজ্জামান বলেছেন: ভালথাকবেন শুভকামনা রইল।
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: ভাল লাগল
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২
মো: আশিকুজ্জামান বলেছেন: ধন্যবাদ।
৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১১
কামরুন নাহার বীথি বলেছেন: তারা ভরা আকাশের গায়ে চাঁদ যেমন করে
তার আকাঙ্খার স্থান খুঁজে নেয়
তেম্নি করে
আমার মনের গভীওে তুমি নিয়েছো জায়গা করে। ----------
দারুন কথামালায় সাজিয়েছেন আপনার কবিতা!!
ভাললাগা রেখে গেলাম!!
১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪
মো: আশিকুজ্জামান বলেছেন: আপা আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
৫| ১৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ ভাই আশিকুজ্জামান।
৬| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২
মো: আশিকুজ্জামান বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
শাহরিয়ার সনেট বলেছেন: সুন্দর হইছে