![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারিধারায় বাড়ী নাই
গুলশানেও জমি নাই,
ব্যাংকে মোটা টাকা নাই,
দ্রুততম গাড়ী নাই,
আছে উজার করা ভালবাসা বুকেরই ভিতর
(যার কোন মূল্য নাই)
দিতে পারি আমি তাই....
২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ক্ষেত্র বিশেষে ভালোবাসার সত্যিই কোন মূল্য নাই।
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১০
আশরাফ মাহমূদ বলেছেন: হমমমম,
৩| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭
মরণের আগে বলেছেন: যার কোন মূল্য নাই
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১১
আশরাফ মাহমূদ বলেছেন:
৪| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫২
এম. এ. হায়দার বলেছেন: এটা তো আপনার লেখা নয়। সেটা উল্লেখ করে দেওয়া প্রয়োজন ছিল...
১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৯
আশরাফ মাহমূদ বলেছেন: হমম, এটা একটা গান, আমার লেখা নয়.....
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫০
আরজু মুন জারিন বলেছেন: বারিধারায় বাড়ী নাই
গুলশানেও জমি নাই,
ব্যাংকে মোটা টাকা নাই,
দ্রুততম গাড়ী নাই,
আমার ও নাই। ..তাতে কি হয়েছে ? ভিখারী হয়ে গেলাম কি তাতে ?
আছে উজার করা ভালবাসা বুকেরই ভিতর
(যার মূল্য অবশ্যই আছে )
দিতে পারি আমি তাই...
ভাল লেগেছে কবিতা তবে হাহাকার নয়। শুভেচ্ছা অনেক অনেক কবিকে এবং কবিতায়। ভাল থাকবেন।