![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রচলিত ওয়ার্ল্ড ম্যাপ এর দেশগুলোর আকৃতি নিয়ে গোলমালের কথা প্রথম আমি জানতে পারি ফেসবুকের একটা ভিডিও দেখে । ভিডিওটা তেমন পাত্তা দেইনি, পরে ভুলেও গেছি । আমার পড়ার টেবিল টা জুড়ে একটা ওয়ার্ল্ড ম্যাপ ট্রানস্পরেন্ট ক্লোথ দিয়ে মোড়ানো । দুপুরে খেতে বসে হঠাৎ চোখ গেল গ্রীনল্যান্ডের দিকে। কি বিশাল ! আমাদের প্রতিবেশী দেশ ভারতের থেকে অন্তত তিন-চার গুণ বড় তো হবেই । কিন্তু গ্রীনল্যান্ডের নামের পাশে তার আয়তন দেখে হঠাৎ চমকে গেলাম ।মাত্র প্রায় ২১ লক্ষ বর্গ কিলোমিটার। যেখানে আমরা সবাই জানি ভারতের আয়তন ৩২ লক্ষ বর্গ কিলোমিটার এর থেকেও বেশি। সাথে সাথে আমার পূর্বে দেখা ভিডিওটার কথা মনে পড়লো। তারপর চোখ দিলাম কানাডার ওপর। আসলেই সেটা দেখে মনে হচ্ছে পুরো আফ্রিকা মহাদেশের সমান বা বড়! ধীরে ধীরে রাশিয়া, অ্যান্টার্কটিকা , ইউ এস এ সবগুলো দেশের আকৃতি যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সেটা সহজেই বোঝা যাচ্ছিল। তখন ব্যাপারটা আমার কাছে খুব মজাদার ঠেকলো। গুগল করার পর বুঝতে পারলাম আমাদের প্রচলিত বিশ্ব মানচিত্রের মধ্যে আসলে ই সমস্যা আছে । কারণ হিসেবে কিছু বোরিং টেকনিক্যাল কথাবার্তা দেওয়া আছে যেগুলো খুব বেশি মনোযোগ দিয়ে পড়ে বোঝার ধৈর্য আমার নেই। কি একটা Mercator projection ইস্যু। যতটুকু আমি নিজেকে বোঝালাম তা হল, বিষুবরেখার আশেপাশে দেশগুলোর আকৃতি ঠিক আছে যত উত্তর বা দক্ষিণ মেরুর দিকে গেছে কোন একটা কারণে দেশগুলো আকৃতি বিশাল হিসেবে ধরা দিয়েছে ।
কিন্তু একটা ব্যাপার ভেবে আমি একটু আপসেট যে, আমরা ভুলটাই সারা জীবন ধরে দেখতেছি, এমন কি গুগল ম্যাপে ও দেশের আকৃতির এই অসামঞ্জস্যতা রয়েছে খুব সম্ভবত টেকনিক্যাল কারণেই । কিন্তু আমার মনে হচ্ছে কাগজের ম্যাপ গুলো চাইলেই সংশোধন করা যায়। নয়তো দেখা যাবে কোনদিন কারো সাথে তুমুল তর্ক লেগে বসে আছি যে, কানাডা আফ্রিকা মহাদেশের থেকেও বড়!
নিচের দুইটা ম্যাপের বড়টা প্রচলিত ম্যাপ আর অপরটাতে দেশগুলোর আকৃতি ঠিক করে দেওয়া আছে।
২| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫২
ঋণাত্মক শূণ্য বলেছেন: বহু ধরণের ম্যাপ আছে; এবং কোনটাই সত্য নয়! আদতে গোলাকার বল (গ্লোব) টাইপের ম্যাপকে ফ্লাট সারফেসে দেখাতে গেলে ডিসটরশন হবেই হবে। চাইলেই সমাধান করা যায় না।
তাছাড়া সাসুম যে ব্যাখ্যা দিয়েছেন; সেটাও ঠিক। ম্যাপ একটা বিশাল পলিটিক্স!
মজার একটা কাজ করতে পারেন। গুগল আর্থে ঢুকবেন এরপর জুমআউট করে যদ্দুর যাওয়া সম্ভব হয় গিয়ে পৃথিবীটাকে এক পুরা স্ক্রীণে নিয়ে আসবেন।
এবার ধীরে ধীরে গ্রীণল্যান্ডের উপরে জুম করবেন। মোটামুটি একটা সাইজে নিয়ে এসে স্ক্রীনে হাত রেখে মাপ নিবেন; এবং হাত সরাবেন না।
এবার ধীরে ধীরে আফ্রিকার উপরে নিয়ে আসেন। দেখবেন তখন গ্রীণল্যান্ড কত ছোট দেখায়।
মজার বিষয় হচ্ছে, এখানেও একটা বিশাল পলিটিক্স ব্যবহার করা হয়েছে। যখন একদম জুমআউট করবেন, তখন দেখবেন এক নজরে আম্রিকার কিছু অংশ, কানাডা, গ্রীণল্যান্ড ও রাশিয়ার অংশ দেখা যায় না; মেঘে ঢাকা। কিন্তু বাকি দুনিয়া (কিছু সাগর বাদে) পুরাই ফকফকা! আবারও, সাসুম এর কথা মাথায় রাখবেন, "ম্যাপ একটা বিশাল পলিটিক্স"।
যাই হোক। আমাদের এভাবে মগজ ধোলাই করা হয়েছে; এবং এর থেকে বের হওয়ার আসলে সঠিক কোন উপায় নাই। নিজে জানতে হবে; নিজের কাছের মানুষদের জানাতে হবে। এরপর যদ্দুর পারা যায় জ্ঞান ছড়িয়ে দিতে হবে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২২
সাসুম বলেছেন:
সত্যিকার অর্থে আমাদের নীতি নির্ধারক বা ক্ষমতাশীল রা চাইলেই কিন্তু পসিবল। আমাদের মারকাটর প্রজেকশান ভিত্তিক ৫০০ বছরের পুরানো ম্যাপিং থেকে বেরিয়ে এখন আরো আধুনিক ও সঠিক ধারনার গল পিটার ধারনার ল্যান্ড মাস প্রজেকশান ভিত্তিক ম্যাপের ইউজ শুরু করেছে কেউ কেউ। যেমন বস্টন পাব্লিক স্কুলে নতুন ডিজাইনের ম্যাপ পড়ানো হচ্ছে।
বস্টন পাব্লিক স্কুলে নতুন ধারনার ম্যাপ পড়ানো হচ্ছে
এই নতুন ও সঠিক ম্যাপ টা দেখতে ঠিক কিছুটা এরকম-
নীচে এক্টা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম-
ম্যাপের মধ্যে রাষ্ট্র সমুহের আসল সাইজ
এখানে জাস্ট যে কোন একটা কান্ট্রি সিলেক্ট করে সেটাকে টেনে এনে অন্য কোন কান্ট্রির উপর বসালে চেক করতে পারবেন আসলে সাইজের এদিক সেদিকের আসল পলিটিক্স টা।
সবচেয়ে সহজ হল গ্রিনল্যান্ড কে। জাস্ট সার্চ বারে গ্রিন ল্যান্ড লিখুন, এরপর সেটা ম্যাপে ফুটে উঠবে। এবার সেটাকে ড্রাগ করে টেনে এনে অন্য কোন এক কান্ট্রির উপর রাখুন, দেখবেন এটার আসল সাইজ আফ্রিকার যেকোন একটা ছোট্ট রাস্ট্রের চেয়ে ছোট। নীচে একটা এক্সাম্পল দেখালাম।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫০
আসিফআহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার দেওয়ার লিংকটার সাথে আমি পরিচিত। বছর দুয়েক আগে যখন মার্কেটর প্রজেকশন সম্পর্কে জানতে পারি তখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখনই গল্ পিটার ধারণা সম্পর্কে জানতে পারি ।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৩
আসিফআহমেদ বলেছেন: "ম্যাপ একটি বিশাল পলিটিক্স" এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত। আমরা সাধারণত অন্যান্য দেশের সম্পর্কে একটা ধারণা নিতে গেলে প্রথমেই ম্যাপ দেখার চেষ্টা করি। ম্যাপ দেখেই আমরা ধারণা নিই যে দেশটা কত বড় অথবা কত ছোট। সে ক্ষেত্রে আসলে দেশটার প্রকৃত আকার সম্পর্কে একটা নির্ভুল ধারণা পাওয়া খুবই জরুরী । সে অনুযায়ী আমাদের অন্য দেশের প্রতি প্রাথমিক ধারণা মানসিক ভাবে গড়ে উঠবে । গুগল ম্যাপ না হয় পুঁজিবাদীরা তৈরি করার কারণে তাদের সুবিধা অনুযায়ী তৈরি করেছে । সে ক্ষেত্রে আমরা চাইলেও গুগল ম্যাপ ঠিক করতে পারব না বা পরিবর্তন করতে পারব না । এমনকি কাগজের ম্যাচগুলো হয়তো প্রচলিত ম্যাপ থেকে বের হয়ে আসতে পারবেনা কিন্তু এই ব্যাপারে সকলের ধারণাটা রাখা উচিত । রাশিয়া দেশ টা যত বড় দেখায় আদতে তত বড় নয়, এমনকি যুক্তরাষ্ট্র-কানাডা দেশগুলোও এতটা বড় নয়, আর আমরাও কম্পারেটিভলি এত ছোট নই। সে ক্ষেত্রে এটা নিয়ে আসলে ভাবা উচিত কিভাবে সবার মধ্যে এই ধারণাটা দেওয়া যায় । আমার মনে হয় কাগজের ম্যাপগুলো কিছুটা চাইলে সংশোধন করা যায় অন্তত প্রকৃত আকার দেওয়ার চেষ্টা বা আনুপাতিক আকারটা কিছুটা ঠিক করে কাগজের ম্যাপ গুলো তৈরি করা উচিত।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০২২ ভোর ৬:১৯
সাসুম বলেছেন: Mercator projection মূলত ১০০% সঠিক উপায় নয়। এই পদ্ধতিতে যেটা করা হয়, একটা গোলক কে প্রথমে কেটে ভাগ করা হয় এরপর এর কাটা অংশ গুলোকে সিলিন্ডারিক উপায়ে ফ্লাট সারফেস হিসেবে বিবেচনা করা হয়। এই কাজটা করতে গিয়ে কোথায় ডাইসেক্ট করা হবে গোলক কে এটার উপর ডীপেন্ড করে পজিশান ও সাইজ এদিক ওদিক হয়।
সবচেয়ে বড় কথা, ব্রিটের ও কলোনিয়াল উপনিবেশ কারীরা নিজেদের কে সেন্টার এ রেখে তাদের কলোনী সাজাত এবং নিজেদের কে বড় দেখিয়ে তাদের কলোনীকে ছোট দেখাত। এর কারন ছিল- সুপিরিয়রিটি। সেই ১৫ শতকের দিন গুলোতে যত বড় তত সম্মান এ নীতিতে চলত তারা।
সেই থেকে চলে আসা কারনেই ম্যাপ গুলো এখনো সেইম রকম। খেয়াল করলে দেখা যাবে ব্রিটেন আর ইউরোপের কলোনী গুলা সবসময় ম্যাপ এর মাঝে দেখা যায়- যদিও একটা গোলাকার ম্যাপ এর যে কোন দেশ ই মাঝে হতে পারে। ইভেন পাপুয়া নিউগিনিকে মাঝে রাখলেও কারো কিছু যায় আসেনা, কিংবা চায়নাকে মাঝে রাখলেও কারো কিছু যায় আসেনা।
বাট ওই কলোনিয়াল যুগের সামন্ত প্রথা থেকেই এই কারন গুলো চলে আসছে আর সেই সাথে কলোনী গুলাকে সাইজে ছোট দেখানোর নিম্ন মানসিকতা।
এই পুরো ব্যাপার টা তে গ্লোবাল জিও পলিটিক্স থেকে শুরু করে সামন্ত দেশ গুলোর মানসিকতা এবং কলোনী যুগের কালো দাগ দগদগ করে ফুটে উঠে।
আপনি আমি চাইলেও এটা ঠিক করতে পারবোনা। ম্যাপ একটা বিশাল পলিটীক্স