![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর
যেদিন থেকে বুঝি আমি
পৃথিবীর নিয়ম,
সেই দিন থেকে সুখী আমি -
শুনে নিও প্রিয়জন।
পূর্ব পশ্চিম সূর্য উদয়াস্ত
ঠিক তেমনি সুখ আর দুঃখ।
বীজ থেকে হই আমি চারা,
চারা থেকে হই গাছ।
গাছ হয়ে দেই ছায়া,
অথবা ঘরে...
"ঢাকার শাহাবাগে" এক
ভাইয়ের গলার টিউমার
অপারেশনের জন্য কাল (১৫-০৩-১৫)
সকাল ৯টার মধ্যে ১ব্যাগ
# বি_নেগেটিভ " রক্তের
প্রয়োজন।
------------------------
আপনি দিতে না পারলেও
কপি পেষ্ট শেয়ার করে রক্ত
দাতা পেতে সাহায্য করুন।
----------------------------
স্থ্যানঃ- ঢাকামেডিকেল
ওয়ার্ড-৩০৩ বেড#০৭ ফোনঃ-
01917018127 (রোগীর ভাই)
বেগুনি মেঘের
নিচে একখানা শুভ্র শাদা মেঘ ,
তারপাশে আরখানা হাল্কা গোলাপিয়া লাল ,
তারো নিচে –
তারো নিচে একখানা গাঢ়মেঘ
কালো।
কালোমেঘ দেখে তুমি চিরদিন
বলেছো বিপদ,
ওই মেঘ গোপন ঘাতক।আমি তবু তার
দিকে চেয়ে
ভাবি ওইতো আমি- বিপদের...
বৃষ্টির শব্দ শুনি, বাতাসের শব্দও শুনি
কন্যার চোখে জল দেখি
শিশু কাঁদে - বৃন্দাবনে কিশোরী কাঁদে,
কন্যা কাঁদে কার লাগি ?
©somewhere in net ltd.