![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি আমার পেশান। এটা ছাড়া আমার বেঁচে থাকা হয়তো সম্ভব নয়। স্বপ্ন দেখি এমন এক দিনের যেদিন বিশেষ কিছু বই বের হলে মানুষ পাবলিশারের সামনে ভীড় করবে, লাইন ধরে, উৎসব করতে করতে বই কিনবে। প্রথম দিনেই বিক্রি হবে এক লাখের চেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন ভাষায় সেই বইগুলো অনুবাদ করা হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বইগুলো নিয়ে আলোচনা চলবে। হয়তো আজ হবে না। কিন্তু, আজ থেকে ১০ বছর পরে হয়তো তেমনই একটা দিন আসবে। সেই দিনের প্রতিক্ষায় আছি।
-"মাম্মা......নতুন এক মাইয়া পটাইলাইসিরে...," বেহায়ার মত হাসি দিয়ে বললেন বাবলি ভাই।
-"কিতা কন? কেমতে হইলো এই অঘটন?" বেশ অবাক হয়েই বললাম।
-"আসলে না...আমার ভালো তোদের একদম সহ্য হয় না। এতদিন পরে একটা মেয়ে পাইলাম……আর তোরা? কোথায় এপ্রিসিয়েট করবি তা না...,"
কাঁদো কাঁদো হয়ে বললেন বাবলি ভাই।
বাবলি ভাই আমাদের এলাকার স্বঘোষিত সুপুরুষ। প্রচণ্ড নারী প্রেমী এ ভদ্রলোকের হবি হচ্ছে নারীর প্রেমে পরা। তাঁর মতে প্রেম করা হচ্ছে একটা আর্ট। সবাই এইটা পারে না। এর জন্যে প্রতিভা লাগে। উনার ধারনা, উনার ধারাবাহিক সাফল্যের পিছনে এই দুর্লভ প্রতিভাই দায়ী যা আমাদের আর কারো মাঝেই নেই। কিন্তু উনার প্রচণ্ড ভুলোমনা স্বভাব। একবার একটা করে রিলেশান ব্রেকাপ হয়, উনি আমাদের কাছে প্রমিজ করেন, "ঢের হয়েছে বাপু, আর না। আর জীবনেও প্রেমোমুখি হচ্ছিনে। তোদের হবু ভাবির কসম।"
কিন্তু, ২ দিন বাদেই দেখা যায় সব ভুলে আবার প্রেম বিনিময় শুরু করে দিয়েছেন। আমরা যদি জিজ্ঞেস করতাম, "আপনি না ২ দিন আগেই প্রমিজ করলেন?"
উনি মাথা চুলকে কি যেন মনে করার চেষ্টা করে শেষমেশ হাল ছেড়ে দিয়ে বলতেন, "করেছিলাম নাকি? কবে?"
এই উঠতি গাজনিকে দেখে ছোট ভাইরা ভীষণ ইন্সপায়ারড হয়। আমাদের কাছে উনি ছিলেন, প্রেমের অপর নাম।
তো সেই প্রেমের দেবতা আবারো কোনও এক দেবীর প্রেমে পরেছেন।
-"কি বলেন ভাই, আপনি শেষ প্রেম করেছেন অনেক দিন আগে, এই কথাটার মানে কি? এই গত সপ্তাহেই না তৃষ্ণা আপুর সাথে ব্রেকাপ করলেন?" আবার জিজ্ঞেস করলাম।
-"দেখো বাছা!! তোমার কাছে যাহা মাত্র এক সপ্তাহ, আমার কাছে তাহাই মহাকাল। ডাঙ্গায় আসা মাছ পানি ছাড়া কেমন ছটফট করে দেখেছিস?”
-"জাইল্লা পাড়াতে দেখসি। তবে আমার থেকে তোমার আরও ভালো দেখার কথা, তোমার বাসাই তো জাইল্লা পাড়ার নিকটে......"
ভ্রুক্ষেপ না করে উনি বলে গেলেন, "ডাঙ্গায় আসা মৎস্য যেমন পানি ছাড়া হাঁসফাঁস করিতে থাকে, দম বন্ধ হয়ে আসে, আমিও তদ্রূপই প্রেম ছাড়া হাঁসফাঁস করিতে থাকি। সবসময় মনে রাখবি, প্রেমিকাহীন পুরুষ আর ঘাস বিনে গরু, একি কথা......"
তীব্র অপমানে রাগে গজর গজর করতে করতে চলে আসলাম। শুধু মাত্র একটি প্রেমিকার অভাবে আজকে আমাকে একজনে ঘাসবিহীন গরু বলে ফেলতে পারলো? আল্লায় তোর বিচার করবে বাবলি...তোর মাথায় ঠাডা পরুক.....অভিশাপ দিতে দিতে চলে এলাম।
বিধাতা মুখ তুলে তাকালেন। যা সাধারণত আমার ক্ষেত্রে হয় না। সেবার হলো। এই অধমের অভিশাপ লেগে গেলো।
২ মাস পর বাবলি ভাইয়ের বড় বোনের আখদ এ গেলাম। দেখি সংগ্রামী প্রেমিক পুরুষ এক কোনে পাংশু মুখে বসে আছেন। দেখতে কেমন যেন ভিটেমাটিহীন উদবাস্তুদের মত লাগছিলো।
-"কি ব্যাপার, এমন সর্বহারার মতো বসে আছেন কেন? কি হয়েছে?"
-"কি হয়েছে?? তুইও কি মজা লইতে আইসসনি বাই...ত..." রীতিমত তেড়ে এলেন বাবলি দা গ্রেট। তাঁর মুখের ভাষা সেই কাব্যিকরুপ হারিয়ে কলঙ্কিত আকার ধারণ করেছে!
-"তা কি হয়েছে এবার বলবে তো নাকি?"
-"বোস। বলছি," সিগারেট ধরিয়ে ফুরফুর করে টানতে লাগলেন...ধোঁয়াগুলো মনে হচ্ছে অদূরে গিয়ে হৃদয় আকৃতি ধারণ করছে।
-"তোকে বলেছিলাম না নতুন একটা মেয়ের সাথে রিলেশান এর কথা? মেয়েটার সাথে পরিচয় এফবিতে। পুরো ২ মাসে কয়েক হাজার খুদে বার্তা নিক্ষেপণ করেছি। মোবাইলে কথা বলেছি। কিন্তু, কিছুতেই পিক দিতেই চায় না। অনেক জোরাজুরির পর দিলো। আবছা আলোয় গলাকাটা পিক। ভালো মত বোঝা যায় না। তবে গলা শুনেই বোঝা যায়, ভীষণ সুন্দরী। তো ঠিক করলাম দেখা করবো। মেয়ের দেখি হাই প্রোফাইল রেস্টুরেন্ট এর দিকেই চোখ। যাই হোক, ভাবলাম, হাই প্রোফাইল লেডিস শুড হেভ আ হাই প্রোফাইল হেবিটোবিটি। গেলাম যথাস্থানে। ওমা একি??!! দেখি একসাথে ৭টা মেয়ে একটা টেবিল দখল করে বসে আছে।"
-"ভালই তো! গেলেন একটার জন্যে। ৬টা বোনাস পেলেন।"
-"বোনাস কেম উইদ এ ভেরি হাই প্রাইজ...ইউ নো..." সিগ্রেট ফুঁকতে ফুঁকতে বললেন। হাই প্রাইজ কথাটা কেমন জানি বিলাপের মত শুনালো।
-"আগে বাড়েন মুরুব্বী," তাগাদা দিলাম, খিদায় পেটের ভিতর ছুঁচোরা বুকডন দিচ্ছে।
-"গিয়েই বললাম, তোমাদের মধ্যে সোনিয়া কে? বলেই সবচেয়ে সুন্দরী জনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এইটা সোনিয়া না হয়েই যায় না। তাছাড়া এখানে আসার পর থেকেই এই মেয়ে আমার দিকে একটু পরপর আবেদনময়ী দৃষ্টিতে তাকাচ্ছিলো। হঠাত সম্পূর্ণ বিপরীত দিক থেকে তেড়ে এলো একটি সুরেলা পরিচিত কণ্ঠ, বাবলু...জান...আমি এখানে ব্যাবি...," বলেই চোখ বন্ধ করে ঢোঁক গিললেন উনি।
-"ও মারে......!!!! এইটা কে? এ কি মেয়ে, না মেয়ের খালা??!! আকৃতিতে আমার ৩ গুন। দেখে মনে হয় এক কালে হেভি ওয়েট চ্যাম্পিয়ন ছিল। এই মেয়ে তো আমাকে ধোপার মত ধুয়ে ফেলতে পারবে...তার বিস্তৃত অবয়ব এর দিকে ভাষাহীনভাবে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। ছবিটা এ মেয়েরই ছিল। তবে সেটা তার আরও অনেক আগের ছবি...," ভয়াবহ রকম বিষন্নতা নিয়ে বললেন বাবলি দ্যা গ্রেট।
-"যাহ দুষ্টু...এভাবে তাকিয়ে থাকলে ওরা কি ভাববে বলো তো?" মজা পেয়ে বললাম।
-"ফাইজলামি করবি না। আমি আছি আমার কষ্টে। আমি আর টেবিলের ওই পাশে তাকাই নাইরে। পুরাটা সময় শুধু মাথা নিচু করে দেখে গেছি খাবারের স্তূপগুলোর মুহূর্তে অদৃশ্য হয়ে যাওয়া। বারমুডা ট্রায়াঙ্গলে যেভাবে গোটা জাহাজ সুদ্ধ গায়েব হয়ে যায়, ঠিক সেইভাবেই খাবারগুলো বিলীন হচ্ছিলো চোখের নিমিষেই। বিল আসলো ৭৬৬০ টাকা!! এরা আসলে মানুষ, না অতিপ্রাকৃত কিছু, বুঝতে পারছিলাম না। টিপস চাইলে বেয়ারাকে কানে কানে বললাম, পারলে আমারে কিছু দিয়া যা। যাই হোক। ঐখান থেকে এসেই সিম চেইঞ্জ। তওবা খাইসি,এ জীবনে আর প্রেম না।"
যাক। খুশি হলাম। ২ রাকাত নফল নামায পড়তে হবে আইজকা। অধরা আপুর সাথে ট্র্যাজিক ঘটনা সুনার পর উনি আমাকে নিয়ে যাচ্ছেতাইভাবে হাসাহাসি করেছিলেন। আজকে বাবলির অবস্থা দেখে খুশিতে আমি আত্মহারা। ভাবতে ভাবতে তাকিয়ে দেখি উনার দৃষ্টি ঈশান কোনে নিবদ্ধ।
-"মেয়েটা কিন্তু জোশ মাইরি......মরে গেলুম।"
-"বাবলি ভাই, এসব কি? মাত্র না প্রেম কে না বললেন?"
-"বলেছি নাকি? কবে?" মাথা চুলকে সন্ধিগ্ন গলায় বললেন।
-"মানে? এই বললেন, আর এই ভুলে গেলেন? একি, কই যাইতেসেন?? ওই...ওই..........."
বাবলি ভাইয়ের চলে যাওয়া দেখছি আর মনে মনে বলছি, "তোরা কেউ এই গাজনির বাচ্চাটারে মারস না ক্যারে?"
©somewhere in net ltd.