![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুদিন আগে কলেজ যাওয়ার পথে,
এক বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছেন স্কুলে বয়স হবে প্রায় ৬ বছর। হঠাৎ একটি ট্রাক পাশ দিয়ে গেল তা দেখে বাবা তার সন্তানের নাক মুখ এমনভাবে চেপে ধরলেন যাতে তার ছেলেটি ধুলো থেকে সুরক্ষিত থাকে। প্রত্যেক বাবা মা ই তার সন্তানকে এমনভাবেই আগলে রাখেন যেন তার ছেলে বা মেয়েটি সবসময় সুরক্ষিত থাকে। প্রয়োজন হলে প্রাণ দিয়ে দিবে কিন্তু সন্তানের ক্ষতি হতে দিবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ঐ সন্তানটির মনে জাগল ভালোবাসার অনুভূতি। কিছু ছেলে বা মেয়ে তার ভালোবাসার অনুভূতি ব্যক্ত করার জন্য সবসময় পিছু লেগে থাকে। তার প্রিয় ব্যক্তিটির জন্য সে নির্লজ্জ হয়ে যায়। মূলত এরা অসভ্য, সভ্যতাবোধ থাকলে এরা কখনো এরকমটি করতে পারত না। যদি প্রিয় মানুষটি অন্য কাউকে ভালোবাসে তাহলে করে আত্মহত্যা। আর যারা তার প্রিয় মানুষটিকে পেতে বাবা মাকে ছেড়ে চলে যায় তারা নিকৃষ্ট, বিকৃত মস্তিষ্কের অধিকারী। এরা কি ভুলে যায় তার জন্য বাবা মা কতটা কষ্ট করেছে? না, এরা তখন অন্ধ হয়ে যায়? তারা মনে করে যে তার প্রেমিক/প্রেমিকারাই সব। কিন্তু মূলত এরা কেউ নয়। পিতা মাতাকে সম্মান দিন হয়তোবা তাঁরা আপনার কাছ থেকে শুধু সম্মান পাওয়ারই আশা করে আর কিছু নয়।
©somewhere in net ltd.