![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি আমার পেশান। এটা ছাড়া আমার বেঁচে থাকা হয়তো সম্ভব নয়। স্বপ্ন দেখি এমন এক দিনের যেদিন বিশেষ কিছু বই বের হলে মানুষ পাবলিশারের সামনে ভীড় করবে, লাইন ধরে, উৎসব করতে করতে বই কিনবে। প্রথম দিনেই বিক্রি হবে এক লাখের চেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন ভাষায় সেই বইগুলো অনুবাদ করা হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বইগুলো নিয়ে আলোচনা চলবে। হয়তো আজ হবে না। কিন্তু, আজ থেকে ১০ বছর পরে হয়তো তেমনই একটা দিন আসবে। সেই দিনের প্রতিক্ষায় আছি।
বাবলি ভাইয়ের পাসে বসে যাত্রা করা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর ব্যাপারগুলার মধ্যে একটা। ভাবুনতো আপনি বসে আছেন আর পাসের জন আপনাকে সম্পূর্ণ উপেক্ষা করে বিশ্রী শব্দে মোবাইলের কীবোর্ডে ঝড় তুলে যাচ্ছেন! কীবোর্ডের জীবন থাকলে নির্ঘাত উনাকে কষে ২টা চড় মারতো! আজকেও কাকে যেন মোবাইলে প্রেম নিবদন করছেন। উকি দিয়া দেখলাম...লেখা,
-"জান, তুমিই আমার জীবনের প্রথম প্রেম, আর কেউ নাইক্কা…."
নাহ!! কাহাঁতক সহ্য করা যায়। প্রতিবাদ করে উঠলাম,
-"ওই মিয়া, কেডা কইসে এই মাইয়া আপনার প্রথম প্রেম? আপনার প্রথম প্রেম কয়ডা?"
-"শশশশ...চুপ কর...,” দ্রুত ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে বললেন বাবলি ভাই, “দেয়ালেরও কান আছে। আমাকে এতিম করতে চাস নাকি তুই?"
-"এ আর নতুন কি? সাপ্তাহে ২ বার রুটিন করে এতিম হও...তুমি তো বিশ্ব সেরা এতিম। তোমার মতো এত বড় এতিম আমাদের মাঝে আছেন, ভাবতেই তো ভালো লাগে।"
-"বেত্তমিজ......বড়দের মুখে মুখে কথা......এই কারনেই তোর গার্ল ফ্রেন্ড টিকে না। বড়দের বদ দোয়া নিছসতো......তাই......"
জিজ্ঞেস করতে ইচ্ছা হল যে উনার যে প্রতি সপ্তাহে ব্রেকাপ হয়, সেইটা কার বদ দোয়ায়......কিন্তু উনি প্রচণ্ড মনোযোগ দিয়ে কাকে যেন মেসেজ দিচ্ছেন। মনোযোগ নষ্ট করলাম না।
আধ ঘণ্টা পর দেখি উনার মুখের হাসি আস্তে আস্তে সরে গিয়ে মুখ চুন হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বেটা আবার ছেঁকা খাইছে। উঁকি দিয়ে দেখলাম ওই মেয়ের মেসেজ। মেয়ে লিখছে,
-"তোমার মতো ফাউল পোলা আমি জিন্দেগিতেও দেখি নাইক্কা...তুমি একটা বিশ্ব বেহায়া, ফাউল, লুইচ্ছা, বদের হাড্ডি পোলা..."
-"এহেম......বাবলি ভাই, কাহিনি কি? এই নারী প্রেমোবর্ষণ ভুলে গিয়ে এইভাবে গালি বর্ষণ করছে কেন? কি করেছিলেন আপনি?"
-"আর বলিসনে......তোর বর্তমান ভাবির সাথে পরিচয় রবি সার্কেলে। ৩ মাস ধরে কতো খুদে বার্তা নিক্ষেপণ। কথা হয় নাই কখনো। শুধুই চ্যাট। তো গত কয়েক দিন আগে একটা নাম্বার থেকে কল আসছিলো। আমি ধরলাম। খুবই মিষ্টি গলায় কে যেন বলল,
-"হেলো, এইটা কি সুমির নাম্বার?"
-"জি...সেতো একটু বাইরে গেছে...আমি ওর বড় ভাই, তা......তুমি কে? কিছু বলবা? আমাকে বলতে পারো......"
-"ও......আপনি ওর বড় ভাই? আচ্ছা...হুম। ঠিক আছে। সুমি আসলে বলবেন, আমি কল দিয়েছিলাম। আমি ওর বান্ধবী। আমার নাম হুমায়রা। ঈদ এর দাওয়াত দেয়ার জন্যে কল দিলাম।ওকে বইলেন ঈদে আমাদের বাসায় আসতে।"
-"অবশ্যই বলবো। কিন্তু আপু, খালি আমার ভগিনিকেই দাওয়াত দিবা, ভ্রাতাকে দিবা না? ভ্রাতা কি দোষ করিল?"
-"(দীর্ঘশ্বাস ফেলে) ঠিক আসে, আপনি সহ আইসেন। আপনার বোনকে নিয়া আইসেন।"
-"বোনকে নিয়াই আসতে হবে? বোন ছাড়া আসলে কি মুখের উপর দরজা লাগাই দিবানি? ছি ছি..."
-"ধুর, আইসেন, আপনি নাহয় একাই আইসেন।"
-"না মানে......আমি তো ঠিকানা জানি না। তোমার বাসার এড্রেসটা একটু দিবা? আর এইটা কি তোমার পারসোনাল নাম্বার? মানে......বাসা খুঁজে না পেলে তোমাকে কল দিতাম......এই আর কি......"
খুট করে একটা শব্দ হল। মেয়ে কল কেটে দিয়েছে।
কাহিনী কিছুই বুঝলাম না, তাই বাবলি ভাইকে জিজ্ঞেস করলাম, "তো সেই জন্যে এই মেয়ে আপনাকে গালিধারা বর্ষণ করলো কেন?"
বাবলি ভাইকে দেখে এখন সত্যিকারের এতিমের মত লাগছিলো, হাউমাউ করে কেঁদে কেটে বললেন, "ওরে হতভাগা......হুমায়রাই ছিল তোর বর্তমান ভাবি......মিথ্যা নাম দিয়ে আমাকে টেস্ট করার জন্যে কল দিসিলো। আমার সুমি নামে কোন বোনই নাই, জানিসই তো। অতি চালাকি করতে গিয়ে ধরা খেলাম। তাছাড়া আমি তো সব ভুলে যাই। ওকে যে কবে নাম্বার দিসিলাম আর সেও যে সেই কবে কল দিবে বলসিলো, আমার তো তা মনে ছিলোনারে। আমি কতো জনকেই তো নাম্বার দেই। আমি কেমনে বুঝমু কোনটা কে?" বাবলি ভাইয়ের ক্রন্দনে আকাস বাতাস আজ প্রকম্পিত।
আহা!! বেচারা বিশ্ব প্রেমিক!! যে ব্যাক্তি বলেছিল, চোরের দশ দিন আর গৃহস্থের একদিন, তাকে গোল্ড মেডেল দেয়া উচিত।
এ কথা ভাবতে না ভাবতেই আবার বাবলি ভাইয়ের মোবাইলে কল। উনার মুখে হাজার ওয়াটের বাল্ব জলে উঠলো। উনার ছাত্রী কল দিয়েছে। বলেছে, রাতে নাকি মায়ের মোবাইল ওর কাছেই থাকবে। বাবলি ভাই যাতে কল দিতে না ভুলেন।
বাবলি ভাই সদ্য খাওয়া ছেঁককে ঝাঁটা মেরে সরিয়ে দিয়ে দিব্যি গুন গুন করে গান গেয়ে চলেছেন।
এসব দেখছি আর ভাবছি, সদ্য উসঠা প্রাপ্ত যুবক যে কতো তাড়াতাড়ি শোককে শক্তিতে পরিণত করতে পারে, সেটা বাবলি ভাইকে দেখে কেউ শিখুক।
আসলেই বাবলি ভাই ইজ দ্যা গ্রেট!!!!
©somewhere in net ltd.