![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা আর মুক্তি সত্য কথায় থাকুক যুক্তি । এটা আমার প্রেরনা ।
৭১ টিভি আর ইন্ডিপেনডেন্ট টিভি তে খবর দেখাচ্ছে । অতি রূপবতী এক সংবাদ পাঠিকা সংবাদ বমি করছেন। বিষয়বস্তু হল রনি গ্রেফতার হওয়ার পর তার নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মীরা মিছিল করেছে । ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীও আওয়ামীলীগ আনন্দমিছিল করে এবং মিষ্টি বিতরন করে । দেখা যাছে একজন আরেক জন কে মিষ্টি মুখে তুলে দিচ্ছে । সাদা দাঁত বের করে তারা কামড় দিচ্ছে । মজার ব্যাপার হল যারা মিছিল বের করেছে আর মিষ্টি খাচ্ছে তাদের সবার মাথাতে টুপি । কি হাস্যকর । রমজান মাস । সবাই রোযা আছে । এর মধ্যে একজন মানুষকে ধরে নিয়ে গেলো । তাতে এই লোকগুলা রোযার দিনে বিকাল ৪ টার সময় মিষ্টি খেয়ে মিছিল করছে । ৭১ আর ইন্ডিপেনডেন্ট তা সংবাদ শিরোনাম করে দেখাচ্ছে । হা সেলুকাস চুতিয়াগিরির একটা সীমা আছে । এই হলুদ সাংবাদিকদের এখন চুতিয়া গালি দিলেও বাস্তব চুতিয়ারা লজ্জা পাবে ।
( লেখাটি শুধু মাত্র হলুদ সাংবাদিকদের ক্ষেত্রে প্রযোজ্য । )
©somewhere in net ltd.