![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর
বেগুনি মেঘের
নিচে একখানা শুভ্র শাদা মেঘ ,
তারপাশে আরখানা হাল্কা গোলাপিয়া লাল ,
তারো নিচে –
তারো নিচে একখানা গাঢ়মেঘ
কালো।
কালোমেঘ দেখে তুমি চিরদিন
বলেছো বিপদ,
ওই মেঘ গোপন ঘাতক।আমি তবু তার
দিকে চেয়ে
ভাবি ওইতো আমি- বিপদের চিহ্ন
বয়ে আনা
দুর্দিনের পূর্বাভাস
নিয়ে আসা কালোমেঘ
ওইতো আমি।
একদিন তুমি কালো মেঘ
দেখে বলবে দুর্দিন, দুর্যোগ।
আমি ভাসতে ভাসতে আর
কোনো নিভৃত
আকাশে ফিরে যাবো।
অন্যকোন এক পৃথিবীতে. . . . .
-আকাশ বদল
# রুদ্র_মুহাম্মদ_শহিদুল্লাহ ।।
২| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
হাসান মাহবুব বলেছেন: কবি একটা ছিলো বটে!
৩| ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: কবি! টপ টু বটম কবি
৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫
আ স রনি আহমেদ বলেছেন: অনেক কবি আছে। অনেক কবিতাও আছে কিন্তুু রুদ্র মতো আর একটাও কবি পেলাম না।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
Shaiful islam majumder বলেছেন: অসাধারণ চিন্তা ভাবনা, সুন্দর কবিতা!!