![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি আমার পেশান। এটা ছাড়া আমার বেঁচে থাকা হয়তো সম্ভব নয়। স্বপ্ন দেখি এমন এক দিনের যেদিন বিশেষ কিছু বই বের হলে মানুষ পাবলিশারের সামনে ভীড় করবে, লাইন ধরে, উৎসব করতে করতে বই কিনবে। প্রথম দিনেই বিক্রি হবে এক লাখের চেয়ে বেশি। পৃথিবীর বিভিন্ন ভাষায় সেই বইগুলো অনুবাদ করা হবে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বইগুলো নিয়ে আলোচনা চলবে। হয়তো আজ হবে না। কিন্তু, আজ থেকে ১০ বছর পরে হয়তো তেমনই একটা দিন আসবে। সেই দিনের প্রতিক্ষায় আছি।
জাফর ইকবাল স্যার কালকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে উনি বলেছিলেন যে "কিন্তু" শব্দটাকে বাদ দেয়া উচিত। কারণ এই "কিন্তুর" সহায়তায় ধুর্ত লোকগুলো তাদের বিষ ছড়ানোর সূযোগ পায়। আমাদের সমাজেও কিছু "কিন্তু" যুক্ত লোকজন আছে। ইহারা নিন্মরূপঃ
আমি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি, "কিন্তু" আমি যুদ্ধাপরাধীদের বিপক্ষে বলা লাইক করি না। কারণ বললে জাতি দ্বিধা বিভক্ত হয়ে যাবে!
আমি মুক্তিযুদ্ধ সাপোর্ট করি, কিন্তু ২ লাখ রেইপ আর ৩০ লাখ মানুষের শহীদ হওয়ার গর্বের ইতিহাস মানিনা!!
আমি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি আর আমি এও জানি যে পাকিস্তানিরা আর রাজাকারেরা এই ৩০ লাখকে ১ দেড় লাখ থেকে ৪০০০০, এবং ২ লাখ রেইপকে ১০০০০ বলে। "কিন্তু" সব জানার পরও আমি শেষমেশ পাকিস্তানিদের আর রাজাকারদের মুখের বুলিকেই সাপোর্ট দেই, "কিন্তু" বিশ্বাস করেন, আমি একজন সাচ্চা দেশপ্রেমিক!
আমি মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি কিন্তু আবার ঠিক সম্মুক যুদ্ধে আমরা পাকিস্তানিদের গদাম দিয়েছি এটা মানিনা। আরে, মানবো কেন? আমরাতো চোরের জাত। লুকিয়ে ছাপিয়ে কাজ করা আমাদের চরিত্র! তাই, এ হতে পারে না!!
স্যার কি ভুল কিছু বলেছেন? আসলেই "কিন্তু" শব্দটা বাদ দেয়া উচিত। বড়ই নালায়েক এই শব্দটি।
©somewhere in net ltd.